SIR protest Delhi: S I R ইস্যুতে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় দিল্লির রাজপথ। পুলিশ মিছিল আটকালে তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তাতেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। বাসে বিরোধী সাংসদদের আটক করে থানায় নিয়ে যাচ্ছিল দিল্লি পুলিশ। সেই সময় বাসেই রাহুল গান্ধীর সামনে আচমকা জ্ঞান হারান তৃণমূলের আর এক সাংসদ মহুয়া মৈত্র।
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী ইস্যুতে আজ দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর কর্মসূচি নিয়েছিল BJP বিরোধী সাংসদরা। সংসদ ভবন থেকে সেই মিছিল এগিয়ে চলে কমিশনের দপ্তরের দিকে। মিছিলের শুরুতেই বাধা পুলিশের। রীতিমতো ব্যারিকেড করে বিরোধী সংসদদের অভিযান আটকানোর চেষ্টা চলে। একটা সময় মহুয়া মৈত্র, সুস্মিতা দেব সহ অন্যান্য সাংসদরা ব্যারিকেডের উপরে উঠে বিক্ষোভ দেখাতে থাকেন।
রাহুল গান্ধীর নেতৃত্বে এদিন প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে-সহ কংগ্রেস, তৃণমূল,সপা, শিবসেনা সহ BJP বিরোধী রাজনৈতিক দলগুলির সাংসদরা নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও অভিযানে নেমেছিলেন। এদিনের কর্মসূচি ঠিক করা হয়েছিল আগেই। তবে পুলিশ কিন্তু এদিনের কমিশন দপ্তর ঘেরাও অভিযানে অনুমতি দেয়নি।
আরও পড়ুন- West Bengal News Live Updates: SIR বিক্ষোভে উত্তাল দিল্লি, আটক রাহুল সহ একাধিক বিরোধী নেতা
এরই মধ্যে কমিশনের তরফে সাংসদদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এরই মধ্যে মিছিল শুরু হয়ে গিয়েছিল রাহুল গান্ধীদের। তৃণমূলের সাংসদরা বাংলায় লেখা ফেস্টুন-প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছিলেন।
আরও পড়ুন-Baruipur News: BJP-র তরতাজা নেতাকে পিটিয়ে খুন, অভিযুক্ত 'তৃণমূল বাবা-ভাই'
দিল্লিতে এদিনের কর্মসূচি শুরুর কিছুক্ষণের মধ্যেই ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় পুলিশ। সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন সাংসদরা। পুলিশের বাধা পেয়ে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ তৃণমূলের মহুয়া মৈত্র, সুস্মিতা দেব, দোলা সেনরা সপা সুপ্রিমো অখিলেশ যাদব এদিন ব্যারিকেডের উপরে উঠে বিক্ষোভ দেখিয়েছেন।
আরও পড়ুন-Parliament Monsoon Session:উত্তাল দিল্লি, SIR বাতিলের দাবি, বিরোধীদের নির্বাচন কমিশন দপ্তর অভিযানে প্রবল উত্তেজনা
সেই সঙ্গে স্লোগান ওঠে 'গলি লি মে সোর হ্যায়, নরেন্দ্র মোদী চোর হ্যায়'। এস আই আর বাতিলের দাবিতে একজোটে গলা মেলান বিরোধী সংসদরা। এরই মধ্যে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায় সাংসদদের।
সেই ধস্তাধস্তিতেই অসুস্থ হয়ে পড়েন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগ। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ তৃণমূলের মহুয়া মৈত্র এবং অন্যান্য সাংসদদের একটি বাসে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। তবে বাসের মধ্যে রাহুল গান্ধীর সামনেই আচমকা জ্ঞান হারাতে দেখা যায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। পরে মহুয়াকে একটি গাড়িতে তুলে চিকিৎসার জন্য নিয়ে যেতে দেখা যায়।