/indian-express-bangla/media/media_files/2025/10/06/jal-2025-10-06-11-48-26.jpg)
Jaldapara National Park: প্রবল বৃষ্টিতে জলমগ্ন জলদাপাড়া অভয়ারণ্য।
Jaldapara forest: ভয়াবহ পরিস্থিতি জলদাপাড়া জাতীয় উদ্যানের! সুরক্ষার স্বার্থে পর্যটকদের জঙ্গলে প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করল বনদপ্তর। গত দুই দিনের প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড়-ডুয়ার্স। জলের তোড়ে ভেঙে গিয়েছে একাধিক সেতু। ইতিমধ্যেই ধস ও ভেসে গিয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৮ জনের। মৃত্যু হয়েছে গণ্ডার, হরিণ-সহ বহু বন্যপ্রাণীর।
হলং নদীর উপর একটি কাঠের সেতু ভেঙে গিয়ে এক প্রকার বিচ্ছিন্ন জলদাপাড়া জাতীয় উদ্যান। এই পরিস্থিতিতে জলদাপাড়া জঙ্গলে সাময়িকভাবে পর্যটকদের জন্য প্রবেশ নিষিদ্ধ করেছে বনদপ্তর।
জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগের বিভাগীয় আধিকারিক জানিয়েছেন, পর্যটক ও বনকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সতর্কতা হিসেবে পর্যটকদের জন্য জঙ্গল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুরক্ষার স্বার্থে সংশ্লিষ্ট এলাকার রাস্তা, সেতু সহ অন্যান্য পরিকাঠামোর খতিয়ে দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে প্রবল বর্ষণের কারণে হলং নদীর উপর একটি কাঠের সেতু ভেসে যাওয়ায় একপ্রকার বিচ্ছিন্ন জলদাপাড়া জাতীয় উদ্যান। জলদাপাড়া টুরিস্ট লজে আটকে পড়ে ২৫ জন পর্যটক। সোমবার সকালে পর্যটকদের উদ্ধার করা হয়েছে। আটকে থাকা পর্যটককে জলদাপাড়া টুরিস্ট লজ থেকে আর্থ মুভার দিয়ে হলং নদী পার করে দেওয়া হল। তবে এই কাজ জলদাপাড়া টুরিস্ট লজের ভারপ্রাপ্ত ম্যানেজার নিরঞ্জন সাহা নিজের উদ্যোগে করেছেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন-TMC: লোডশেডিং হতেই শুরু 'অপারেশন'! তৃণমূলের দাপুটে নেতাকে পরপর গুলি
এখন আর কোনও পর্যটক এই লজে নেই। কুনকি হাতির সমস্যার জন্য এই ব্যবস্থা। এই পরিস্থিতি থেকে মুক্তি পেয়ে যথেষ্টই স্বস্তিতে আটকে থাকা পর্যটকরা।