Dilip Ghosh: 'এত ছোট মন নিয়ে মুখ্যমন্ত্রী কীভাবে হতে পারেন?', ফের দিলীপের নিশানায় মুখ্যমন্ত্রী

Dilip Ghosh on Mamata Banerjee: আবারও মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপ ঘোষের। মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর থেকে শুরু করে আরজি কর কাণ্ড-সহ ফের একাধিক বিষয় নিয়ে বিজেপি নেতার তোপ এখন রীতিমতো চর্চায়।

Dilip Ghosh on Mamata Banerjee: আবারও মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপ ঘোষের। মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর থেকে শুরু করে আরজি কর কাণ্ড-সহ ফের একাধিক বিষয় নিয়ে বিজেপি নেতার তোপ এখন রীতিমতো চর্চায়।

author-image
Joyprakash Das
New Update
dilip ghosh, mamata banerjee, দিলীপ ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee & Dilip Ghosh: মমতা বন্দ্যোপাধ্যায় ও দিলীপ ঘোষ।

Dilip Ghosh attacks Mamata Banerjee: আবারও মুখ্যমন্ত্রীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ BJP নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh)। মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের অর্থনীতির সম্পর্কে মুখ্যমন্ত্রীর নেতিবাচক মন্তব্যের সমালোচনা করেছেন দিলীপ ঘোষ। সেই সঙ্গে আবারও স্বভাবসিদ্ধ ঢঙেই আরজি কর (RG Kar) কাণ্ড থেকে শুরু করে মালদার মোথাবাড়ির ঘটনা, বিজেপির এজেন্ডা-সহ একাধিক বিষয়ে দিলীপ ঘোষের মন্তব্য ফের চর্চায়।

Advertisment

লন্ডনে ভারতের অর্থনীতি সম্পর্কে মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "সেজন্যই তো তাঁকে কালো পতাকা দেখতে হয়। গো ব্যাক শুনতে হয়। এত ছোট মন নিয়ে মুখ্যমন্ত্রী কীভাবে হতে পারেন? আমাদের দেশের সরকার যে কাজ করছে কারও নাম বলতে হবে না অন্তত দেশের নাম বলুন। অটলবিহারী বাজপেয়ী যখন বিদেশে গিয়েছিলেন তখন কংগ্রেস সরকার সম্পর্কে তিনি বলেছিলেন ওটা আমাদের দেশের বিষয়, আমরা বুঝে নেব। এখানে আমি ভারতের প্রতিনিধি হিসেবে এসেছি। ভারত এগোতে চায়, আপনারা সাহায্য করুন।" 

দিলীপ ঘোষ আরও বলেন, "ভারতবর্ষে যদি কেউ বিনিয়োগ করে তাহলে সে কেন পশ্চিমবঙ্গে আসবে? আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করব গত ১০ বছর ধরে আপনি বিজনেস সমিট করছেন। তাতে কত ইনভেস্ট হয়েছে কত মৌ স্বাক্ষরিত হয়েছে আর কত কোম্পানি রাজ্য ছেড়ে চলে গেছে... সম্প্রতি অনেক বড় বড় কোম্পানি তাদের হেড অফিস বাংলা থেকে বাইরে নিয়ে গেছে। স্টেট ব্যাংকের হেড অফিস সেটাও চলে গেল। সরকারি সব সদর দফতর চলে যাচ্ছে। এখানে শিল্প নাই শুধু রাজনীতি আছে।"

আরও পড়ুন- West Bengal News Live: কলকাতার নাকের ডগায় বড়সড় প্রতারণার পর্দা-ফাঁস, বাজেয়াপ্ত কাঁড়ি-কাঁড়ি টাকা

Advertisment

সিঙ্গুর থেকে টাটার বিদায়-পর্ব নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ শানিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, "আপনি লড়াই করেছেন পাড়ায় ঝগড়া করেছেন জল আনতে গিয়ে। রাস্তায় জিন্দাবাদ করেছেন মানব না মানবো না। বাংলার জন্য কী লড়াই করেছেন? টাটার ফ্যাক্টরি তুলে দিয়ে কার লাভ হয়েছে! আপনি ক্ষমতায় এসেছেন। তার পরিনাম এখানকার মানুষকে ১৫ বছর ধরে ভুগতে হচ্ছে। আর সেই টাটার অভিজ্ঞতা থেকে সমস্ত কোম্পানিরা বুঝে গেছে বাংলা বিনিয়োগের জায়গা নয়। এখানে ধন যাবে মান যাবে এমনকি প্রাণটাও যাবে। এটাই আপনার কৃতিত্ব!!"

আরও পড়ুন- Kolkata Weather Today:আরও চড়বে তাপমাত্রা, গরমে নাজেহাল দশার পালা, বৃষ্টি নিয়ে কী বার্তা হাওয়া অফিসের?

আরজি কর ইস্যু নিয়েও এদিন ফের একবার দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে চর্চা বেড়েছে। বিজেপি নেতা বলেন, "যে তথ্য আসছে সেটা আসতে এত দেরি হচ্ছে কেন? মানুষ হাহাকার করছে একটা ঘটনার জন্য। বিদেশে মুখ্যমন্ত্রীকে মুখ ঝামটা খেতে হচ্ছে আর জি কর কাণ্ডের জন্য। কেন দেরি হচ্ছে? কাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে? মানুষ তাকিয়ে আছে আদালতের দিকে। আদালত সঠিক সময়ে সঠিক রায় দেবে। কিন্তু এদেরকেই বার করতে হবে কে ধর্ষণ করেছে বা কারা ধর্ষণ করেছে।"

Bengali News Today news in west bengal news of west bengal RG Kar Case CM Mamata banerjee dilip ghosh