Kolkata News: সাতসকালে অগ্নিকাণ্ড! ঢাকুরিয়ার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ভয়াবহ আগুন, তুমুল চাঞ্চল্য

fire incident: ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড! এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় আগুন লেগেছে। খবর পেয়েই এদিন ঘটনাস্থলে একে একে ছুটে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।

fire incident: ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড! এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় আগুন লেগেছে। খবর পেয়েই এদিন ঘটনাস্থলে একে একে ছুটে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata News, কলকাতার খবর, ঢাকুরিয়া আগুন, Dhakuria fire, Kolkata bank fire, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অগ্নিকাণ্ড, Dhakuria bank branch, দমকল, Fire in Kolkata, শর্ট সার্কিট, ব্যাংকে আগুন, Kolkata news, West Bengal fire incident, আগুনের খবর

Kolkata News: প্রতীকী ছবি।

বুধবার ভোরে আগুনে আতঙ্কিত ঢাকুরিয়া। সাতসকালে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় ভয়াবহ আগুন লাগে, মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য গোটা এলাকায়। স্থানীয়দের চোখে পড়ে ব্যাংকের ভেতর থেকে বেরোতে থাকা কালো ধোঁয়া। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একের পর এক ইঞ্জিন, শুরু হয় আগুন নেভানোর কাজ।

Advertisment

সকাল ছটা নাগাদ ঢাকুরিয়ার ওই ব্যাংকের শাখা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। তড়িঘড়ি স্থানীয়রা খবর দেন দমকলকে। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ছ’টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। দমকল কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আগুন নিয়ন্ত্রণে সাহায্য করেন।

আরও পড়ুন- Cyclone Mantha:শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় ‘মন্থা’, তবু বাংলায় দুর্যোগ কতদিন চলবে?

Advertisment

এদিন একেবারে সাতসকালে এই অগ্নিকাণ্ড ঘটায় বড় বিপদ এড়ানো গিয়েছে। ঘটনার সময় ব্যাংক বন্ধ থাকায় বড়সড় বিপর্যয় এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে আগুনের তাপে ব্যাংকের ভেতরের বেশ কিছু নথি ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। যদিও এই ক্ষয়ক্ষতি নিয়ে সংশ্লিষ্ট ব্যাংকের তরফে কিছু জানানো হয়নি।  

আরও পড়ুন-SIR: “ভোট দেবে কে, সেটা এখন BJP ঠিক করছে?”, এসআইআর ইস্যুতে অভিষেকের চাঁচাছোলা আক্রমণ!

 বুধবার ভোররাত থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝিরঝিরে বৃষ্টি চলছে। আজ দিনভর রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এরই মধ্যে সাতসকালে এই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রাথমিক তদন্তে দমকল কর্তারা মনে করছেন, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে আগুন লাগার সঠিক কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন- Jagaddhatri Puja 2025:রাজবাড়ির ১৫ টাকাতেই শুরু হয় এই জগদ্ধাত্রী পুজো! ২০০ বছরের ঐতিহ্য আজও অটুট

west bengal latest news West Bengal News fire kolkata news