SSC new recruitment: নতুন করে SSC-এর পরীক্ষায় বসতে চেয়ে আর্জি, হাইকোর্টের দ্বারস্থ 'দাগি' শিক্ষকরা

Calcutta High Court: স্কুল সার্ভিস কমিশনের নয়া নিয়োগ পরীক্ষায় বসতে চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ 'দাগি' চাকরিপ্রার্থীদের একাংশ।

Calcutta High Court: স্কুল সার্ভিস কমিশনের নয়া নিয়োগ পরীক্ষায় বসতে চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ 'দাগি' চাকরিপ্রার্থীদের একাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Calcutta HC 100‑day work scheme  ,100‑day project restart August 1  ,MGNREGA West Bengal interim order  ,HC allows conditions to curb corruption  ,Nodal officer MGNREGA monitoring,  3‑year suspension MGNREGA Bengal,হাইকোর্ট ১০০ দিনের কাজ,  কলকাতা হাইকোর্ট নির্দেশ ১ আগস্ট,  MGNREGA পুনরায় চালু পশ্চিমবঙ্গ  ,দুর্নীতি রোধ কেন্দ্র শর্ত আরোপ,  নোডাল অফিসার MGNREGA  ,তিন বছর বন্ধ ১০০ দিনের প্রকল্প

Calcutta High Court: কলকাতা হাইকোর্ট।

SSC-এর নতুন নিয়োগ পরীক্ষায় বসতে চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ 'দাগি' চাকরিপ্রার্থীদের একাংশ। আগামিকাল মামলাটির শুনানি হতে পারে কলকাতা হাইকোর্টে।

Advertisment

সুপ্রিম কোর্ট এর আগে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে একজন 'দাগি' শিক্ষকও SSC-এর নতুন নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন না। কোনওভাবে একজন 'দাগি' শিক্ষকও নতুন নিয়োগ পরীক্ষায় বসলে তার 'ফল' ভুগতে হবে রাজ্যকে, SSC মামলায় এমনই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তবে এরই মধ্যে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ 'দাগি' শিক্ষকদের একাংশ।

আরও পড়ুন- West Bengal News Live Updates: SCO সামিট থেকেই পাকিস্তানকে নিশানা, সন্ত্রাসবাদ ইস্যুতে কড়া বার্তা মোদীর

Advertisment

সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের তরফেই 'দাগি' শিক্ষকদের তালিকায় ১৮০৬ জনের নাম প্রকাশ করা হয়েছে। তালিকায় রাজ্যের শাসকদল তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূলের নেতা- বিধায়ক এমনকী BJP নেতাদের ঘনিষ্ঠরাও রয়েছেন বলে অভিযোগ।

আরও পড়ুন- LPG cylinder price:পুজোর আগে বাম্পার সুখবর! ফের কমল রান্নার গ্যাসের দাম

এমনই 'দাগি' শিক্ষক-শিক্ষিকাদের একাংশ এবার নতুন নিয়োগ পরীক্ষায় বসতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আদালতের দারস্থ ৩৫০ 'দাগি' শিক্ষক। 

আরও পড়ুন- swimming competition:বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা, অভূতপূর্ব সাফল্য বাংলার সাঁতারুদের! হ্যাটট্রিক জয় প্রত্যয়ের

এদিন মামলাকারীদের আইনজীবী আদালতে তাঁর সওয়ালে দাবি করেন, "হাইকোর্ট-সুপ্রিম কোর্ট সবাই বলেছে দাগিদের ক্যাটাগরিতে ভাগ করতে, কিন্তু এসএসসি এমন কোনও ক্যাটাগরি করেনি।" তাঁর মক্কেলদের নতুন নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়ার আবেদন জানিয়েছেন তাঁদের আইনজীবী। কলকাতা হাইকোর্টে এই মামলাটির শুনানি হতে পারে আগামিকাল।

Bengali News Today Calcutta High Court SSC recruitment