Kolkata News: অভিষেকের নাম করে ভোটের টিকিটের টোপ, টাকা আদায়ের চেষ্টা, কে গ্রেফতার জানেন?

assembly ticket scam: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার টোপ দিয়ে টাকা আদায়ের চেষ্টা করছিলেন ওই ব্যক্তি।

assembly ticket scam: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার টোপ দিয়ে টাকা আদায়ের চেষ্টা করছিলেন ওই ব্যক্তি।

author-image
IE Bangla Web Desk
New Update
abhishek-banerjee-global-anti-terror-delegation

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার নাম করে টাকা চাওয়ার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে ওই ব্যক্তি টাকা চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। মারাত্মক এই অভিযোগ পেয়েই তুমুল তৎপরতা শুরু করে দেয় কলকাতার শেক্সপিয়র সরণি থানার পুলিশ। পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে নাজমুল হোদা নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

Advertisment

উল্লেখ্য, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে আসন্ন নির্বাচনে তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার টোপ দিয়ে এক ব্যক্তি অনেকের কাছ থেকেই টাকা চাইছেন বলে অভিযোগ ওঠে। বিভিন্ন সূত্র মারফত মারাত্মক এই অভিযোগের কথা কানে পৌঁছে যায় তৃণমূল শীর্ষ নেতৃত্বেরও। এরপরই বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে তৎপরতা শুরু করে দিয়েছিল পুলিশ।

আরও পড়ুন- West Bengal News Live Updates:বাংলায় SIR তৎপরতা তুঙ্গে? জরুরি বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক, দাবি সূত্রের

Advertisment

এরপর অবশেষে কলকাতার পার্ক স্ট্রিটের একটি হোটেলে হানা দিয়ে সেখান থেকে অভিযুক্ত নাজমুল হোদা নামে ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারের পর তাকে দফায় দফায় জেরা তদন্তকারীদের। তার সঙ্গে আরও কারও যোগ রয়েছে কিনা তা জানতেই দফায় দফায় জেরা করা হচ্ছে ধৃতকে।

আরও পড়ুন-Puja Special Trains: উৎসবের মরশুমে বাংলা থেকেই দিকে-দিকে স্পেশাল ট্রেনের ছড়াছড়ি! বাম্পার বন্দোবস্ত বিশদে জানুন

এর আগেও তৃণমূলের সেকেন্ড ইন কাম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে নানা সময়ে দলেরই অনেককে টোপ দিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ মিলতেই সেই সব ক্ষেত্রেও ব্যবস্থা নিয়েছিল পুলিশ। এবারও এমনই একটি মারাত্মক অভিযোগ তৃণমূল শীর্ষ নেতৃত্বের কানে পৌঁছাতেই রীতিমতো তৎপরতা শুরু করে দেয় তারাও। পুলিশে অভিযোগ দায়ের হতেই শেষমেশ জালে প্রতারক।

আরও পড়ুন-Kolkata weather Forecast:উইকেন্ডেও প্রবল বৃষ্টি? টানা দুর্যোগ উত্তরবঙ্গে? দক্ষিণবঙ্গের আবহাওয়ার টাটকা আপডেট জানুন!

Arrested tmc abhishek banerjee