/indian-express-bangla/media/media_files/2025/07/28/rain-2025-07-28-08-50-43.jpg)
Kolkata weather: আজ সকাল থেকে কলকাতা শহরেও বৃষ্টি চলছে।
West Bengal weather news:বুধবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বৃষ্টি চলছে। শুধু আজই নয় আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগ পরিস্থিতি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টি চলবে। হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়ার মতো জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলচবে দফায়-দফায়।
বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতেও ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর থেকে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সনিবার পর্যন্ত দুর্যোগের এই পরিস্থিতি চলবে।
আরও পড়ুন- Earthquake in india: ভয়াবহ কম্পনে দুলে উঠল দেশ! তীব্র আতঙ্কে ঘরছাড়া মানুষজন
কলকাতার ওয়েদার আপডেট
বুধবার সকাল থেকে শহর কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। আজ শহরে বালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দিনভর। দফায়-দফায় এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরেও। আজ ও আগামিকাল উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উপরের দিকের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- Kolkata Metro:যুগান্তকারী ইতিহাস গড়ার পথে কলকাতা মেট্রো, একসঙ্গে চালু হচ্ছে ১৪ কিমি নতুন রুট
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ উত্তরবঙ্গের পার্বত্য জেলা কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।