/indian-express-bangla/media/media_files/2025/08/03/digha-tourist-guide-book-launch-2025-2025-08-03-16-16-44.jpg)
Digha: দিঘার সমুদ্র সৈকত।
Digha:হঠাৎই তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল দিঘার সমুদ্র সৈকতে। পর্যটকদের নজরে আসে একটি মৃত ডলফিন, যা পড়ে ছিল সৈকতের পাথুরে খাঁজে। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে চারদিকে। কৌতূহলী পর্যটকেরা ছুটে আসেন ঘটনাস্থলে। ভিড় জমে যায় ডলফিনটিকে একবার কাছ থেকে দেখার জন্য।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তর। বনকর্মীরা মৃত ডলফিনটিকে উদ্ধার করে সংরক্ষণ করে রাখা হবে। তাঁদের তরফে জানানো হয়েছে, ডলফিনটির ময়নাতদন্ত করা হবে। তারপরেই স্পষ্ট হবে মৃত্যুর প্রকৃত কারণ।
বনদপ্তরের কাঁথি ফরেস্ট রেঞ্জ অফিসার অতুল প্রসাদ দে বলেন, “খবর পাওয়া মাত্র আমাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। ডলফিনটি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এরপর নিয়ম অনুযায়ী সৎকার করা হবে।”
আরও পড়ুন- Naushad Siddiqui:'লড়াই সবে শুরু', জামিনে মুক্তির পর রাজ্যকে তুলোধনা নওশাদের
এদিকে প্রাথমিকভাবে দিঘায় কর্মরত সিভিল ডিফেন্স কর্মীরা জানিয়েছেন, তার পেটে আঘাতের চিহ্ন রয়েছে বলেই ধারণা করা হচ্ছে যে, সম্ভবত কোনো ট্রলারের ধাক্কায় মৃত্যু হয়েছে এই সামুদ্রিক প্রাণীর।
আরও পড়ুন- Suvendu-Abhishek:ডায়মন্ড হারবারে অভিষেকের ৭ লাখ ভোটে জয় নিয়ে তোলপাড় ফেলা অভিযোগ শুভেন্দুর
প্রসঙ্গত, এর আগেও একাধিকবার দিঘার সমুদ্রসৈকতে মৃত ডলফিন ভেসে এসেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সমুদ্রের অগভীর অংশে ট্রলারের বাড়াবাড়ি, জলদূষণ, এমনকি খাদ্যের ঘাটতিও এর জন্য দায়ী হতে পারে। ফলে প্রশ্ন উঠছে, এভাবে বারবার ডলফিনের মৃত্যু হলে সমুদ্রের বাস্তুতন্ত্র কতটা বিপর্যস্ত হবে?
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/08/21/dolphin-2025-08-21-15-47-58.jpg)
পর্যটননগরী দিঘায় ভিড় বাড়ছে প্রতিদিনই। সৈকতে বেড়াতে আসা মানুষদের কাছে ডলফিন সবসময়ই বাড়তি আকর্ষণ। কিন্তু মৃত অবস্থায় এই প্রাণীকে বারবার সৈকতে ভেসে আসতে দেখে পর্যটকদের মনেও দুঃখ ও প্রশ্ন তৈরি হচ্ছে।
আরও পড়ুন- West Bengal News Live Updates: SSC কে তীব্র ভর্ৎসনা! ফের অযোগ্যদের নিয়ে বড় মন্তব্য শীর্ষ আদালতের
বনদপ্তর জানিয়েছে, ময়নাতদন্তের পর রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। সেই অনুযায়ী ভবিষ্যতে ডলফিনের মৃত্যু রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে আপাতত দিঘার বালিয়াড়িতে এই ঘটনার জেরে ছড়িয়েছে শোক ও কৌতূহল।