Kolkata Metro: নিত্যযাত্রীদের জন্য বড় খবর! গুরুত্বপূর্ণ এই সময়ে আর মিলবে না মেট্রো

Metro Railway, Kolkata: কলকাতা মেট্রোরেলের তরফে রীতিমতো বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে।

Metro Railway, Kolkata: কলকাতা মেট্রোরেলের তরফে রীতিমতো বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে।

author-image
Joyprakash Das
New Update
Special night metro service,বিশেষ রাতের মেট্রো সেবা ,Experimental night service,	পরীক্ষামূলক নাইট সার্ভিস ,Suspension / Suspended,স্থগিত / বাতিল করা হয়েছে ,Dum Dum station,দমদম স্টেশন ,Shahid Khudiram station,শহিদ ক্ষুদিরাম স্টেশন ,Blue Line metro,ব্লু লাইন মেট্রো ,Operational constraints,অপারেশনাল বাধা ,Maintenance issues,	রক্ষণাবেক্ষণজনিত সমস্যা ,Closure of Kavi Subhash,কবি সুভাষ স্টেশনের বন্ধ ,Till further notice,পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, Metro Railway,মেট্রো রেলওয়ে, Late-night service	রাতের শেষ সার্ভিস ,10:40 p.m. timing,রাত ১০:৪০ সময়ে ,Fare adjustment / surcharge,	ভাড়া সংশোধন / অতিরিক্ত খরচ (যোগ হয়েছে), Commuters inconvenienced,যাত্রীরা অসুবিধায় পড়েছেন, Regret inconvenience,অসুবিধার জন্য দুঃখ প্রকাশ ,Co-operation requested,	সহযোগিতার অনুরোধ করা হয়েছে

Kolkata Metro: কলকাতা মেট্রোরেল।

Metro Railway, Kolkata: কলকাতা মেট্রোরেলের তরফে জানানো হয়েছে কবি সুভাষ স্টেশনটি সাময়িক বন্ধ থাকার কারণে এবং আরও কিছু অপারেশনাল ও রক্ষণাবেক্ষণগত সমস্যার ফলে, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ থেকে রাত ১০:৪০টায় দমদম ও শহিদ ক্ষুদিরাম (ব্লু লাইন) স্টেশনের মধ্যে রাতের বিশেষ মেট্রো পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

Advertisment

পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত রাতের এই বিশেষ মেট্রো পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এই পরিষেবাটি আপাত বন্ধ থাকার জেরে যাত্রীদের সমস্যার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে দুঃখপ্রকাশ করা হয়েছে। 

উল্লেখ্য, কবি সুভাষ মেট্রো স্টেশনটি আপাতত বন্ধ রয়েছে। কিছুদিন আগেই কবি সুভাষ মেট্রো স্টেশনটির চারটি পিলারে ফাটল দেখা দিয়েছিল। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই স্টেশনটি সম্পূর্ণরূপে মেরামতের সিদ্ধান্ত নেয় কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ।

Advertisment

আরও পড়ুন- Kolkata Metro:পুজোর মুখেই ইতিহাস গড়ল কলকাতা মেট্রো! অভূতপূর্ব সাফল্যে মুকুটে নতুন পালক

মেট্রোরেলের তরফে জানানো হয়েছে, কবি সুভাষ মেট্রো স্টেশনটি আবারও যাত্রীদের জন্য চালু করতে এক বছরের কাছাকাছি পর্যন্ত সময় লেগে যেতে পারে।

সেই কারণেই বর্তমানে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে মেট্রো পরিষেবা চালু রয়েছে। বর্তমানে এই স্টেশন থেকেই কলকাতা দক্ষিণ শহরতলির বহু মানুষ যাতায়াত করছেন। দক্ষিণ ২৪ পরগনা জেলার যাত্রীরাও মেট্রো পরিষেবার সুবিধা নিতে শহিদ ক্ষুদিরাম স্টেশনকেই ব্যবহার করছেন। তবে কবি সুভাষ মেট্রো স্টেশনটি বন্ধ থাকার জেরে মেট্রোরেলের যাত্রী সংখ্যা কমেছে। 

আরও পড়ুন-Kolkata Weather Report: পুজোর মুখে ফের নিম্নচাপ, বেলা বাড়লেই প্রবল বৃষ্টি কোন জেলাগুলিতে? দুর্যোগ চলবে কতদিন?

দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে কলকাতামুখী বহু যাত্রী, যাঁরা আগে মেট্রো ধরার জন্য নিউ গড়িয়া স্টেশনে নেমে কবি সুভাষ স্টেশনে পৌঁছাতেন, তাঁদেরই একটি বড় অংশ এখন সোজা শিয়ালদহ কিংবা বালিগঞ্জ বা ঢাকুরিয়ার মতো স্টেশনগুলিতে নেমে নিজেদের গন্তব্যে পৌঁছোচ্ছেন।

আরও পড়ুন-Suvendu Adhikari: বিধানসভার বিশেষ অধিবেশনে তুলকালাম কাণ্ড! শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ

Late Night Metro east-west metro kolkata metro