Darjeeling Padmaja Naidu Himalayan Zoological Park have installed heaters in cages of animals and birds: কনকনে শীত পাহাড়ে। চলতি ঠান্ডার মরশুমে বারবার তুষারপাত (Snowfall) দেখেছে রাজ্যের শৈল শহর বলে পরিচিত দার্জিলিং (Darjeeling)। এককথায় গোটা দার্জিলিং জুড়ে এখন হাড় কাঁপানো ঠান্ডা। জমাটি ঠান্ডায় দেদার মজায় পাহাড় বেড়াচ্ছে পর্যটকের দল। দার্জিলিং চিড়িয়াখানাতেও পর্যটকদের উপচে পড়া ভিড় চোখে পড়ছে। এবার কাঁপানো শীতের হাত থেকে পশু-পাখিদের রক্ষা করতে দার্জিলিঙের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক দুরন্ত ব্যবস্থা নিয়েছে। পশু-পাখিদের খাঁচায় বসানো হয়েছে বৈদ্যুতিক হিটার।
পাহাড়ে কনকনে শীত। কাঁপানো ঠান্ডার হাত থেকে পশু-পাখিদের রক্ষা করতে এবার তাদের খাঁচায় বৈদ্যুতিক হিটার লাগিয়েছে দার্জিলিঙের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক (Padmaja Naidu Himalayan Zoological Park) কর্তৃপক্ষ। দার্জিলিঙের এই চিড়িয়াখানায় এখন বৈদ্যুতিক হিটার লাগানো খাঁচাতেই থাকছে পশু-পাখিরা।
চিড়িয়াখানায় রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে তুষার-চিতা, রেড পান্ডা-সহ দেশি-বিদেশি পাখিদের ঠান্ডা হাত থেকে বাঁচানোর জন্য এবার চিড়িয়াখানা কর্তৃপক্ষের দারুণ এই তৎপরতা বেশ চর্চায়।
আরও পড়ুন- West Bengal News Live: সরানো হল স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিবকে, স্যালাইন-কাণ্ডের জেরেই এই পদক্ষেপ?
রাতে চি়ডিয়াখানার এই সব পশু-পাখিরা যেসব আস্তানায় থাকে তাদের খাঁচার বাইরে থেকে কাঠের আস্তরণও তৈরি করে দেওয়া হয়েছে।
এই মুহূর্তে দার্জিলিংয়ে জাঁকিয়ে শীত পড়েছে। এক কথায় কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা পাহাড়। হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই পাহাড় কাতারে-কাতারে ভিড় পর্যটকদের।
আরও পড়ুন- Tourist Death: ফের পাহাড়ে বিরাট অঘটন! কাঞ্চনজঙ্ঘা দেখতে গিয়ে মর্মান্তিক মৃত্যু বাঙালি পর্যটকের
ফি দিন ঠাসা ভিড় চোখে পড়ছে দার্জিলিঙের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কেও। দার্জিলিংয়ের সমস্ত হোটেল-লজ-রিসর্ট এখন কানায় কানায় পূর্ণ। আপাতত শীতের এই দুরন্ত মেজাজ দার্জিলিঙে থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন- Golf Green Murder Case: গলফগ্রিনে হাড়হিম হত্যাকাণ্ডের কিনারা, দগ্রেপ্তার নিহতের ভাইপো