Dilip Ghosh: 'খাইতাসি, যাইতাসি তো আমরা বলি না', বাংলা-বাংলাদেশি ভাষা বিতর্কে মুখ খুললেন দিলীপ

Dilip Ghosh statement on language: ফের চর্চায় বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিল্লি পুলিশের একটি চিঠিকে কেন্দ্র করে বাংলা ও বাংলাদেশি ভাষা নিয়ে বিতর্কের সূত্রপাত। সেই ইস্যুতেই মুখ খুললেন বিজেপি নেতা।

Dilip Ghosh statement on language: ফের চর্চায় বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিল্লি পুলিশের একটি চিঠিকে কেন্দ্র করে বাংলা ও বাংলাদেশি ভাষা নিয়ে বিতর্কের সূত্রপাত। সেই ইস্যুতেই মুখ খুললেন বিজেপি নেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
Dilip ghosh, digha jagannath temple, bjp, tmc,Mamata Banerjee,দিলীপ ঘোষ, তৃণমূল,বিজেপি

Dilip Ghosh: বিজেপি নেতা দিলীপ ঘোষ।

Dilip Ghosh:আবারও দিলীপ ঘোষের মন্তব্য জোর চর্চায়। বাংলা এবং বাংলাদেশি ভাষা নিয়ে বিতর্কে এবার দিল্লি পুলিশের পাশেই দাঁড়ালেন প্রাক্তন BJP রাজ্য সভাপতি। তবে এতেও বিতর্ক থামছে না। দিল্লি পুলিশের বিরুদ্ধে এই ইস্যুতে লাগাতার সামালেচানার পথে হাঁটছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। 

Advertisment

দিলীপ ঘোষের কথায়, "বিদেশের রেডিও-য় যেসব ভাষার অনুষ্ঠান হয় তার মধ্যে বাংলাদেশের ভাষাকেই বাংলা ভাষা হিসেবে ধরা হয়, পশ্চিমবঙ্গের ভাষা বলে ধরা হয় না। যেখানে যেখানে বাংলাদেশি, রোহিঙ্গারা ধরা পড়ছে তাদের ভাষার সঙ্গে আমার ভাষার মিল নেই। পশ্চিমবঙ্গের বাঙালিরা যে ভাষায় কথা বলে, বাংলাদেশের লোকজনের ভাষা অন্য। খাইতাসি, যাইতাসি তো আমরা বলি না। দিল্লি পুলিশের মনে হয়েছে, যে এটা বাংলাদেশি ভাষা। এতে আপত্তির কী আছে। তৃণমূল বাঙালি ও বাংলাদেশিদের গুলি দিচ্ছে বারবার! বরং এবার পরিষ্কার হয়ে যাবে কোনটা কোন ভাষা।"

উল্লেখ্য, সম্প্রতি দিল্লির লোদি কলোনি থানার পুলিশ আধিকারিক একটি চিঠি পাঠিয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের দিল্লির বঙ্গভবনের অফিসার ইনচার্জকে। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল, ওই চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশিদের ভাষা বলে চিহ্নিত করেছিল দিল্লি পুলিশ। চিঠির বিষয়টি প্রকাশ্যে আসার পরেই তুমুল বিতর্ক তৈরি হয়। অমিত শাহের নেতৃত্বাধীন দিল্লি পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল। 

Advertisment

আরও পড়ুন- West Bengal News live updates:বাংলাদেশি মডেল শান্তা পালকে জেরায় বিস্ফোরক তথ্য! নৈহাটি থেকে পুলিশের জালে কে?

ফের একবার বাংলা বললেই বাংলাদেশি তকমা বা বিজেপি শাসিত রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গের বাঙালিদের ওপর চূড়ান্ত হেনস্থার অভিযোগ তুলে সরব হয় তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স পোস্টে বাংলা ভাষাকে বিদেশি ভাষা বলে অপমান করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন। 

আরও পড়ুন-Adhir Chowdhury:SIR নিয়ে সরব অধীর চৌধুরী, বাংলার কংগ্রেস কর্মীদের কী বার্তা প্রাক্তন প্রদেশ সভাপতির?

এক্স পোস্টে অভিষেক লিখেছেন, "এটা বিজেপির পরিকল্পিত একটা প্রচেষ্টা। পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করা আমাদের সাংস্কৃতিক পরিচয়কে খাটো করা এবং রাজনীতির স্বার্থে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বলে দেখানো।" তবে বাংলাদেশি বা বাংলা ভাষা ইস্যুতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস বিজেপিকে বা অমিত শাহের দিল্লি পুলিশকে তুলোধনা করলেও এই ইস্যুতে দিল্লি পুলিশের পাশেই দাঁড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

আরও পড়ুন-Manindra Barman:মমতাকে বিঁধে গান গেয়ে রাজরোষে লোকশিল্পী মণীন্দ্র বর্মন, পাশে দাঁড়ালেন শুভেন্দু

Bangladesh dilip ghosh bengali culture