Extramarital affair:প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে দুধের শিশুকে আছড়ে খুন! এখন খুনি মায়ের কী হাল জানেন?

Extramarital affair crime: অভিযোগ পেয়েই পুলিশ তদন্তে নেমে পড়ে। তারপরেই ধীরে ধীরে পুলিশের কাছে গোটা বিষয়টি স্পষ্ট হতে শুরু করে।

Extramarital affair crime: অভিযোগ পেয়েই পুলিশ তদন্তে নেমে পড়ে। তারপরেই ধীরে ধীরে পুলিশের কাছে গোটা বিষয়টি স্পষ্ট হতে শুরু করে।

author-image
Mina Mondal
New Update
Diamond Harbour murder,  Mother and lover arrested,  Child killed in another state , Parulia Coastal police station case,  Nazira Bibi,  Tajuddin Molla,  Andhra Pradesh child murder  ,Extramarital affair crime,  3-year-old girl killed  ,Ajahar Laskar complaint,ডায়মন্ড হারবার খুন  ,মা ও প্রেমিক গ্রেফতার,  ভিনরাজ্যে শিশু খুন  ,পারুলিয়া কোস্টাল থানার ঘটনা,  নাজিরা বিবি  ,তাজউদ্দিন মোল্লা  ,অন্ধ্রপ্রদেশে শিশু হত্যা  ,বিবাহবহির্ভূত সম্পর্ক খুন,  ৩ বছরের শিশুকন্যা হত্যা,  আজাহার লস্কর অভিযোগ

Parulia Coastal Police Station: পারুলিয়া কোস্টাল থানা।

বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে নিজের তিন বছরের ফুটফুটে কন্যাসন্তানকে খুন করলেন মা। নিজের প্রেমিককে সঙ্গে নিয়ে একরত্তি শিশুকে আছড়ে মেরেছেন তারই জন্মদাত্রী মা। ঘটনার তদন্তে নেমে দক্ষিণ ২৪ পরগনার পারুলিয়া কোস্টাল থানার পুলিশ অভিযুক্ত নাজিরা বিবি ও তার প্রেমিক  তাজউদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে। 

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশে নিয়ে গিয়ে ওই শিশুকে হত্যা করা হয়। প্রথমে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে জানালেও পুলিশি তদন্তে আসল ঘটনাটি বেড়িয়ে আসে।

পুলিশি জেরায় শিশুটির মা নাজিরা স্বীকার করেছেন, যে তিনি স্বামীর ঘর ছেড়ে নতুন করে সংসার গড়ার স্বপ্নে বিভোর হয়ে পড়েছিলেন। সেটা করতে গিয়েই নিজের দুধের শিশুকে মাটিতে আছাড় মেরে তিনি খুন করেছেন। একাজে তাকে সাহায্য করেছেন তার প্রেমিক তাজউদ্দিন।

Advertisment

আরও পড়ুন- weather update:দেওয়ালই আবহাওয়া কেন্দ্র! সুন্দরবনের এপ্রান্তে ছয় বাড়ির দেওয়ালেই ঝড়-জলের আগাম খবর

পরে অন্ধ্রপ্রদেশেই ময়নাতদন্তের পর শিশুটিকে কবর দেওয়া হয়। ডায়মন্ড হারবারের সরিষা কামারপোল গ্রামের বাসিন্দা আজাহার লস্কর থানায় সম্প্রতি থানায় একটি অভিযোগ করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, তাঁর স্ত্রী নাজিরা মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। প্রথমে তাজউদ্দিনকে ও পরে অন্ধ্রপ্রদেশ থেকে নাজিরাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন- Rekha gupta attacked:বাড়িতে ঢুকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে সপাটে চড়, অভিযুক্তের পরিচয় জানেন?

এই ঘটনা প্রসঙ্গে ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, প্রেমিকের সঙ্গে সংসার করার জন্যই মা নিজের সন্তানকে হত্যায় জড়িত থাকতে পারে, এমনই উঠে এসেছিল পুলিশি তদন্তে। বর্তমানেও নাজিরা অন্তঃসত্ত্বা। তাঁর দাবি গর্ভে থাকা সন্তান তাঁর প্রেমিক তাজউদ্দিনের।

আরও পড়ুন-School Bomb Threat: রাজধানীতে হুলস্থূল! একের পর এক স্কুলে বোমা হামলার হুমকি, পড়ুয়া-অভিভাবকদের মধ্যে চূড়ান্ত আতঙ্ক

এদিকে, এই ঘটনায় অভিযুক্ত তাজউদ্দিন মোল্লাকে ১২ দিন ও নাজিরা বিবিকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ডায়মন্ড হারবার আদালত। 
অন্যদিকে, নিহত শিশুর বাবা আজাহার লস্কর ও তাঁর পরিবার অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Murder South 24 Pgs Bengali News Today