Puja Special Trains: উৎসবের মরশুমে বাংলা থেকেই দিকে-দিকে স্পেশাল ট্রেনের ছড়াছড়ি! বাম্পার বন্দোবস্ত বিশদে জানুন

Eastern Railway: প্রতি বছরই উৎসবের মরশুমে যাত্রীদের বিপুল চাপ কমাতে অতিরিক্ত পরিষেবা দেয় রেল। এবারও তার অন্যথা হয়নি।

Eastern Railway: প্রতি বছরই উৎসবের মরশুমে যাত্রীদের বিপুল চাপ কমাতে অতিরিক্ত পরিষেবা দেয় রেল। এবারও তার অন্যথা হয়নি।

author-image
Joyprakash Das
New Update
RailOne সুপার অ্যাপ, ভারতীয় রেল অ্যাপ, এক অ্যাপে রেল পরিষেবা, IRCTC নতুন অ্যাপ, রেলওয়ে টিকিট বুকিং অ্যাপ, CRIS RailOne App, RailOne download, RailOne features, irctc alternative app

Eastern Railway: প্রতীকী ছবি।

Eastern Railway-Puja Special Trains:আসন্ন শারদোৎসব, দীপাবলি এবং ছট পুজোর সময় রেলের বিভিন্ন ডিভিশনে যাত্রীদের ভিড় ব্যাপকভাবে বেড়ে যায়। সেই ভিড় সামাল দিতে প্রতি বছরের মতো এবারেও পূর্ব রেলওয়ে কলকাতা ও লখনউ এবং মালদা টাউন ও আনন্দ বিহারের মধ্যে পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। 

Advertisment

উৎসবের সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে এই বিশেষ ট্রেনগুলি দারুণ কার্যকরী ভূমিকা নেবে বলে আশাবাদী রেলকর্তারা। এই দুর্গোৎসবের আবহে বিশেষ ট্রেনগুলি চালানোর মাধ্যমে অতিরিক্ত ৪০,৭০০টি বার্থ তৈরি করা হবে।

পূর্ব রেলের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ০৩১০৭ কলকাতা – লখনউ পুজো স্পেশাল প্রতি বৃহস্পতিবার ০২.১০.২০২৫ থেকে ০৬.১১.২০২৫ (০৬টি ট্রিপ) কলকাতা থেকে ছেড়ে তৃতীয় দিনে ০০:১০ ঘন্টায় লখনউ পৌঁছাবে।

Advertisment

আরও পড়ুন- Kolkata weather Forecast:উইকেন্ডেও প্রবল বৃষ্টি? টানা দুর্যোগ উত্তরবঙ্গে? দক্ষিণবঙ্গের আবহাওয়ার টাটকা আপডেট জানুন!

০৩১০৮ লখনউ-কলকাতা পুজো স্পেশাল প্রতি শনিবার ০৪.১০.২০২৫ এবং ০৮.১১.২০২৫ (০৬টি ট্রিপ) লখনউ থেকে ০১:৪০ ঘন্টায় ছেড়ে পরের দিন ০০:৪০ ঘন্টায় কলকাতা পৌঁছাবে। 

ট্রেনটি পূর্ব রেলওয়ের উভয় দিকের নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জাসিডিহ স্টেশন সহ ২১টি স্টেশনে থামবে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে।

আরও পড়ুন- West Bengal News Live Updates:বাংলায় SIR তৎপরতা তুঙ্গে? জরুরি বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক, দাবি সূত্রের

অন্যদিকে, ০৩৪৩৫ মালদা টাউন-আনন্দ বিহার (টি) পুজো স্পেশাল প্রতি সোমবার ২৯.০৯.২০২৫ থেকে ২৪.১১.২০২৫ (০৯টি ট্রিপ) মালদা টাউন থেকে ছেড়ে পরের দিন দুপুর ১:৪০ টায় আনন্দ বিহার (টি) পৌঁছাবে। ০৩৪৩৬ আনন্দ বিহার (টি) - মালদা টাউন পুজো স্পেশাল প্রতি মঙ্গলবার দুপুর ১:৪৫ টায় আনন্দ বিহার (টি) ছেড়ে ৩০.০৯.২০২৫ এবং ২৫.১১.২০২৫ (০৯টি ট্রিপ) মালদা টাউন পৌঁছাবে। পরের দিন। 

আরও পড়ুন-বাংলার বুকে হাড়হিম করা খুনের ঘটনায় শিউরে উঠলেন সকলেই, দুরন্ত পুলিশি অ্যাকশনে জালে চার অভিযুক্ত

স্পেশাল এই ট্রেনটি পূর্ব রেলওয়ের উভয় দিকের আওতাধীন নিউ ফারাক্কা, বারহারওয়া, সাহেবগঞ্জ, পীরপৈন্তী, কাহালগাঁও, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর এবং আভাইপুর স্টেশন সহ ২২টি স্টেশনে থামবে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে। উপরোক্ত এই পুজো স্পেশাল ট্রেনগুলির বুকিংয়ের তারিখ শীঘ্রই জানানো হবে বলে রেলের তরফে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

Bengali News Today chhath specials train special Eastern Railway