Offbeat destinations North Bengal: সুযোগ পেলেই বেড়াতে যেতে ভালোবাসেন না এমন বাঙালির হদিশ পাওয়াই বেশ কঠিন। তবে অনেকেই ইদানিং ভিড়ভাট্টা এড়িয়ে নিরিবিলিতে বেড়াতে পছন্দ করেন। ভ্রমণপ্রিয় বাঙালিদের সেই অংশের জন্যই আমাদের বিশেষ এই প্রতিবেদন। দার্জিলিঙের কাছেই রয়েছে অভূতপূর্ব একটি গ্রাম। দিন কয়েকের ছুটিতে বেরিয়ে আসতেই পারেন সবুজে সাজানো এই অসাধারণ এলাকা থেকে। এখানে কাটানো দিন কয়েকের অবসর জীবনভর আপনার স্মৃতির পাতায় সোনালী হরফে লেখা হয়ে রয়ে যাবে।
দিন কয়েকের ছুটি পেলে বেরিয়ে আসতে পারেন দার্জিলিংয়ের অফবিট ডেস্টিনেশন (Offbeat Destination) লামাহাট্টা (Lamahatta) থেকে। নিউ জলপাইগুড়ি থেকে গাড়িতে মোটামুটি ঘন্টা তিনেক সময় লাগবে এই গ্রামে পৌঁছোতে। পাহাড়ি পথ বেয়ে গাড়িতে এই লামাহাট্টায় পৌঁছানোর জার্নিটা এক কথায় অসাধারণ।
সবুজ গাছগাছালিতে ঘেরা রাস্তার দু'ধার যেন তুলি দিয়ে আঁকা। রাস্তার পাশের খাদে নিচের দিকে তাকালে কল কল শব্দে নদী বয়ে চলার আওয়াজ পাবেন। এই এলাকার একদিক থেকে রঙ্গিত নদী বয়ে চলেছে আর অন্য দিক থেকে বহমান সবুজরাঙা তিস্তা।
আরও পড়ুন- Kolkata News Live Update:দিল্লিতে আজ মোদীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠক, যোগ দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়
লামাহাট্টা গ্রামটার রাস্তার দু'ধার অপূর্ব সব ফুলে সাজানো। এই জায়গার মূল আকর্ষণ একটা বিশাল পার্ক। এই পার্কটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। এর চারপাশে রয়েছে অসংখ্য মরসুমী ফুলের পাশাপাশি বিরল এবং বিদেশি প্রজাতির অর্কিড। এককথায় লামাহাট্টা এমন একটি জায়গা যেখানে আপনি নিজেকে প্রকৃতির সাথে মেলে ধরতে পারবেন।
লামাহাট্টা জায়গাটি মূল দার্জিলিং শহর থেকে ২৩ কিলোমিটার দূরে অবস্থিত। গোটা গ্রাম পাইনে ঘেরা। এখান থেকেই দেখা মেলে সুন্দরী কাঞ্চনজঙ্ঘার। ২০১২ সালের শেষের দিকে নাগাদ এই গ্রাম ইকো ট্যুরিজম স্থান হিসেবে গড়ে উঠেছে।
আরও পড়ুন- Cyber Crime: বাংলায় ঘাঁটি গেড়ে দিল্লিতে প্রতারণা, ঝাড়খণ্ডের 'জামতাড়া গ্যাং'-এর ৩ পাণ্ডা গ্রেফতার
NJP থেকে কীভাবে পৌঁছোবেন লামাহাট্টায়?
এনজেপি বা নিউ জলপাইগুড়ি থেকে লামাহাট্টায় যেতে হলে শেয়ার ট্যাক্সি কিংবা অন্যান্য ছোট গাড়ি পেয়ে যাবেন। অনেক ক্ষেত্রেই আপনাকে এই সব গাড়িগুলি নিয়ে ঘুমের কাছে জোরবাংলোয় নামতে হবে। তারপর জোরবাংলো থেকে আপনি লামাহাট্টা পর্যন্ত যাওয়ার গাড়ি পেয়ে যাবেন।
লামাহাট্টায় থাকবেন কোথায়?
থাকার জন্য এখানে একাধিক হোম স্টে রয়েছে। স্থানীয় মানুজনি এই হোম স্টেগুলি পরিচালনা করে থাকেন। চোখ জুড়নো সেই হোম স্টে গুলি একেবারে পাহাড়ের ঢালেই গড়ে উঠেছে। হোম স্টেগুলিতে থাকা-খাওয়া হিসেবে টাকা নেওয়া হয়। পর্যটকদের সুবিধার্থে নিচে লামাহাট্টার কয়েকটি হোম স্টের নাম ও ফোন নম্বর দেওয়া হল।
Lamahatta Grove Homestay -08388837430
Seven Pines Homestay- 08101682988
Lamahatta Druk Homestay -09933806111
আরও পড়ুন- WB Assembly Election 2026: '২৬-এর লড়াই শুরু উত্তরবঙ্গ থেকেই, ছুটছেন মমতা থেকে মোদী