/indian-express-bangla/media/media_files/2025/04/29/7UD5hfRYjdXuSR717lF0.jpg)
Digha Jagannath Temple: দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে শাসকদলকে বিঁধলেন দিলীপ ঘোষ।
Jagannath Temple:আগামিকাল অক্ষয় তৃতীয়ার শুভ দিনে রাজ্যের সৈকতনগরী দিঘায় (Digha) রাজ্য সরকারের উদ্যোগে তৈরি সুবিশাল জগন্নাথ দেবের মন্দিরের (Jagannath Temple) উদ্বোধন হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে জগন্নাথ ধামের উদ্বোধন আগামিকাল। তার আগে এই মন্দির নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূলকে তুলোধনা BJP নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh)। এই মন্দির তৈরির নেপথ্যে 'ভোট রাজনীতি'
রয়েছে বলে তোপ দাগলেন প্রাক্তন বিজেপি সাংসদ। রাজ্যের শাসকদল মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে বলেও ফের একবার অভিযোগ এনেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।
কী বলেছেন দিলীপ ঘোষ?
"সবই ভোটের রাজনীতি। আমার মনে হয় ভগবান জগন্নাথ সব জানেন, কার মনে কী আছে! তাঁকে বোকা বানানো যাবে না। আমরাতো চাই ওরা (তৃণমূল) ধর্মের কথা বলুক। এত অধর্ম করছে, দুর্নীত করছে। এটা হচ্ছে তাই, ভগবানকে ঘুষ দিয়ে প্রায়শ্চিত্ত করার জন্য। ভগবানের মন্দির বানিয়ে দিচ্ছে মানেই যে সব পাপ ধুয়ে গেল..এমনটা হবে না। এই পাপ ধোবে না এত সহজে।"
উল্লেখ্য, আগামিকাল পূর্ব মেদিনীপুরের দিঘায় জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন হতে চলেছে। এই মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে গোটা রাজ্যেই উন্মাদনা বেড়েছে। কোথাও অক্ষয় তৃতীয়ার পূণ্য লগ্নে দিঘায় জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ব্যবস্থা করা হয়েছে যজ্ঞের, আবার কোথাও ব্যবস্থা করা হয়েছে বিশেষ পুজো-পাঠের। এদিকে জগন্নাথ মন্দিরের 'গ্র্যান্ড ওপেনিংয়ে' বাংলার রাঢ় জেলা বাঁকুড়া থেকে আসছে প্রায় তিন হাজার লাল-সাদা পদ্ম।
আরও পড়ুন- WBBSE 10th Result 2025: কীভাবে দেখবেন এবছরের মাধ্যমিকের ফল? মার্কশিট মিলবে কবে? জানুন ঝটপট
দেশের বিভিন্ন পুণ্যক্ষেত্র থেকে আনা হয়েছে জল। সেই জল দিয়ে ইতিমধ্যে কলস যাত্রা করা হয়েছে। এবার আজ মঙ্গলবার দিঘার জগন্নাথ মন্দিরে বিশেষ মহাযজ্ঞ। সেই যজ্ঞের জন্য শুশুনিয়া পাহাড়ের ঝর্নার জল আনা হয়েছিল। এছাড়াও বাঁকুড়ার ছাতনা এলাকা থেকে আনা হয়েছিল লাল ও সাদা রংয়ের তিন হাজার পদ্ম।
আজ মহাযজ্ঞের জন্য পুরী থেকে ৫৭ জন এবং ইসকন থেকে ১৭ জন সেবায়েত এসেছেন। ১০০ কুইন্টাল আম ও বেলকাঠ সহ ২ কুইন্টাল ঘি পুড়িয়ে মহাযজ্ঞ। পুজো পাঠের সময় বাঁকুড়ার শুশুনিয়া থেকে আনা ঝর্ণার জলের ব্যবহার। মঙ্গলবার সন্ধ্যায় জগন্নাথের পুস্প শয়নের জন্য ব্যবহার করা হবে ওই তিন হাজার লাল-সাদা পদ্ম।