/indian-express-bangla/media/media_files/2025/09/03/metro-2025-09-03-09-06-58.jpg)
Kolkata Metro: কলকাতা মেট্রোরেল।
Metro Railway, Kolkata: কলকাতা মেট্রোরেলের তরফে জানানো হয়েছে কবি সুভাষ স্টেশনটি সাময়িক বন্ধ থাকার কারণে এবং আরও কিছু অপারেশনাল ও রক্ষণাবেক্ষণগত সমস্যার ফলে, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ থেকে রাত ১০:৪০টায় দমদম ও শহিদ ক্ষুদিরাম (ব্লু লাইন) স্টেশনের মধ্যে রাতের বিশেষ মেট্রো পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত রাতের এই বিশেষ মেট্রো পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এই পরিষেবাটি আপাত বন্ধ থাকার জেরে যাত্রীদের সমস্যার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে দুঃখপ্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, কবি সুভাষ মেট্রো স্টেশনটি আপাতত বন্ধ রয়েছে। কিছুদিন আগেই কবি সুভাষ মেট্রো স্টেশনটির চারটি পিলারে ফাটল দেখা দিয়েছিল। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই স্টেশনটি সম্পূর্ণরূপে মেরামতের সিদ্ধান্ত নেয় কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ।
আরও পড়ুন- Kolkata Metro:পুজোর মুখেই ইতিহাস গড়ল কলকাতা মেট্রো! অভূতপূর্ব সাফল্যে মুকুটে নতুন পালক
মেট্রোরেলের তরফে জানানো হয়েছে, কবি সুভাষ মেট্রো স্টেশনটি আবারও যাত্রীদের জন্য চালু করতে এক বছরের কাছাকাছি পর্যন্ত সময় লেগে যেতে পারে।
সেই কারণেই বর্তমানে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে মেট্রো পরিষেবা চালু রয়েছে। বর্তমানে এই স্টেশন থেকেই কলকাতা দক্ষিণ শহরতলির বহু মানুষ যাতায়াত করছেন। দক্ষিণ ২৪ পরগনা জেলার যাত্রীরাও মেট্রো পরিষেবার সুবিধা নিতে শহিদ ক্ষুদিরাম স্টেশনকেই ব্যবহার করছেন। তবে কবি সুভাষ মেট্রো স্টেশনটি বন্ধ থাকার জেরে মেট্রোরেলের যাত্রী সংখ্যা কমেছে।
আরও পড়ুন-Kolkata Weather Report: পুজোর মুখে ফের নিম্নচাপ, বেলা বাড়লেই প্রবল বৃষ্টি কোন জেলাগুলিতে? দুর্যোগ চলবে কতদিন?
দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে কলকাতামুখী বহু যাত্রী, যাঁরা আগে মেট্রো ধরার জন্য নিউ গড়িয়া স্টেশনে নেমে কবি সুভাষ স্টেশনে পৌঁছাতেন, তাঁদেরই একটি বড় অংশ এখন সোজা শিয়ালদহ কিংবা বালিগঞ্জ বা ঢাকুরিয়ার মতো স্টেশনগুলিতে নেমে নিজেদের গন্তব্যে পৌঁছোচ্ছেন।
আরও পড়ুন-Suvendu Adhikari: বিধানসভার বিশেষ অধিবেশনে তুলকালাম কাণ্ড! শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ