LPG cylinder price:পুজোর আগে বাম্পার সুখবর! ফের কমল রান্নার গ্যাসের দাম

LPG cylinder price reduced: দুর্গাপুজোর মুখে ফের কমানো হল গ্যাসের দাম। এক ধাক্কায় বেশ খানিকটা কমল রান্নার গ্যাসের দাম।

LPG cylinder price reduced: দুর্গাপুজোর মুখে ফের কমানো হল গ্যাসের দাম। এক ধাক্কায় বেশ খানিকটা কমল রান্নার গ্যাসের দাম।

author-image
IE Bangla Web Desk
New Update
commercial lpg cylinder price hike from 1 march 2025: বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি

lpg cylinder price reduced: ফের কমল রান্নার গ্যাসের দাম।

LPG gas price cut festive season:পুজোর আগে বড় সুখবর! ফের কমে গেল রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় সিলিন্ডার প্রতি ৫০ টাকা করে দাম কমল রান্নার গ্যাস সিলিন্ডারের। রান্নার গ্যাসের নতুন এই দাম আজ অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকেই কার্যকর।

Advertisment

উৎসবের মরশুমের শুরুতেই হোটেল রেস্তোরাঁ ও ছোট ব্যবসায়ীদের জন্য বিরাট সুখবর। এক ধাক্কায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমল সিলিন্ডার প্রতি ৫০ টাকা। তেল সংস্থাগুলি জানিয়েছে ১ সেপ্টেম্বর থেকেই বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৫১ টাকা ৫০ পয়সা কমানো হয়েছে। কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে হয়েছে ১৬৮৪ টাকা।

আরও পড়ুন- West Bengal News Live Updates: SCO সামিট থেকেই পাকিস্তানকে নিশানা, সন্ত্রাসবাদ ইস্যুতে কড়া বার্তা মোদীর

Advertisment

এর আগেও আগস্ট মাসে বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৩৩ টাকা ৫০ পয়সা কমানো হয়েছিল। তারও আগে ১ জুলাই LPG বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে ছিল ৫৮ টাকা ৫০ পয়সা। একইভাবে গত জুন মাসেও দাম কমেছিল বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের।

আরও পড়ুন- swimming competition:বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা, অভূতপূর্ব সাফল্য বাংলার সাঁতারুদের! হ্যাটট্রিক জয় প্রত্যয়ের

এবার উৎসবের মরশুমের শুরুতেই আরও একবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমার খবর রীতিমতো স্বস্তির। তবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমলেও ১৪.২ কেজির বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু অপরিবর্তিতই রয়েছে। গৃহস্থের রান্নার গ্যাসের দাম কমানো নিয়ে নতুন করে কোনও সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন- Kolkata weather Today: মঙ্গলেই তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল, জেলায়-জেলায় ঝড়-বৃষ্টি শুরুর সম্ভাবনা আজ থেকেই

Bengali News Today Commercial LPG LPG Price Reduce