/indian-express-bangla/media/media_files/2025/07/27/rain-to-stay-in-bengal-till-july-31-2025-07-27-08-35-04.jpg)
Kolkata Weather Today: আজ কলকাতা শহরেও ঝেঁপে বৃষ্টি।
Kolkata Weather Today: ঘূর্ণিঝড় মন্থা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলের পরিণত হয়েছে। তারই জেরে আপাতত আগামীকাল অর্থাৎ রবিবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আজ শনিবার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির দাপট থাকবে আগামীকালও। কবে থেকে আবহাওয়ার উন্নতি? ঠান্ডা পড়বে কবে থেকে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলার কিছু অংশে।
আরও পড়ুন- প্রখ্যাত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হলেন মন্ত্রী, শাসকদলের 'রাজনৈতিক চাল', বলছে বিরোধীরা
কলকাতার ওয়েদার আপডেট
আগামী কয়েক দিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে কলকাতা শহরে এখনই ভারী বৃষ্টি কোনও সম্ভাবনা নেই। জানা গিয়েছে, আগামী কয়েক দিন কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রাও বিশেষ ওঠানামা করবে না।
আরও পড়ুন-Murshidabad News: ওষুধের বদলে গিলে ফেললেন বোতলের ছিপি! বৃদ্ধকে মুত্যুর মুখ থেকে ফেরালেন চিকিৎসক
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট জারি থাকবে। আজ শনিবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিংম্পঙের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুধু দুই পার্বত্য জেলাই নয়, এরই পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার বেশ কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজ।
আরও পড়ুন-SIR ইস্যুতে দুরন্ত মোড়! কলকাতা হাইকোর্টে মামলা, সরগরম রাজ্য রাজনীতি
বৃষ্টির দাপট দেখা যেতে পারে দুই দিনাজপুর এবং মালদা জেলাতেও। আগামীকাল অর্থাৎ রবিবারেও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির জোরালো দাপট থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আগামী সপ্তাহের শুরু থেকে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার উন্নতি সম্ভাবনা রয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us