/indian-express-bangla/media/media_files/2025/10/17/how-to-use-alum-to-remove-tooth-decay-and-toothache-2025-10-17-14-29-24.jpg)
আপনিও কি দাঁতের ব্যথায় দীর্ঘদিন কষ্ট পাচ্ছেন?
দাঁতের ব্যথায় মারাত্মক কষ্ট পাচ্ছেন? দাঁতের ক্ষয়? দাঁত হলুদ? এখন সব সমস্যার সলিউশন জানুন এক ক্লিকেই।
আপনিও কি দাঁতের ব্যথায় দীর্ঘদিন কষ্ট পাচ্ছেন? আপনার দাঁতও কি ক্ষয়ে যাচ্ছে? আসুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার প্রাকৃতিক উপায় সম্পর্কে।
আরও পড়ুন- গানেই জিতেছিলেন দেবীর করুণা, রামপ্রসাদের এই সব অলৌকিক কাহিনি জানেন?
অনেকেই হয়তো জানেন না দাঁতের স্বাস্থ্য ও মাড়ির সুস্থতার জন্য ফিটকিরি অত্যন্ত উপকারি। দাঁতের নিয়মিত যত্ন না নিলে অনেকাংশেই দাঁতে ক্ষয় তৈরি হয়। সেই সঙ্গে দাঁতের ব্যথা, হলুদ দাগ এবং মুখের দুর্গন্ধের সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে ফিটকিরি মোক্ষম উপায়।
আরও পড়ুন- বাংলায় কালীপুজোর জোয়ার, পিছনে এই ৩ সাধকের বিরাট অবদান!
দারুণ কার্যকারীতার জন্য প্রথমে এক গ্লাস জলে ছোট এক টুকরো ফিটকিরি ফেলে জল ফুটিয়ে নিন। জল হালকা গরম হলে মুখ ধুয়ে নিন। ফিটকিরির জল দিয়ে মুখ ধোয়ার ফলে দাঁতের ক্ষয় কমে এবং মুখের দুর্গন্ধ দূর হয়।
দাঁতের আরও বেশি যত্নের জন্য ফিটকিরি, দারচিনি এবং বিট লবন ভালো করে গুঁড়ো করে এই মিক্সচার মাড়ি ও দাঁতে লাগালে দাঁতের ব্যথা কমে এবং মাড়ি থেকে রক্তপাত পরা বন্ধ হয়।
আরও পড়ুন- আগামীকালই ধনতেরাস, তার আগেই হুড়মুড়িয়ে দাম কমে গেল? জানুন সোনা কেনার 'গোল্ডেন টাইম'
ফিটকিরির নিয়মিত ব্যবহার দাঁতের ক্ষয়, গর্ত, হলুদ দাগ এবং মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। দাঁতের সুস্থতা বজায় রাখতে এবং দাঁত ও মাড়ি ফিট রাখতে ফিটকিরি একটি সহজ এবং কার্যকর ঘরোয়া সমাধান।
আরও পড়ুন- ধনতেরাসে ধনবৃদ্ধির এই হল সেরা ৭টি সহজ উপায়, পূজার শুভ সময় কখন?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us