Abhishek Banerjee on Joining BJP: নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের সভায় রীতিমতো বিস্ফোরক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদ বলেছেন, "বিগত দিনে দলের সঙ্গে যাঁরা বেআইনি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারীদের চিহ্নিত করার কাজটা আমিই করেছিলাম। আগামিদিনেও যদি কেউ দলের সঙ্গে বেইমানি করে তাদেরও চিহ্নিত করে ল্যাজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়ার দায়িত্বটা আমার কাঁধে তুলে নিলাম।" কিন্তু ফের কেন এমন কথা বললেন অভিষেক? দলের মধ্যে এখনও কি এমন কেউ ঘাপটি মেরে রয়েছেন? স্বভাবতই এই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
Advertisment
এখানেই থামেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি বলেন "দলের মুখপাত্র, সাংসদ, বিধায়ক, টাউন সভাপতি নিজেদের ক্ষমতা দেখাতে গিয়ে কোনও দলকে ছোট করছেন।" এই কথা বলতে গিয়েই মুকুল রায়, শুভেন্দু অধিকারীদের নাম নিয়েছেন অভিষেক। এখন প্রশ্ন কাদের হুঁশিয়ারি দিলেন দলের সাধারণ সম্পাদক? তিনি স্পষ্ট বলেছেন, বেইমানি করলে কড়া ব্যবস্থা নেবেন।
তিনি যে কখনও দলের সঙ্গে বেইমানি করবেন না তাও এদিন ঘোষণা করেছেন নেতাজি ইন্ডোরের সভায়। অভিষেকের বক্তব্য়, "বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আমার গলা কেটে দিলেও কাটা গলা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরবে। আমি বেইমান নই। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে। বিজেপির হাতে কল্কে আর তামাক খেয়ে কয়েকটা সংবাদ মাধ্যম ও দুটারটে সাংবাদিক এই কাজটা করছে।"
প্রথমে অভিষেক দলে বেইমানদের চিহ্নিত করার কথা বলেছেন। তিনি নিজে আগেও বেইমানদের চিহ্নিত করেছেন, কেউ একাজ করলে আবার তা করবেন। তারপরেই বলেছেন আমি বেইমান না। রাজনৈতিক মহলের মতে, ভরা সভায় কাদের উদ্দেশে একথা বললেন অভিষেক? তিনি বেইমান না, নতুন দল গড়ার রটা, এইসব কথা শুধু কি সংবাদ মাধ্যমকে লক্ষ্য করে বললেন? দলের অভ্যন্তরে কোনও অংশ কি ফের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে? এইসব প্রশ্নই রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে।