Dilip Ghosh meets Suvendu Adhikari: দীর্ঘদিন পর ফের বিধানসভায় দেখা গেল দিলীপ ঘোষকে। শুভেন্দু অধিকারী নিজে ফোন করে দিলীপ ঘোষকে বিধানসভায় যেতে অনুরোধ করেছিলেন। মঙ্গলবার বিধানসভায় গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি দলের বাকি বিধায়কদের সঙ্গেও বেশ কিছুক্ষণ আড্ডা দিলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে দলের বিধায়কদের মূল্যবান কিছু টিপসও দিয়েছেন দাপুটে এই রাজনীতিবিদ। এদিকে বহু দিন পর ফের শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষকে এক ফ্রেমে দেখে BJP-র অন্য বিধায়করাও এদিন রীতিমতো 'চার্জড' ছিলেন। দুই নেতাকে একসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে পাশে চান তাঁরা।
মঙ্গলবার দুপুরে বিধানসভায় গিয়েছিলেন দিলীপ ঘোষ। রাজনৈতিক মহলের একাংশ দিলীপ ঘোষের আচমকা বিধানসভায় যাওয়ার পেছনে 'অন্য গন্ধ' পাচ্ছে। শীঘ্রই বঙ্গে সভাপতি পদে বদল আনতে চলেছে গেরুয়া শিবির। গতকাল দিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। দিল্লিতে বর্তমান বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গেও কথা হয়েছে বিরোধী দলনেতার। ফিরে এসেই আজ দিলীপ ঘোষকে বিধানসভায় আমন্ত্রণ জানিয়েছেন শুভেন্দু।
এদিকে, বিরোধী দলনেতার আমন্ত্রণ পেয়ে এদিন নির্ধারিত সময়েই বিধানসভায় গিয়ে হাজির হন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুভেন্দু তাঁকে পুষ্পস্তবক দিয়ে বিধানসভায় স্বাগত জানিয়েছেন। বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের এই আচমকা কামব্যাকে তাঁণর ঘনিষ্ঠরা কিন্তু দারুণ চনমনে। তবে কি ফের একবার দলের রাজ্য সভাপতি পদে বসতে চলেছেন দিলীপ ঘোষ? উত্তরটা হয়তো জানা যাবে কিছুদিনের মধ্যেই।
আরও পড়ুন- West Bengal News Live: 'মোদীর মুখে ঐক্যের কথা, অথচ সাম্প্রদায়িক ঘৃণা ছড়াচ্ছেন শুভেন্দু-সুকান্তরা', সোচ্চার তৃণমূল
তবে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষকে একসঙ্গে পেয়ে এদিন BJP-র অন্য বিধায়করা রীতিমতো চাঙ্গা ছিলেন। প্রত্যেকেই দাবি করেন, আসন্ন বিধানসভায় শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষকে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে লড়াই করতে হবে। দলের বিধায়কদের সেই আবেদকে মান্যতা দিয়েই দিলীপ ঘোষ এদিন বলেন, "আমি জেলায়-জেলায় ঘুরতে থাকি। রাজনীতির অনুষ্ঠানেও যাই, অরাজনৈতিক অনুষ্ঠানেও যাই। আমি আর শুভেন্দুদা, অনেক জায়গাতেই একসঙ্গে থাকব। আবার অনেক জায়গায় আলাদা-আলাদা করেও থাকব। সবাই মিলে আমরা রাস্তায় নামব।"
আরও পড়ুন- Mamata-Suvendu: 'কেজরিওয়াল যেখানে মমতাও যাবেন সেখানে', তৃণমূলনেত্রীকে বেনজির কটাক্ষ বিরোধী দলনেতার
এরই পাশাপাশি দিলীপ ঘোষ এদিন বিজেপি বিধায়কদের নিজ-নিজ এলাকায় আরও বেশি সক্রিয়ভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন। নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতেও আরো কী কী করা যেতে পারে সে বিষয়েও দলের বিধায়কদের 'টিপস' দিয়েছেন দিলীপ।
আরও পড়ুন- Humayun Kabir: শুভেন্দুকে 'গরমাগরম' হুমকি! শোভনদেব ডেকে কী বললেন? কথা সেরেই নিজের অবস্থান ব্যাখ্যা হুমায়ুনের