/indian-express-bangla/media/media_files/2025/05/20/VhMfyQoyI1oRJObogpE4.jpg)
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার নাম করে টাকা চাওয়ার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে ওই ব্যক্তি টাকা চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। মারাত্মক এই অভিযোগ পেয়েই তুমুল তৎপরতা শুরু করে দেয় কলকাতার শেক্সপিয়র সরণি থানার পুলিশ। পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে নাজমুল হোদা নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে আসন্ন নির্বাচনে তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার টোপ দিয়ে এক ব্যক্তি অনেকের কাছ থেকেই টাকা চাইছেন বলে অভিযোগ ওঠে। বিভিন্ন সূত্র মারফত মারাত্মক এই অভিযোগের কথা কানে পৌঁছে যায় তৃণমূল শীর্ষ নেতৃত্বেরও। এরপরই বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে তৎপরতা শুরু করে দিয়েছিল পুলিশ।
এরপর অবশেষে কলকাতার পার্ক স্ট্রিটের একটি হোটেলে হানা দিয়ে সেখান থেকে অভিযুক্ত নাজমুল হোদা নামে ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারের পর তাকে দফায় দফায় জেরা তদন্তকারীদের। তার সঙ্গে আরও কারও যোগ রয়েছে কিনা তা জানতেই দফায় দফায় জেরা করা হচ্ছে ধৃতকে।
এর আগেও তৃণমূলের সেকেন্ড ইন কাম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে নানা সময়ে দলেরই অনেককে টোপ দিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ মিলতেই সেই সব ক্ষেত্রেও ব্যবস্থা নিয়েছিল পুলিশ। এবারও এমনই একটি মারাত্মক অভিযোগ তৃণমূল শীর্ষ নেতৃত্বের কানে পৌঁছাতেই রীতিমতো তৎপরতা শুরু করে দেয় তারাও। পুলিশে অভিযোগ দায়ের হতেই শেষমেশ জালে প্রতারক।