Krishnanagar Murder:আর দেরি হলেই নেপালে পালানোর ছক? কৃষ্ণনগরে ছাত্রী খুনে বড়সড় গ্রেফতারি

Isha Mallik murder: কৃষ্ণনগরে ছাত্রী খুনে এবার বড়সড় গ্রেফতারি। এবার ধৃতকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণের পরিকল্পনা করেছে পুলিশ।

Isha Mallik murder: কৃষ্ণনগরে ছাত্রী খুনে এবার বড়সড় গ্রেফতারি। এবার ধৃতকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণের পরিকল্পনা করেছে পুলিশ।

author-image
Mousumi Das Patra
New Update
Deshraj Singh uncle arrested in Krishnanagar Isha Mallik case  ,Kuldeep Singh arrested for aiding main accused Deshraj Singh,  Isha Mallik murder: uncle arrested in Gujarat,ঈশা মল্লিক হত্যা: প্রধান অভিযুক্ত দেশরাজের কাকা আটক  ,কৃষ্ণনগরে কুলদীপ সিংহ গ্রেফতার, দেশরাজ পালাতে সাহায্য করার অভিযোগ,  জমনগর (গুজরাট) থেকে গ্রেফতার, ঈশা মল্লিক খুন মামলায় আশঙ্কা জারি

Krishnanagar Murder: কৃষ্ণনগর খুনে মূল অভিযুক্ত গ্রেফতার।

আর কিছু সময়ের হেরফের হলেই সোজা নেপালে পালিয়ে যেত দেশরাজ, এই অবস্থায় পুলিশ তৎপরতার সঙ্গে  কৃষ্ণনগরে ঈশা খুনে মূল অভিযুক্ত দেশরাজ সিং গ্রেপ্তার করে। রবিবার বিকেলে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার নৌতানবা বেরিয়াপাসার ভারত নেপাল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে কিছুটা দূর থেকে তাকে গ্রেপ্তার হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সিম ছাড়াও একটি মোবাইল ফোন। 

Advertisment

সোমবার সকালে পুলিশ সুপার অমরনাথকে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় সাংবাদিক সম্মেলনে বলেন, "মাস ছয়েক আগে প্রেমে প্রত্যাখিত হওয়ার কারণে এই খুন করে দেশরাজ। আমরা এই ঘটনা নিয়ে তদন্ত করছি।" 

উল্লেখ্য, গত সোমবার দুপুরে একাধিক প্রশাসনিক অফিসের ৫০০ মিটারের মধ্যে থাকা মানিকপাড়ার ইশা মল্লিকের বাড়িতে ঢুকে তাকে ৩টি গুলি করে দেশরাজ। তারপর সে পালিয়ে যায়। এরপর ঘটনার ৬ দিনের মাথায় শনিবার গ্রেপ্তার হওয়া দেশরাজ সিংহের মামা কুলদীপ সিং এর সূত্র ধরেই দেশরাজের নাগাল পায় পুলিশ।

Advertisment

আরও পড়ুন- SSC new recruitment: নতুন করে SSC-এর পরীক্ষায় বসতে চেয়ে আর্জি, হাইকোর্টের দ্বারস্থ 'দাগি' শিক্ষকরা

 দেশরাজের আত্মগোপন ও বারবার ঠিকানা বদলে বাবার ভূমিকা এই মুহূর্তে পুলিশের তদন্তের মধ্যে রয়েছে। তাই দেশরাজের বিএসএফ কর্মী বাবাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। তাকেও টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন-LPG cylinder price:পুজোর আগে বাম্পার সুখবর! ফের কমল রান্নার গ্যাসের দাম

কৃষ্ণনগরে ছাত্রী ইশা খুনে দেশরাজের গতিবিধি ও অপরাধ সংগঠনের সঙ্গে কারা কারা যুক্ত এ নিয়ে তার বাবার কাছ থেকে তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। সোমবার  ধৃত দেশরাজ ও তার মামা কুলদীপ সিংকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হচ্ছে। তদন্ত চলাকালীন খুনে ব্যবহৃত অস্ত্র ও দেশরাজের সহযোগীদের সন্ধান পেতে চাইছে পুলিশ। 

আরও পড়ুন- swimming competition:বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা, অভূতপূর্ব সাফল্য বাংলার সাঁতারুদের! হ্যাটট্রিক জয় প্রত্যয়ের

দেশরাজকে সঙ্গে নিয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণ করার পরিকল্পনা রয়েছে তদন্তকারীদের। জানা গিয়েছে, ধৃত মামা কুলদীপ সিং ঘটনার পর থেকে দেশরাজকে আত্মগোপন ও ভুয়ো নথি তৈরি করে বারবার ঠিকানা বদল করতে সাহায্য করেছে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে ভুয়ো নথি তৈরি করেছিল কুলদীপ সিং এর মেয়ে। তারও সন্ধান চালাচ্ছে পুলিশ।অন্যদিকে দেশরাজের মা ও নীতিন প্রতাপের ব্যাপারেও খোঁজ-খবর চালাচ্ছে পুলিশ।

Arrest Murder Krishnanagar