/indian-express-bangla/media/media_files/2025/08/20/parulia-2025-08-20-12-04-43.jpg)
Parulia Coastal Police Station: পারুলিয়া কোস্টাল থানা।
বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে নিজের তিন বছরের ফুটফুটে কন্যাসন্তানকে খুন করলেন মা। নিজের প্রেমিককে সঙ্গে নিয়ে একরত্তি শিশুকে আছড়ে মেরেছেন তারই জন্মদাত্রী মা। ঘটনার তদন্তে নেমে দক্ষিণ ২৪ পরগনার পারুলিয়া কোস্টাল থানার পুলিশ অভিযুক্ত নাজিরা বিবি ও তার প্রেমিক তাজউদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশে নিয়ে গিয়ে ওই শিশুকে হত্যা করা হয়। প্রথমে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে জানালেও পুলিশি তদন্তে আসল ঘটনাটি বেড়িয়ে আসে।
পুলিশি জেরায় শিশুটির মা নাজিরা স্বীকার করেছেন, যে তিনি স্বামীর ঘর ছেড়ে নতুন করে সংসার গড়ার স্বপ্নে বিভোর হয়ে পড়েছিলেন। সেটা করতে গিয়েই নিজের দুধের শিশুকে মাটিতে আছাড় মেরে তিনি খুন করেছেন। একাজে তাকে সাহায্য করেছেন তার প্রেমিক তাজউদ্দিন।
আরও পড়ুন- weather update:দেওয়ালই আবহাওয়া কেন্দ্র! সুন্দরবনের এপ্রান্তে ছয় বাড়ির দেওয়ালেই ঝড়-জলের আগাম খবর
পরে অন্ধ্রপ্রদেশেই ময়নাতদন্তের পর শিশুটিকে কবর দেওয়া হয়। ডায়মন্ড হারবারের সরিষা কামারপোল গ্রামের বাসিন্দা আজাহার লস্কর থানায় সম্প্রতি থানায় একটি অভিযোগ করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, তাঁর স্ত্রী নাজিরা মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। প্রথমে তাজউদ্দিনকে ও পরে অন্ধ্রপ্রদেশ থেকে নাজিরাকে গ্রেফতার করা হয়।
এই ঘটনা প্রসঙ্গে ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, প্রেমিকের সঙ্গে সংসার করার জন্যই মা নিজের সন্তানকে হত্যায় জড়িত থাকতে পারে, এমনই উঠে এসেছিল পুলিশি তদন্তে। বর্তমানেও নাজিরা অন্তঃসত্ত্বা। তাঁর দাবি গর্ভে থাকা সন্তান তাঁর প্রেমিক তাজউদ্দিনের।
এদিকে, এই ঘটনায় অভিযুক্ত তাজউদ্দিন মোল্লাকে ১২ দিন ও নাজিরা বিবিকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ডায়মন্ড হারবার আদালত।
অন্যদিকে, নিহত শিশুর বাবা আজাহার লস্কর ও তাঁর পরিবার অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।