Dilip Ghosh: ফের ময়দানে দিলীপ ঘোষ, প্রাক্তন সাংসদের দুরন্ত সক্রিয়তায় BJP-র অন্দরেই হইচই!

West Bengal BJP: ফের ময়দানে দিলীপ ঘোষ! বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে দিলীপ ঘোষকে নিয়ে জোরদার চর্চা। নয়া তৎপরতায় দলের অনেকেও বেশ তাজ্জব। তবে কি নেপথ্যে শমীকের 'মাস্টারপ্ল্যান'?

West Bengal BJP: ফের ময়দানে দিলীপ ঘোষ! বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে দিলীপ ঘোষকে নিয়ে জোরদার চর্চা। নয়া তৎপরতায় দলের অনেকেও বেশ তাজ্জব। তবে কি নেপথ্যে শমীকের 'মাস্টারপ্ল্যান'?

author-image
IE Bangla Web Desk
New Update
Dilip Ghosh comeback,  Shamik Bhattacharya BJP,  West Bengal BJP politics,  Dilip Ghosh news,  BJP internal politics Bengal,  Vijay Sammelan Kolkata,  BJP West Bengal updates,  Dilip Ghosh active again,  Trinamool reaction Dilip Ghosh  ,Bengal politics 2025,দিলীপ ঘোষ,  শমীক ভট্টাচার্য,  বিজেপি রাজনীতি  ,দিলীপ ঘোষের প্রত্যাবর্তন,  বিজেপির অন্দরের রাজনীতি,  কলকাতায় বিজয় সম্মেলন  ,তৃণমূলের কটাক্ষ  ,বিজেপি আপডেট  ,পশ্চিমবঙ্গ রাজনীতি  ,দিলীপ ঘোষ খবর

Dilip Ghosh: বিজেপি নেতা দিলীপ ঘোষ।

Dilip Ghosh-Bjp: রাজ্যের রাজনীতিতে নতুন করে চর্চায় উঠে এসেছেন BJP-র বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ। প্রশ্ন উঠছে — শমীক ভট্টাচার্যের নেতৃত্বে কি আবারও দলে পূর্ণমাত্রায় সক্রিয় হতে চলেছেন দিলীপবাবু? আসন্ন নির্বাচনের আগে তাঁর পুনরায় মাঠে নামা ঘিরে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Advertisment

মুরলীধর লেনে বিজয়া সম্মিলনীর আয়োজন:

শনিবার কলকাতার মুরলীধর লেনের বিজেপির পুরনো অফিসে অনুষ্ঠিত হবে বিজয়া সম্মীলনী। আর এই অনুষ্ঠানের আয়োজক স্বয়ং দিলীপ ঘোষ। ফলে প্রশ্ন উঠছে, ফের কি দলে তাঁর পুরনো সময় ফিরে আসছে?

 সূত্রের খবর, ওই অনুষ্ঠানে BJP রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, রাহুল সিনহা সহ দলের একাধিক বর্ষীয়ান নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজনৈতিক মহলের ধারণা, দলের ভেতরে সমীর ভট্টাচার্যের কৌশলগত তৎপরতা দিলীপ ঘোষকে নতুন করে সক্রিয় করে তুলছে।

Advertisment

আরও পড়ুন- West Bengal news live updates:SIR আতঙ্কে আত্মহত্যা! বারাকপুরে গৃহবধূর মৃত্যুতে তুমুল চাঞ্চল্য, গ্রেফতার শ্বশুর-শাশুড়ি

বিজেপির অন্দরে আত্মবিশ্বাসের সুর:

বিজেপি নেতা দেবজিৎ সরকার বলেন, “দিলীপ দা একসময় দলের কর্ণধার ছিলেন। তিনি এখনও দলের অন্যতম মুখ। তাঁকে নিয়ে যত জল্পনা তৈরি হয়েছিল, তার বড় অংশই ছিল বানানো। দিলীপ দা কখনওই দলের বাইরে ছিলেন না। তিনি আছেন, ছিলেন, থাকবেন।” দেবজিতের এই মন্তব্যে স্পষ্ট, বিজেপির ভেতরে দিলীপ ঘোষের পুনরায় গুরুত্বপূর্ণ ভূমিকায় ফেরার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন- LPG price:মাস পয়লায় বাম্পার সুখবর! হু হু করে কমল রান্নার গ্যাসের দাম

তৃণমূলের কটাক্ষ:

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস অবশ্য এই ঘটনাকে কটাক্ষের চোখে দেখছে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “দিলীপ ঘোষ সবসময় মিডিয়ার নজরে থাকতে ভালোবাসেন। মিডিয়াও তাঁকে ব্যবহার করে। বিজেপি এখন অনেকটাই তাঁকে কোণঠাসা করে রেখেছে। তাঁর ফের সক্রিয় হওয়া দলের একাংশের জন্য অস্বস্তির কারণ হতে পারে।”

আরও পড়ুন- West Bengal weather update :আপাতত বৃষ্টি থামছে না! আবহাওয়ার উন্নতি কবে? শীতের টাটকা আপডেট জানুন এখনই

এই বিষয়টি নিয়ে আলোচনা যাই হোক, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির অভ্যন্তরে দিলীপ ঘোষের পুনরুত্থান কি দলের সংগঠনে নতুন সমীকরণ তৈরি করবে? নাকি এটি শুধুই একটি রাজনৈতিক বার্তা — তা জানতে এখন নজর রাজনৈতিক মহলের।

Latest news west bengal latest news dilip ghosh kolkata news bjp