Dilip Ghosh criticizes wb state admin over Bhatpara shootout: আবারও চেনা ছন্দে পুরনো মেজাজে BJP নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বৃহস্পতিবার সকালে নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধরে ধরে এক-একটি বিষয় নিয়ে নিজের মন্তব্য জানালেন বিজেপি নেতা। যা ঘিরে ফের বেড়েছে চর্চা।
বুধবার রাতেই ভাটপাড়ায় বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির বাইরে বোমাবাজি, গুলি চলে বলে অভিযোগ। এক যুবক গুলিবিদ্ধও হয়েছেন। সেই ঘটনায় অর্জুন সিংকেই তলব করেছে পুলিশ। ভাটপাড়ার শুটআউট (Bhatpara Shootout) নিয়ে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, "এটা কোনও খবর নয়। ওখানে গুলি না চললে খবর। একজন বলেছিল আমি রোজ মদ খাই না। সপ্তাহে দু'দিন খাই। বৃষ্টি পড়লে খাই। আর না পড়লে খাই। ব্যারাকপুরের এখন সেই অবস্থা। ওখানকার গরিব মানুষের কি শান্তিতে বাঁচার অধিকার নেই?"
এরই পাশাপাশি মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়েও রীতিমতো কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বিজেপি নেতা এদিন বলেন, "গত ১৫ বছরে উনি যা মৌ সাক্ষর করেছেন সেটা একটা বিশ্বরেকর্ড। কটা বিনিয়োগ হয়েছে, সেটা এতো কম, সেটাও একটা বিশ্বরেকর্ড। পশ্চিমবঙ্গে কে কত বিনিয়োগ করেছে? বিদ্যুতের দাম ওরা ঠিক করে দেয়। দিল্লিতে এরকম বহু বাঙালি শিল্পপতি আছেন, তারা আমাকে বলেন আপনারা ক্ষমতায় এলে বিনিয়োগ করব।"
আরও পড়ুন- West Bengal News Live:ভাটপাড়ায় শুটআউট, গুলিবিদ্ধ যুবক, অর্জুনকেই ডাকল পুলিশ, পাল্টা চ্যালেঞ্জ BJP নেতারও
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বঙ্গ বিজেপি পূর্ণ সময়ের জন্য নতুন সভাপতি পাবেন? এই বিষয়টি নিয়ে দিলীপ ঘোষ এদিন বলেন, "সামনেই '২৬-এর ভোট। বিজেপিতে প্রতি ৩ বছর অন্তর সাংগঠনিক নির্বাচন হয়। সর্বভারতীয় নেতারা যাঁদের উপযুক্ত মনে করবেন তাঁদেরই দায়িত্ব দেবেন। আমাকেও কর্মীরা বলছেন দাদা কবে হবে? আমি অপেক্ষা করতে বলেছি। নমিনেশন পর্ব এখনও শুরু হয়নি।"
আরও পড়ুন- Attacks on Police:তুলকালাম কাণ্ড পাণ্ডবেশ্বরে! ইটের ঘায়ে কপাল ফাটল ডিসি-র