/indian-express-bangla/media/media_files/2025/03/01/ujdokIIZuieui5Ghfm7K.jpg)
lpg cylinder price reduced: ফের কমল রান্নার গ্যাসের দাম।
LPG gas price cut festive season:পুজোর আগে বড় সুখবর! ফের কমে গেল রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় সিলিন্ডার প্রতি ৫০ টাকা করে দাম কমল রান্নার গ্যাস সিলিন্ডারের। রান্নার গ্যাসের নতুন এই দাম আজ অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকেই কার্যকর।
উৎসবের মরশুমের শুরুতেই হোটেল রেস্তোরাঁ ও ছোট ব্যবসায়ীদের জন্য বিরাট সুখবর। এক ধাক্কায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমল সিলিন্ডার প্রতি ৫০ টাকা। তেল সংস্থাগুলি জানিয়েছে ১ সেপ্টেম্বর থেকেই বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৫১ টাকা ৫০ পয়সা কমানো হয়েছে। কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে হয়েছে ১৬৮৪ টাকা।
এর আগেও আগস্ট মাসে বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৩৩ টাকা ৫০ পয়সা কমানো হয়েছিল। তারও আগে ১ জুলাই LPG বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে ছিল ৫৮ টাকা ৫০ পয়সা। একইভাবে গত জুন মাসেও দাম কমেছিল বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের।
এবার উৎসবের মরশুমের শুরুতেই আরও একবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমার খবর রীতিমতো স্বস্তির। তবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমলেও ১৪.২ কেজির বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু অপরিবর্তিতই রয়েছে। গৃহস্থের রান্নার গ্যাসের দাম কমানো নিয়ে নতুন করে কোনও সিদ্ধান্ত হয়নি।