Calcutta Highcourt: ধোপেই টেকেনি রাজ্যের 'না', শুভেন্দুর 'সনাতনী হিন্দু সম্মেলন'-এ ছাড় হাইকোর্টের

Digha-Jagannath Temple: বুধবার দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে। এদিকে কালই কাঁথিতে শুভেন্দু অধিকারী 'সনাতনী হিন্দু সম্মেলন' করার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন হাইকোর্টে।

Digha-Jagannath Temple: বুধবার দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে। এদিকে কালই কাঁথিতে শুভেন্দু অধিকারী 'সনাতনী হিন্দু সম্মেলন' করার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন হাইকোর্টে।

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu Adhikari remarks,  SIR controversy West Bengal,  BLO security concerns , opposition leader statement Suvendu,  voter list SIR debate,  Bangladeshi migrants remark controversy  ,Bengal politics 2025,  TMC BJP tensions West Bengal,  election commission response SIR,  communal rhetoric controversy,শুভেন্দু অধিকারীর মন্তব্য,  এসআইআর বিতর্ক পশ্চিমবঙ্গ  ,বিএলও নিরাপত্তা উদ্বেগ  ,ভোটার তালিকা SIR আলোচনা , বাংলাদেশি নাগরিক বিষয় বিতর্ক,  রাজ্য রাজনীতি ২০২৫  ,তৃণমূল-বিজেপি তর্ক,  নির্বাচন কমিশন প্রতিক্রিয়া  ,সংবেদনশীল মন্তব্য বিতর্ক,  বিরোধী দলনেতার মন্তব্য

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী।

Suvendu-Mamata: দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনেই কাঁথিতে 'সনাতনী হিন্দু সম্মেলন' করার অনুমতি চেয়ে এর আগে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন BJP বিধায়ক শুভেন্দু অধিকারীর। পুলিশ অনুমতি না দেওয়ায় তিনি গিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি তীরঙ্কর ঘোষ শুভেন্দু অধিকারীকে 'সনাতনী হিন্দু সম্মেলন'-এর অনুমতি দিয়েছেন। তবে সিঙ্গল বেঞ্চের এই নির্দেশ চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার।

Advertisment

আগামিকাল দিঘায় (Digha) রাজ্য সরকারের উদ্যোগে তৈরি জগন্নাথ দেবের মন্দিরের (Jagannath Temple) উদ্বোধন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে মন্দিরের উদ্বোধন হবে। জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে গোটা দিঘা সাজিয়ে তোলা হয়েছে রঙিন আলোয়। কাল রাজ্যের এই সৈকতনগরীতে চাঁদের হাট বসবে এই মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে।

এদিকে, কালই কাঁথিতে 'সনাতনী হিন্দু সম্মেলন' করতে চলেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এর আগে পুলিশের কাছে এই সম্মেলনের অনুমতি চেয়েছিলেন তিনি। পুলিশ তাঁকে সেই অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। মঙ্গলবার হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শুভেন্দু অধিকারীর কর্মসূচি অনুমতি দিয়েছেন। বিজেপি নেতাকে বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছেন বিচারপতি। সর্বোচ্চ ৩০০০ লোক নিয়ে এই সভা করতে পারবেন শুভেন্দু অধিকারী।

Advertisment

আরও পড়ুন- Kolkata News Live Update: অবৈধ বাংলাদেশিদের ডেরায় চলল বুলডোজার, বিরাট অ্যাকশন প্রশাসনের

তবে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের এই নির্দেশের বিরুদ্ধে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার। আজই সেই মামলার শুনানিও হতে পারে। এর আগে হাইকোর্টে রাজ্যের তরফে জানানো হয়েছিল, ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে অনেক গুরুত্বপূর্ণ অতিথি আসার কথা রয়েছে। নিরাপত্তাজনিত কারণেই দিঘায় ৩০ এপ্রিল বুধবার প্রচুর পুলিশকর্মী মোতায়েন থাকবেন। 

আরও পড়ুন- Dilip Ghosh: 'কার মনে কী আছে, ভগবান জগন্নাথ সব জানেন', তৃণমূলকে বিঁধলেন দিলীপ

এই পরিস্থিতিতে কাঁথিতে শুভেন্দু অধিকারীর সেই কর্মসূচির ক্ষেত্রে নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে। এই যুক্তি দেখিয়ে কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারীর ৩০ এপ্রিলের কর্মসূচিতে আপত্তি জানিয়েছিল রাজ্য সরকার। তবে সিঙ্গল বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ্যের সেই আবেদনে সাড়া দেননি। শর্তসাপেক্ষে আগামিকাল শুভেন্দু অধিকারীকে কাঁথিতে 'সনাতনী হিন্দু সম্মেলন' করার অনুমতি দিয়েছেন তিনি।

আরও পড়ুন- WBBSE 10th Result 2025: কীভাবে দেখবেন এবছরের মাধ্যমিকের ফল? মার্কশিট মিলবে কবে? জানুন ঝটপট

Digha Suvendu Adhikari kolkata highcourt Kanthi Jagannath Temple