Dilip Ghosh:কাল মোদীর সভায় যাবেন দিলীপ ঘোষ? রাখঢাক উড়িয়ে সোজা-সাপ্টা উত্তর BJP নেতার

fake voters allegation: এবার ভুয়ো ভোটার ইস্যুতেও পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের তুমুল সমালোচনায় সরব বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেই সঙ্গে তুলোধনা তৃণমূলনেত্রীর।

fake voters allegation: এবার ভুয়ো ভোটার ইস্যুতেও পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের তুমুল সমালোচনায় সরব বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেই সঙ্গে তুলোধনা তৃণমূলনেত্রীর।

author-image
Joyprakash Das
New Update
Dilip Ghosh, ssc group c and d  allowance

Dilip Ghosh: দিলীপ ঘোষ।

Dilip Ghosh-fake voters allegation:আবারও তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকারকে একহাত দিলীপ ঘোষের। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বাংলাদেশি মুসলমান ভরে গিয়েছে বলে ফের একবার সোচ্চার হলেন BJP নেতা দিলীপ ঘোষ। বিহারের মতো বাংলার ভোটার তালিকারও 'স্বচ্ছতা' প্রয়োজন বলে মনে করেন দাপুটে এই রাজনীতিবিদ। এরই পাশাপাশি ফের একবার স্বভাবসিদ্ধ ঢঙেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমুল ভাষায় আক্রমণ শানিয়েছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। অন্যদিকে, আগামিকাল শিল্পশহর দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাল ইস্পাতনগরীতে মোদীর সভায় থাকবেন দিলীপ ঘোষ? অকপটে এই প্রশ্নের উত্তরও তিনি জানিয়েছেন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রতিনিধিকে।

Advertisment

গতকালই বাঙালি আবেগে শান দিয়ে কলকাতায় মহামিছিল করেছে তৃণমূল কংগ্রেস। BJP শাসিত রাজ্যে বাঙালিদের ওপর হেনস্থার প্রতিবাদে কাল পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতারা। মিছিল শেষে ধর্মতলায় সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি হেনস্থা ইস্যুতে বিজেপিকে তুলোধোনা করেছেন। দৃপ্ত কন্ঠে তিনি ঘোষণা করেছেন, তিনি এবার থেকে আরও বেশি বাংলায় কথা বলবেন, বিজেপি সরকারের ক্ষমতা থাকলে তাঁকে যেন ডিটেশন ক্যাম্পে পাঠায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কথার পরিপ্রেক্ষিতে আজ দিলীপ ঘোষ ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেছেন, "যারা বাইরে থেকে এসে এখানে লুঠ করবেন...কেন্দ্রীয় সরকারের গরিব কল্যাণ যোজনার লাভ পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি নিচ্ছেন বাংলাদশি মুসলমানরা। ওদের এখানে ভোটার তালিকাতেও নাম আছে। প্রতিবার মমতা ব্যানার্জিকে ওরাই জিতিয়ে আনে। এদেরকে তো আগে আলাদা করতে হবে। বিহারের চেয়েও ভুয়ো ভোটার বাংলায় বেশি। বিহারের মতো পশ্চিমবঙ্গের ভোটার তালিকাও স্বচ্ছ করা প্রয়োজন। তা না করা গেলে পশ্চিমবঙ্গে ভোটের কোনও মানেই হয় না।"

Advertisment

আরও পড়ুন- West Bengal news Live Updates:প্রতারণার 'হাইটেক কায়দা', কলকাতার বুকে বিরাট জালিয়াতির পর্দাফাঁস! পুলিশের জালে ১০

আগামী বছরের নির্বাচনেও এরাজ্যে তৃণমূল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসবে বলে মনে করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তৃণমূলনেত্রী বলেছেন, ''২০২৬-এ বাংলা তারপর দিল্লি।" মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্যেরও পাল্টা জবাব দিতে গিয়ে দিলীপ ঘোষ এদিন বলেন, "দিল্লি অনেক দিনের স্বপ্ন। আগে সামনের বার বাংলায় টিকে থেকে দেখান। দিল্লিটা আমাদের উপরেই ছেড়ে দিন।"

এদিকে, আগামিকাল দুর্গাপুরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। BJP-র শীর্ষ সেনাপতির সেই সভায় উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ? উত্তরে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে দিলীপ ঘোষ জানিয়েছেন, আগামীকাল মোদীর সভায় তিনি যাবেন কি না তা এখনও পর্যন্ত তিনি ঠিক করেই উঠতে পারেননি। যেতেও পারেন আবার নাও পারেন। যদিও সম্প্রতি দিলীপ ঘোষই জানিয়েছিলেন আমন্ত্রণ না পেলেও তিনি মোদীর সভায় দর্শকাসনে গিয়ে বসবেন। দলের নেতা-কর্মীদের অনুরোধেই তিনি দুর্গাপুরে নরেন্দ্র মোদীর সভায় উপস্থিত থাকতে চান বলেও জানিয়েছিলেন।

আরও পড়ুন- Gopalganj clash:হিংসায় উত্তাল বাংলাদেশ, গোপালগঞ্জে কার্ফু, গ্রেফতার ১৪, 'গণহত্যা'র অভিযোগ আওয়ামি লিগের

Bangladesh tmc dilip ghosh