/indian-express-bangla/media/media_files/2025/06/18/High court-84bc0dc0.jpg)
Calcutta High Court: কলকাতা হাইকোর্ট।
SSC-এর নতুন নিয়োগ পরীক্ষায় বসতে চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ 'দাগি' চাকরিপ্রার্থীদের একাংশ। আগামিকাল মামলাটির শুনানি হতে পারে কলকাতা হাইকোর্টে।
সুপ্রিম কোর্ট এর আগে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে একজন 'দাগি' শিক্ষকও SSC-এর নতুন নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন না। কোনওভাবে একজন 'দাগি' শিক্ষকও নতুন নিয়োগ পরীক্ষায় বসলে তার 'ফল' ভুগতে হবে রাজ্যকে, SSC মামলায় এমনই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তবে এরই মধ্যে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ 'দাগি' শিক্ষকদের একাংশ।
সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের তরফেই 'দাগি' শিক্ষকদের তালিকায় ১৮০৬ জনের নাম প্রকাশ করা হয়েছে। তালিকায় রাজ্যের শাসকদল তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূলের নেতা- বিধায়ক এমনকী BJP নেতাদের ঘনিষ্ঠরাও রয়েছেন বলে অভিযোগ।
আরও পড়ুন- LPG cylinder price:পুজোর আগে বাম্পার সুখবর! ফের কমল রান্নার গ্যাসের দাম
এমনই 'দাগি' শিক্ষক-শিক্ষিকাদের একাংশ এবার নতুন নিয়োগ পরীক্ষায় বসতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আদালতের দারস্থ ৩৫০ 'দাগি' শিক্ষক।
এদিন মামলাকারীদের আইনজীবী আদালতে তাঁর সওয়ালে দাবি করেন, "হাইকোর্ট-সুপ্রিম কোর্ট সবাই বলেছে দাগিদের ক্যাটাগরিতে ভাগ করতে, কিন্তু এসএসসি এমন কোনও ক্যাটাগরি করেনি।" তাঁর মক্কেলদের নতুন নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়ার আবেদন জানিয়েছেন তাঁদের আইনজীবী। কলকাতা হাইকোর্টে এই মামলাটির শুনানি হতে পারে আগামিকাল।