/indian-express-bangla/media/media_files/2025/01/31/uJxElPynVQeBcNc7dk7L.jpg)
Malda News: কালিয়াচকের ভোলাইচক এলাকার আমবাগানের যত্রতত্র পড়ে মদের বোতল।
কালিয়াচকে গুলি-কাণ্ডের পর এখনও থমথমে রামনগর বাজার সংলগ্ন ভোলাইচক এলাকা। যেখানে গতকাল গুলি চলেছে শুক্রবার সকাল থেকে গ্রামের সেই আম বাগানের রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা যায়নি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের। সবার
চোখে-মুখে আতঙ্ক।
গ্রামবাসীদের অনেকের অভিযোগ, এই ভোলাইচক এলাকায় একটি সরকারি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান রয়েছে। সেই দোকানকে ঘিরে সকাল থেকে রাত পর্যন্ত আম বাগানে চলে মদের আসর। আশেপাশে বেশ কয়েকটি প্রাথমিক এবং হাইস্কুল রয়েছে। পড়ুয়াদের সেই আম বাগানের রাস্তা দিয়ে চলাচল করতে হয়। কিন্তু এলাকার পরিবেশ অত্যন্ত কলুসিত হচ্ছে ওি মদের দোকানের জন্য। প্রায়শই যত্রতত্র মদ্যপদের দৌরাত্ম্য চোখে পড়ে।
এই এলাকা থেকে ভারত-বাংলাদেশ সীমান্তের দূরত্ব মেরেকেটে তিন থেকে চার কিলোমিটার। স্বাভাবিকভাবেই এলাকাটি অত্যন্ত স্পর্শকাতর। পুলিশের দাবি, গতকালের গোলমালের ঘটনায় সীমান্তের চোরা কারবারের যোগ রয়েছে। টাকার লেনদেনকে ঘিরে বচসার জেরেই গতকাল গুলি চলে বলে দাবি পুলিশ সূত্রের। বৃহস্পতিবার রাতে আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের রামনগর বাজার সংলগ্ন এই ভোলাইচক এলাকায় গুলি চলে। জখম দু'জন হাসপাতালে ভর্তি।
এদিকে শুক্রবার ভোলাইচক এলাকায় গুলি কাণ্ডের ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পুলিশ লাল ফিতে দিয়ে চতুর্দিক ঘিরে রেখেছে। তবে কোনও পুলিশকর্মীর দেখা মেলেনি। যেখানে ঘটনাটি ঘটেছে তার থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে রামনগর প্রাথমিক বিদ্যালয়, রামকৃষ্ণ আদর্শ বিদ্যাপীঠ, ভোলাইচক হাইস্কুল। ওই মদের দোকানের সামনের রাস্তা দিয়েই উজিরপুর, রামনগর, ভোলাইচক সহ একাধিক এলাকার বাসিন্দাদের প্রতিদিনই চলাচল করতে হয়। গুলিবিদ্ধ অসীম মণ্ডলের মা সুন্দরী মণ্ডল জানিয়েছেন, তাঁর ছেলে কৃষি কাজের সঙ্গে যুক্ত। কোনও চোরা কারবারের সঙ্গে তাঁর ছেলের যোগ নেই বলে তিনি দাবি করেছেন।
এদিকে ভোলাইচক এলাকার বাসিন্দা অসিত মণ্ডল, জিতেন মণ্ডলরা চান, তাঁদের এলাকায় থেকে ওই মদের দোকান সরিয়ে নেওয়া হোক। ওই মদের দোকানের জন্যই এলাকায় মদ্যপদের দৌরাত্ম্য মাত্রা ছাড়িয়ে গিয়েছে। ছেলেমেয়েরা স্কুল যেতে ভয় পাচ্ছে। এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এলাকায় পুলিশি নজরদারি আরও বাড়ানোর দাবি করেছেন তাঁরা।
আরও পড়ুন- Malda News: ফের সেই মালদা, চোরাকারবারিদের দুই গোষ্ঠীর সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, অস্ত্রের কোপে জখম ১