/indian-express-bangla/media/media_files/2025/10/16/bjp-2025-10-16-20-28-49.jpg)
BJP leader threats: ভরা সভায় চরম হুঁশিয়ারি বিজেপি নেতার।
ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের একটি মন্তব্যকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকার বকচড়ায়। সম্প্রতি SIR ইস্যুতে একজন বৈধ ভোটারের নাম বাদ পড়লে তাকে ‘পাড়ায় বেঁধে রাখার’ হুমকি দেওয়ার নিদান দিয়েছিলেন পার্থ ভৌমিক। তৃণমূল সাংসদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় পাল্টা চরম হুঁশিয়ারি দিলেন BJP নেতা দেবদাস মণ্ডল।
গাইঘাটার বকচড়ায় রক্তদান শিবিরে বক্তব্য দেওয়ার সময় দেবদাস বলেন, “পার্থ ভৌমিককে তার এলাকায় কেউ গুরুত্ব দেয় না, তবু এখানে এসে বড় কথা বলছেন। বিজেপির কর্মীদের বেঁধে রাখার কথা বললে আমরা একই মুদ্রায় ফেরত দেব — মারের বদলে মার হবে। আমাদের কর্মীদের ওপর আগেই মার হয়েছে, এবার আমরা প্রতিবাদ স্বরূপ কঠোরভাবে আচরণ করব। হিম্মত হলে করে দেখুক।”
আরও পড়ুন- Tragic death: আজ ছিল একমাত্র সন্তানের জন্মদিন, তার আগেই চিরবিদায় পদস্থ সরকারি কর্তার
তিনি আরও জানান, পর্যায়ক্রমে স্থানীয় কর্মীরা ‘আড়াই হাত করে ডাণ্ডা রাখবে’ ও ‘হাঁটুর মালা ভেঙে দেওয়ার’ মতো কড়া ভাষাও ব্যবহার করেন। বিজেপি নেতার এই আক্রমণাত্মক বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল নেতৃত্ব।
তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, “বিজেপি এই হিংসাত্মক রাজনীতি করতে চায়। মুখে শান্তির কথা বলা হলেও কার্যত তারা অন্য ভাষা বলছেন। এসআইআর প্রক্রিয়ায় ওদের লোকদের নামও বাদ পড়তে পারে।”
আরও পড়ুন-Weekend Getaway:ভুলে যাবেন দিঘা-পুরী! কলকাতার কাছে অনিন্দ্যসুন্দর এই সি-বিচে মন মজেছে পর্যটকদের