Durga Puja 2025: কাশিমবাজার রাজবাড়িতে ৩০০ বছরের ঐতিহ্যে ভরা দুর্গাপুজো! আজও ব্যতিক্রমী আড়ম্বরের সাক্ষী মুর্শিদাবাদ

Kasimbazar Rajbari Durga Puja: গোটা রাজ্যেই রাজা, জমিদার ও বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম পুজো হল এই কাশিমবাজার রাজবাড়ির দুর্গাপুজো।

Kasimbazar Rajbari Durga Puja: গোটা রাজ্যেই রাজা, জমিদার ও বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম পুজো হল এই কাশিমবাজার রাজবাড়ির দুর্গাপুজো।

author-image
Gopal Thakur
New Update
Kasimbazar Rajbari Durga Puja,  300-year tradition,  Ancient heritage and grandeur,  Roy family Rajbari Puja  ,Royal Puja rituals,  Kumari Puja  ,Chandi paath and Durga Nam  ,Ghat immersion at Kati Ganga,কাশিমবাজার রাজবাড়ি,  ৩০০ বছরের দুর্গাপুজো,  প্রাচীন ঐতিহ্য ও আড়ম্বর,  রাজবাড়ির রায় পরিবারের পুজো  ,রাজবাড়ি দুর্গাপুজো রীতি,  কুমারী পূজা  ,দুর্গানাম ও চণ্ডীপাঠ,  কাটি গঙ্গা ঘট ভরার রীতি

Durga Puja 2025: কাশিমবাজার রাজবাড়ির দুর্গাপুজো।

Kasimbazar Rajbari Durga Puja: প্রাচীন ঐতিহ্য ও নিয়ম মেনে নিষ্ঠার সঙ্গে পালিত হচ্ছে মুর্শিদাবাদের কাশিমবাজার রাজবাড়ির দুর্গাপুজো। রাজা, জমিদার এবং বনেদি পরিবারের শতাব্দী প্রাচীন পুজোগুলির মধ্যে এই রাজবাড়ির পুজো অন্যতম গুরুত্বপূর্ণ।

Advertisment

১৭৪০ সালে কাশিমবাজার ছোট রাজবাড়িতে দুর্গাপুজোর সূচনা করেন অযোধ্যারাম রায়। তার আদি নিবাস ছিল বাঁকুড়ার পাত্রসায়রে। ব্যবসার সূত্রে তিনি মুর্শিদাবাদে আসেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান পদে নিযুক্ত হন। তার হাত ধরেই শুরু হয় এই রাজবাড়ির ঐতিহ্যবাহী দুর্গাপুজো, যা প্রায় তিনশো বছর ধরে একই আড়ম্বরের সঙ্গে অনুষ্ঠিত হয়ে আসছে।

রাজবাড়ির নিজস্ব পুঁথি মেনে পূজা পরিচালনা করেন সাতজন পুরোহিত। রথের দিনে কাঠামো পূজার মধ্য দিয়ে পুজোর সূচনা হয়, যা কখনো পাল্টানো হয় না। সপ্তমী থেকে নবমী পর্যন্ত কুমারী পূজা হয় এবং রাজবাড়ির বধূরা এই পূজা সম্পন্ন করেন। অযোধ্যারামের সময় থেকে চলে আসা আমন্ত্রণের রীতি এখনও অটুট—আত্মীয় ও প্রতিবেশীদের পান-সুপারি দিয়ে আমন্ত্রণ জানানো হয়।

Advertisment

আরও পড়ুন- TMC-BJP: বিবেকানন্দ কাপ বনাম নরেন্দ্র কাপ: ২০২৬ ভোটের আগে ফুটবল ময়দানে তৃণমূল-BJP-র রাজনৈতিক লড়াই

দেবী দুর্গা একচালায় চার সন্তানসহ অবস্থান করেন। বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে গণেশের লাল রঙ এবং ঘোড়ার মতো দেখতে সিংহ, যাকে ‘সিন্ধুঘোটক’ বলা হয়, উল্লেখযোগ্য। প্রতিদিনই মায়ের ভোগ নিবেদন করা হয়—ভাজা, রকমারি তরিতরকারির সঙ্গে বোয়াল, ইলিশ এবং চিংড়ি মাছের আয়োজন থাকে।

আরও পড়ুন-Bera Utsav: ফিরল নবাবি আমলের ঐতিহ্য! পাঁচ বছর পর মহাসমারোহে পালিত হল 'বেড়া উৎসব'

দশমীর দিনে দর্পণে বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানানো হয়। এরপর আত্মীয়-স্বজন ও স্থানীয় মহিলাদের সঙ্গে রাজবাড়ির বধূরা সিঁদুরখেলায় মেতে ওঠেন। অতীতে বিজয়া দশমীতে নীলকণ্ঠ পাখি ছাড়া হলেও এখন তা বন্ধ হয়েছে বন‌্যপ্রাণী সংরক্ষণ আইনের কারণে। বিকেলে শোভাযাত্রার মাধ্যমে দেবীকে কাটি গঙ্গায় বিসর্জন দেওয়া হয়।

আরও পড়ুন- Crime News:খাস কলকাতায় এযেন হিন্দি ওয়েব সিরিজ 'মির্জাপুর'! দুষ্কৃতীরাজের এই ঘটনা গায়ে কাঁটা দেবে!

চারদিনের এই আয়োজন দেখতে শুধু স্থানীয় মানুষ নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমান। দুর্গাপুজোর সময় কাশিমবাজার রাজবাড়ি ফিরে যায় তার পুরনো জাঁকজমকপূর্ণ আমেজে।

Mahishadal Rajbari Murshidabad Durga Puja