Jaldapara National Park: বন্যার গ্রাসে উত্তরবঙ্গের পাহাড়-ডুয়ার্স, জলদাপাড়া পর্যটকদের জন্য আপাতত বন্ধ

North Bengal-landslide: গত শনিবার থেকে লাগাতার বৃষ্টি উত্তরবঙ্গের জেলায়-জেলায়। তিস্তা, তোর্ষা, জলঢাকা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে।

North Bengal-landslide: গত শনিবার থেকে লাগাতার বৃষ্টি উত্তরবঙ্গের জেলায়-জেলায়। তিস্তা, তোর্ষা, জলঢাকা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে।

author-image
Sandip Sarkar
New Update
Jaldapara National Park, tourist ban, heavy rainfall, North Bengal, hills and Dooars, landslide, bridge collapse, 28 deaths, wildlife killed, rhino, deer, Holong River, tourist lodge, tourist rescue, forest department alert, safety measures, amphibious vehicle, hazardous conditions, Jaldapara forest,জলদাপাড়া জাতীয় উদ্যান, পর্যটক প্রবেশ নিষিদ্ধ, প্রবল বর্ষণ, উত্তরবঙ্গ, পাহাড়-ডুয়ার্স, ধস, সেতু ভাঙা, মৃত্যু ২৮, বন্যপ্রাণী নিহত, গণ্ডার, হরিণ, হলং নদী, টুরিস্ট লজ, পর্যটক উদ্ধার, বনদপ্তর সতর্কতা, সুরক্ষা ব্যবস্থা, আর্থ মুভার, ঝুঁকিপূর্ণ পরিস্থিতি, জলদাপাড়া জঙ্গল

Jaldapara National Park: প্রবল বৃষ্টিতে জলমগ্ন জলদাপাড়া অভয়ারণ্য।

Jaldapara forest: ভয়াবহ পরিস্থিতি জলদাপাড়া জাতীয় উদ্যানের! সুরক্ষার স্বার্থে পর্যটকদের জঙ্গলে প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করল বনদপ্তর। গত দুই দিনের প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড়-ডুয়ার্স। জলের তোড়ে ভেঙে গিয়েছে একাধিক সেতু। ইতিমধ্যেই ধস ও ভেসে গিয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৮ জনের। মৃত্যু হয়েছে গণ্ডার, হরিণ-সহ বহু বন্যপ্রাণীর।

Advertisment

হলং নদীর উপর একটি কাঠের সেতু ভেঙে গিয়ে এক প্রকার বিচ্ছিন্ন জলদাপাড়া জাতীয় উদ্যান। এই পরিস্থিতিতে জলদাপাড়া জঙ্গলে সাময়িকভাবে পর্যটকদের জন্য প্রবেশ নিষিদ্ধ করেছে বনদপ্তর।

আরও পড়ুন- Darjeeling Rains Live Updates:প্রবল বৃষ্টিতে ভয়াবহ ভূমিধ্বস, বিধ্বস্ত দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ঙে মৃত কমপক্ষে ২০, আজ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Advertisment

জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগের বিভাগীয় আধিকারিক জানিয়েছেন, পর্যটক ও বনকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সতর্কতা হিসেবে পর্যটকদের জন্য জঙ্গল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুরক্ষার স্বার্থে সংশ্লিষ্ট এলাকার রাস্তা, সেতু সহ অন্যান্য পরিকাঠামোর খতিয়ে দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন-West Bengal News Live Updates:বৃষ্টি বিধ্বস্ত উত্তরবঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, ঘোর উদ্বেগে পরিবার

এদিকে প্রবল বর্ষণের কারণে হলং নদীর উপর একটি কাঠের সেতু ভেসে যাওয়ায় একপ্রকার বিচ্ছিন্ন জলদাপাড়া জাতীয় উদ্যান। জলদাপাড়া টুরিস্ট লজে আটকে পড়ে ২৫ জন পর্যটক। সোমবার সকালে পর্যটকদের উদ্ধার করা হয়েছে। আটকে থাকা পর্যটককে জলদাপাড়া টুরিস্ট লজ থেকে আর্থ মুভার দিয়ে হলং নদী পার করে দেওয়া হল। তবে এই কাজ জলদাপাড়া টুরিস্ট লজের ভারপ্রাপ্ত ম্যানেজার নিরঞ্জন সাহা নিজের উদ্যোগে করেছেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন-TMC: লোডশেডিং হতেই শুরু 'অপারেশন'! তৃণমূলের দাপুটে নেতাকে পরপর গুলি

এখন আর কোনও পর্যটক এই লজে নেই। কুনকি হাতির সমস্যার জন্য এই ব্যবস্থা। এই পরিস্থিতি থেকে মুক্তি পেয়ে যথেষ্টই স্বস্তিতে আটকে থাকা পর্যটকরা।

jaldapara Heavy Rainfall darjeeling north bengal Flooded