North Bengal Weather Forecast: প্রকৃতির ভয়াল রোষে দার্জিলিং, ডুয়ার্স! বিধ্বস্ত উত্তরবঙ্গে মৃত্যুমিছিল, আজও ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়

IMD alert-heavy rainfall: দুর্গাপুজো মিটতেই প্রকৃতির ভয়াল রোষে বিপর্যস্ত উত্তরবঙ্গের একের পর এক জেলা।

IMD alert-heavy rainfall: দুর্গাপুজো মিটতেই প্রকৃতির ভয়াল রোষে বিপর্যস্ত উত্তরবঙ্গের একের পর এক জেলা।

author-image
IE Bangla Web Desk
New Update
Darjeeling, Dooars, North Bengal, natural disaster, heavy rainfall, devastation, death toll, weather forecast, landslide, flood situation, rescue operation, IMD alert,দার্জিলিং, ডুয়ার্স, উত্তরবঙ্গ, ভয়াল প্রাকৃতিক দুর্যোগ, ভারী বৃষ্টি, বিধ্বস্ত এলাকা, মৃত্যুমিছিল, আবহাওয়া দফতর, বৃষ্টির পূর্বাভাস, পাহাড় ধস, জলবন্দি, উদ্ধার অভিযান

flood situation: প্রকৃতির রোষে উত্তরবঙ্গ। দিকে দিকে ভয়াবহ পরিস্থিতি।

Natural Disaster: দুর্গাপুজো মিটতেই প্রকৃতির ভয়ঙ্কর রোষের কবলে উত্তরবঙ্গ। একটানা ব্যাপক ঝড়-জলে বিধ্বস্ত উত্তরবঙ্গের একের পর এক জেলা। সবচেয়ে বেশি বৃষ্টির দাপট দেখা গিয়েছে পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। প্রকৃতির ভয়ঙ্কর এই বিপর্যয়ে ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যুর খবর মিলেছে। আজ সোমবারেও উত্তরবঙ্গের জেলায় জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি তো কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Advertisment

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে কোনও কোনও জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ মালদা এবং দুই দিনাজপুরে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আজ উত্তরবঙ্গে জেলায় জেলায় ব্যাপক বৃষ্টির পাশাপাশি থেকে ৩০-৪০ কিলোমিটার থেকে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে।

আরও পড়ুন- ভয়ঙ্কর বন্যার ভ্রূকুটি! বাংলাকে সতর্ক করল ভুটান

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। গত শনিবার থেকে লাগাতার বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলায়-জেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ারে ভয়াবহ পরিস্থিতি দিকে দিকে। উত্তরবঙ্গের সব নদীগুলির জলস্তর বেড়ে গিয়েছে। বহু জায়গায় নদীর জল উপচে ঢুকছে লাগোয়া এলাকায়। বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল।

Advertisment

আরও পড়ুন- প্রাণঘাতী বৃষ্টি! নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগানে ভেসে মৃত কমপক্ষে ৫, নিখোঁজ একাধিক

তিস্তা, তোর্ষা, মহানন্দা, জলঢাকা উত্তরবঙ্গের মতো নদীগুলির জল বিপদসীমার উপর দিয়ে বইছে। লাগাতার বৃষ্টির জেরে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাহাড়ি রাস্তায় একাধিক জায়গায় ধ্বস নেমেছে। পর্যটকদের বিশেষভাবে সতর্ক করছে প্রশাসন। সেই সঙ্গে স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক করা হচ্ছে।

দুর্গাপুজো মিটতেই উত্তরবঙ্গের জেলায়-জেলায় বিশেষ করে পাহাড়ি এলাকায় প্রবল ঝড়-বৃষ্টির দাপট চলছে, যা এককথায় নজিরবিহীন। গত শনিবার রাত থেকে একটানা নাগাড়ে বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। নাগাড়ে বৃষ্টিতে কোথাও ভেঙে পড়েছে সেতু কোথাও ভেঙে পড়েছে বাড়ি-ঘর। কোথাও খাদের উপর ধ্বসে গিয়েছে রাস্তা। সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি। দার্জিলিংয়ের মিরিক, সুখিয়াপোখরির মতো এলাকাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দারাগাঁওয়ে ধ্বস নেমে ক্ষতিগ্রস্ত একের পর এক বাড়ি।

আরও পড়ুন-কোটি টাকার সোনা ছিনতাইয়ের গল্প ফেঁদেও হল না শেষ রক্ষা! পুলিশি জেরার মুখে কেচ্ছা ফাঁস

সব মিলিয়ে বেনজির প্রাকৃতিক বিপর্যয়ে রীতিমতো বিধ্বস্ত উত্তরবঙ্গ। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আজ উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দল। সমানতালে উদ্ধারকাজে হাত লাগিয়েছে সেনা, পুলিশ এবং প্রশাসনের কর্মীরাও।

Heavy Rainfall IMD Weather Forecast north bengal