Digital Arrest: ফের 'ডিজিটাল অ্যারেস্ট'-এর ঘটনা কলকাতায়, গুজরাত থেকে পুলিশের জালে অভিযুক্ত

Digital Arrest: সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটে দমদমে। বয়স্ক দম্পতি ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়েছিলেন। মোট ৬ দফায় তাঁদের কাছ থেকে ৫২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল অভিযুক্তরা।

author-image
Joyprakash Das
New Update
Indians in Cambodia, cyber scams, cyber frauds, cyber crime, Cambodia, Ministry of Home Affairs (MHA), Indian express news, current affairs

Digital Arrest: প্রতীকী ছবি।

Digital arrest in Kolkata, accused arrested from Gujarat: ফের ডিজিটাল অ্যারেস্টের ঘটনা খাস কলকাতায়। এবার নিশানায় প্রাক্তন জওয়ান। প্রতারিতের অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি তদন্তে নামে বিধাননগর সাইবার ক্রাইম বিভাগ। শেষমেশ ভিনরাজ্য থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কোটি টাকা প্রতারণার অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গুজরাটের সুরাত থেকে গ্রেফতার হয়েছে অভিযুক্ত। সম্প্রতি দমদমের এক দম্পতি ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়েছিলেন। একটানা দু'মাস ধরে গৃহবন্দি ছিলেন ওই দম্পতি।  

Advertisment

পুলিশ সূত্রে খবর, নিউটাউনের বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী মিহির কুমার রায় বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন, তাঁকে এক ব্যক্তি ফোন করে জানায় আর্থিক তছরূপের মামলায় তাকে ডিজিটাল গ্রেফতার করা হয়েছে। তাকে ফোন মারফত তার আধার নম্বর ভেরিফাই করে তাকে নির্দেশ দেওয়া হয় ঘর থেকে না বের হতে। তাঁর অভিযোগ, বিভিন্নভাবে তাকে ভয় দেখানো হয়।

গ্রেফতারি এড়াতে তাকে টাকা দিতে বললে তিনি রাজিও হয়ে যান। এরপরই তার থেকে বিভিন্ন ধাপে এক কোটি ৬৫ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই বিধাননগর সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হন ওই ব্যক্তি। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই টাকার মধ্যে কিছু টাকা দিয়ে প্রতারকরা সোনা কিনেছে। সেই সোনার লেনদেনের সূত্র ধরে গুজরাটের সুরাতে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। 

আরও পড়ুন- Abhishek Banerjee: মুকুল-শুভেন্দুদের প্রসঙ্গ তুলে 'বেইমান'দের ল্যাজেগোবরে করার হুঁশিয়ারি! অভিষেকের নিশানায় কারা?

Advertisment

সেখান থেকে অভিযুক্ত গণ্ডালিয়া দীপেন বিনোদ ভাইকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ডিজিটাল অ্যারেস্টের এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা সেটাও তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানা। সম্প্রতি একই ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ঘটে দমদমে। বয়স্ক দম্পতি ডিজিটাল অ্যারেস্টের শিকার হন। মোট ৬ দফায় তাদের কাছ থেকে ৫২ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা।

আরও পড়ুন- Mamata Banerjee: '২৬-এর লড়াইয়ে 'টার্গেট' বেঁধে দিলেন মমতা, বিরোধীদের হারাতে চার 'টোটকা' তৃণমূল সুপ্রিমোর

kolkata Bengali News Today Arrested news in west bengal news of west bengal Digital Arrest