/indian-express-bangla/media/media_files/2025/08/15/cats-2025-08-15-17-09-40.jpg)
মেগা ইভেন্টে সৈকতনগরীতে বড় চমক
Digha: ১৫ আগস্ট স্বাধীনতা দিবস, ১৬ আগস্ট জন্মাষ্টমী এবং পরের দিন রবিবার। টানা তিনদিনের ছুটি। ছুটি কাটাতে এবং দিঘার জগন্নাথ ধামে প্রথম জন্মাষ্টমীর আনন্দ উপভোগ করতে ভিড় জমাবেন পর্যটকপ্রিয় বাঙালি।
প্রথমবারের মতো দিঘা জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হতে চলেছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন। ভক্তদের কাছে এই দিনটি এক বিরল সুযোগ, কারণ আয়োজন হবে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত একটানা ভক্তিমূলক অনুষ্ঠানমালার। সাধারণত প্রতিদিন রাত ৯টার মধ্যেই মন্দিরের দরজা বন্ধ হয়, কিন্তু জন্মাষ্টমীর শুভলগ্নে রাত সাড়ে ১২টা পর্যন্ত মন্দির খোলা থাকবে। ভোর ৬টা থেকেই শুরু হবে দর্শনার্থীদের প্রবেশ, আর সকল পর্যটক ও ভক্ত মন্দিরের মেন গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। দূরদূরান্ত থেকে আসা ভক্তরা যেন নির্বিঘ্নে দর্শন করতে পারেন, তার জন্য আয়োজনের প্রতিটি ধাপে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।
বিকট শব্দে ভয়ঙ্কর বিস্ফোরণ, মৃত্যু...! স্বাধীনতা দিবসের দিন উত্তাল কাণ্ডে হুলস্থূল
প্রথমবার দিঘার জগন্নাথ ধামে জন্মাষ্টমীর প্রস্তুতিতে যেমন ধামের ট্রাস্টি বোর্ডের সদস্যরা ব্যস্ত তেমনি আগত পর্যটকদের পরিষেবা দিতে ব্যস্ত হোটেল মালিক কর্তৃপক্ষ। প্রতিবছর ১৫ আগস্টকে কেন্দ্র করে বহু পর্যটক ১৪ই আগস্ট থেকে দিঘায় ভিড় জমান। এবার সেই ভিড় অনেকটাই বাড়বে। কারন ইতিমধ্যে দিঘা,তাজপুর,মন্দারমণি প্রভৃতি পর্যটনকেন্দ্রের হোটেল প্রায় বুকিং হয়ে গিয়েছে। দিঘায় অপরূপ পরিবেশে আনন্দ উপভোগ করার পাশাপাশি জন্মাষ্টমীর আনন্দ বাড়তি পাওনা আগত পর্যটকদের কাছে।
দিঘা শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন এর যুগ্ম সম্পাদক বিপ্রদাস চ্যাটার্জি জানান," প্রতিবছরই ১৫ ই আগস্টে বহু পর্যটক দিঘায় আসেন। এবছর সেই সংখ্যা অনেক গুন বেড়েছে। কারন এই প্রথম দিঘার জগন্নাথ ধামে জন্মাষ্টমী উদযাপন হবে।ইতিমধ্যে প্রায় সব হোটেল বুকিং সেরে নিয়েছেন পর্যটকেরা।"
দিঘা জগন্নাথ ধামের ট্রাস্টি বোর্ডের অন্যতম এবং কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস জানান, “প্রথমবার দিঘা জগন্নাথ ধামে জন্মাষ্টমী উদযাপন হবে। সকাল থেকে শুরু হবে মঙ্গল আরতি ও কীর্তন। দুপুরে প্রসাদ বিতরণ হবে, দিনভর থাকবে কীর্তন ও ধর্মীয় আলোচনা। রাত বারোটা হবে শ্রীকৃষ্ণ জন্মোৎসব পূজা, যেখানে হাজারো ভক্ত একসঙ্গে প্রার্থনায় অংশ নেবেন। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মন্দির প্রাঙ্গণে পুলিশ টহল ও স্বেচ্ছাসেবক দল নিয়োজিত থাকবে।”
পতাকা উত্তোলন আর হল না! সামান্য ভুলেই সব শেষ, শিক্ষকের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া
দিনভর আয়োজনকে ঘিরে মন্দির চত্বর ভরে উঠবে আধ্যাত্মিক সুরে। ভোরে মঙ্গল আরতির সময় শঙ্খধ্বনি ও ঘণ্টার শব্দে গমগম করবে পুরো এলাকা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কীর্তন ও প্রবচনের মাধ্যমে ভগবানের মহিমা বর্ণনা হবে, আর সন্ধ্যা ঘনিয়ে এলে আলোকসজ্জায় সেজে উঠবে সমগ্র মন্দির। পর্যটকদের সুবিধার্থে রাখা হয়েছে পর্যাপ্ত পানীয় জল, বসার জায়গা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য বিশেষ কর্মী। ভক্তদের জন্য সারাদিন মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবে, যাতে দিঘায় আগত প্রত্যেকে এই পবিত্র দিনে ভক্তি ও আনন্দ ভাগ করে নিতে পারেন।
প্রথম জন্মাষ্টমী উপলক্ষে ভক্তদের জন্য থাকছে এক বিশেষ আকর্ষণ, পূণ্যস্নিগ্ধ কলস অভিষেকের আয়োজন, যেখানে নির্বাচিত ভক্তরা সরাসরি অংশ নিতে পারবেন। মন্দির প্রাঙ্গণে আসন্ন এই আধ্যাত্মিক উৎসব শুধু ভক্তিময় পরিবেশই সৃষ্টি করবে না, বরং সকল দর্শনার্থীদের মনে ভগবানের প্রতি গভীর শ্রদ্ধা ও অনুরাগ জাগিয়ে তুলবে। কলস অভিষেক আগে থেকেই বুক করতে পারবেন +91 93320 12345 নম্বরে কল করে।