Flat Building Leaning: আগেই হেলে পড়েছিল বহুতলটি, বাঘাযতীনের ফ্ল্যাটবাড়ি ভাঙার কাজ শুরু হতেই নয়া আতঙ্ক!

Demolition of collapsed flats in Baghajatin is underway: মঙ্গলবার দুপুরে আচমকা দক্ষিণ কলকাতার বাঘাযতীনে চারতলা ওই ফ্ল্যাটবাড়িটি একদিকে হেলে পড়তে শুরু করে। চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

Demolition of collapsed flats in Baghajatin is underway: মঙ্গলবার দুপুরে আচমকা দক্ষিণ কলকাতার বাঘাযতীনে চারতলা ওই ফ্ল্যাটবাড়িটি একদিকে হেলে পড়তে শুরু করে। চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Flat Building Leaning, Flat, Baghajatin,West Bengal News,বাঘাযতীনে হেলে পড়া ফ্ল্যাটবাড়ি, বাঘাযতীনে হেলে পড়া ফ্ল্যাটবাড়ি ভেঙে ফেলার কাজ চলছে,পশ্চিমবঙ্গের খবর

Flat Building Leaning: বাঘাযতীনে হেলে পড়া ফ্ল্যাটবাড়ি ভেঙে ফেলার কাজ চলছে।

Demolition of collapsed flats in Baghayatin is underway: দক্ষিণ কলকাতার বাঘাযতীনে হেলে পড়া চারতলা ফ্ল্যাটবাড়ি ভেঙে ফেলার কাজ পুরোদমে শুরু হয়েছে। বুধবার সকাল থেকে ওই ফ্ল্যাটবাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু করে দিয়েছেন পুরসভার কর্মীরা। এদিকে ফ্ল্যাটবাড়িটি ভাঙার কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রীতিমতো আতঙ্কে রয়েছেন আশপাশের মানুষজন। এলাকায় আরও বেশ কয়েকটি ফ্ল্যাটবাড়ি রয়েছে। সেগুলির নির্মাণ নিয়েও রয়েছে বিস্তর গাফিলতির অভিযোগ। ভবিষ্যতে এই এলাকায় আরও কোনও বড় বিপদের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন এলাকার বাসিন্দারা।  

Advertisment

এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই ফ্ল্যাটবাড়িটি জলাভূমি বুজিয়ে নির্মাণ করা হয়েছিল। এক্ষেত্রে স্থানীয় প্রশাসনের একাংশের আধিকারিক-কর্মীদের চূড়ান্ত গাফিলতিকেই দায়ী করছেন এলাকার বাসিন্দারা। ওই চারতলা ফ্ল্যাটবাড়ি নির্মাণের ছাড়পত্র দেওয়া নিয়ে উঠেছে ভুরি-ভুরি অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগেই ওই ফ্ল্যাটবাড়িতে ফাটল দেখা দিয়েছিল।

চারতলা ওই ফ্ল্যাটবাড়িটি একদিকে হেলে পড়তে শুরু করেছিল। ডিসেম্বর মাসের ১৭ তারিখ থেকে ওই বহুতলটি সোজা করার কাজ শুরু করেছিল একটি বেসরকারি সংস্থা। সেই কাজ করতে গিয়েই এবার বিরাট বিপদ দেখা দেয় মঙ্গলবার দুপুরে। আচমকা বহুতলটি একদিকে হেলে পড়তে শুরু করে।

Advertisment

আরও পড়ুন- Abhishek Banerjee: 'বিষ স্যালাইন'-কাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি অভিষেকের, মুখ খুললেন RG করের ঘটনা নিয়েও

মঙ্গলবার দুপুরে আচমকা ওই চারতলা ফ্ল্যাটবাড়ি একদিকে হেলে পড়ে। ফ্ল্যাটবাড়িটি সোজা করার কাজ চলাকালীন সেটি ফাঁকা করে দেওয়ায় প্রাণহানি এড়ানো গিয়েছে। যাদবপুরের তৃণমূল বিধায়ক তথা কলকাতা পুরসভার ৯৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবব্রত মজুমদার সংবাদমাধ্যমকে বলেছেন, "এই ফ্ল্যাটবাড়িটি নির্মাণের ক্ষেত্রে আদৌ অনুমোদন আছে কিনা তা নিয়ে আমার সন্দেহ রয়েছে। এটা কলোনি এলাকা। এই কলোনি এলাকায় কোনও ফ্ল্যাবাড়িরই অনুমোদন নেই। সিপিএমের আমলে এমন অনেক বাড়িই নির্মাণ হয়েছিল।"

আরও পড়ুন- West Bengal News Live Updates: চাকরি হারানো ২৬ হাজার শিক্ষকের ভবিষ্যৎ কী? সুপ্রিম কোর্টে আজ ভাগ্য নির্ধারণ

কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনিতে অবস্থিত বাঘাযতীনের ওই ফ্ল্যাটবাড়িটি। এলাকার বাসিন্দাদের অভিযোগ, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ওই ফ্ল্যাটটি নির্মাণ করেছিল প্রোমোটার। নিম্নমানের কাঁচামাল দিয়ে তৈরি হয়েছিল ফ্ল্যাটবাড়িটি। সেই কারণেই এভাবে হঠাৎ এটি একদিকে হেলে পড়েছে বলে অভিযোগ বাসিন্দাদের।

আরও পড়ুন- Malda News: 'নোংরা রাজনীতি, দ্বন্দ্ব এত বেশি জানতাম না', পরপর তৃণমূলনেতা খুনে বিস্ফোরক দলেরই বিধায়ক

Bangla News Bengali News Today news in west bengal news of west bengal baghajatin