/indian-express-bangla/media/media_files/2025/07/20/tmc-rally-slogan-against-ex-panchayat-chief-ausgram-video-viral-2025-07-20-21-11-49.jpg)
News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata News Updates: রাজ্যে ভোটার তালিকা সংশোধন (SIR) নিয়ে উত্তেজনা চরমে । উত্তর ২৪ পরগনা, নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকাগুলিতে ছড়িয়ে পড়েছে আতঙ্ক, ক্ষোভ ও অনিশ্চয়তা। বিশেষত মতুয়া সম্প্রদায়ের মধ্যে SIR নিয়ে দেখা দিয়েছে গভীর উদ্বেগ। নির্বাচন কমিশনের উদ্যোগে ২০০২ সালের পর প্রথমবারের মতো ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision) চালু হচ্ছে। এই প্রক্রিয়ায় মৃত বা অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। যাঁরা ২০০২ সালের ভোটার তালিকায় নেই, তাঁদের এখন নাগরিকত্ব প্রমাণের নথি জমা দিতে হবে।
বাংলাদেশ থেকে দশকের পর দশক ধরে সীমান্ত পেরিয়ে আসা বহু মতুয়া শরণার্থী যথাযথ নথিপত্র না থাকায় এখন ভোটাধিকার হারানোর আশঙ্কায়। এই পরিস্থিতিতে কেন্দ্রকে নিশানা করে SIR ইস্যুতে আমরণ অনশনের হুঙ্কার মমতাবালা ঠাকুরের।
মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ মমতাবালা ঠাকুর এদিন সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে করে আমরণ অনশনের ঘোষণা করেন।
যদিও বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মতুয়াদের আশ্বস্ত করে বলেছেন, “নাম বাদ গেলেও চিন্তার কিছু নেই। সিএএ আইনের মাধ্যমে যাদের নাম বাদ যাবে তাঁরা সকলেই নাগরিকত্ব পাবেন।” কিন্তু তাঁর এই বক্তব্যে আশ্বস্ত হয়নি মতুয়া সম্প্রদায়। বরং ক্ষোভ আরও বেড়েছে।
এদিকে তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতাবালা ঠাকুর জানিয়েছেন, “এসআইআরের কারণে যাঁরা ২০০২ সালের পর এসেছেন, তাঁদের অনেকেরই নাম বাদ যাবে। এদের বেশিরভাগই মতুয়া সম্প্রদায়ের। তাই আমরা আন্দোলনে নামছি।” ঠাকুরনগরে সাংবাদিক সম্মেলন করে তিনি ঘোষণা করেন, আগামী ৫ নভেম্বর থেকে ঠাকুরনগরের বড়মা বীণাপাণি দেবীর ঘরের সামনে আমরণ অনশন শুরু করবেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদস্যরা। নেতৃত্বে থাকবেন স্বয়ং মমতাবালা।
রাজ্যে চলমান SIR (Special Intensive Revision) বা ভোটার তালিকা বিশেষ নিবিড় সমীক্ষা ঘিরে ফের বিতর্ক। এবার সেই আতঙ্কেই আত্মহত্যার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার বারাকপুরে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
গৃহবধূর আত্মহত্যা ঘিরে তোলপাড় বারাকপুর
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম কাকলি সরকার। প্রায় ১৫ বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন তিনি। পরিবারের অভিযোগ, সাম্প্রতিককালে SIR নিয়ে আতঙ্কে ভুগছিলেন কাকলি দেবী। নাম ভোটার তালিকায় থাকবে কি না, সেই ভয়েই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।
সেই আতঙ্ক থেকেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের সদস্যদের। ইতিমধ্যেই পুলিশ কাকলি দেবীর শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে। তবে মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
SIR ইস্যুতে রাজনৈতিক তরজা তুঙ্গে, অভিষেককে নিশানা দিলীপ ঘোষের
আরও পড়ুন- West Bengal weather update :আপাতত বৃষ্টি থামছে না! আবহাওয়ার উন্নতি কবে? শীতের টাটকা আপডেট জানুন এখনই
SIR ইস্যুতে ফের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া। BJP নেতা দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় অজুহাত দেখিয়ে হিরো হতে চাইছেন। তিনি বলছেন, SIR হতে দেবেন না, কিন্তু তাঁর দলই নির্বাচন কমিশনে BLA-দের তালিকা পাঠাচ্ছে।” তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েই শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক বাকযুদ্ধ।
আরও পড়ুন-Murshidabad News: ওষুধের বদলে গিলে ফেললেন বোতলের ছিপি! বৃদ্ধকে মুত্যুর মুখ থেকে ফেরালেন চিকিৎসক
শিক্ষকদের BLO বানানো নিয়ে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
অন্যদিকে, SIR পর্বে বিএলও নিয়োগ নিয়ে সরব হলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি অভিযোগ করেন, “নির্বাচন কমিশন শিক্ষকদের বিএলও বানাতে চাইছে, অথচ শিক্ষা দফতরকে কোনও আনুষ্ঠানিক চিঠি দেয়নি।” শিক্ষামন্ত্রী প্রশ্ন তোলেন, এক সরকারি সংস্থা যদি অন্য একটি সরকারি সংস্থার সহযোগিতা চায়, তবে কেন সরাসরি দফতরকে জানানো হবে না? এই প্রসঙ্গে তিনি কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
- Nov 01, 2025 16:47 IST
Kolkata News Live Updates:SIR ইস্যুতে হুংকার শুভেন্দুর
ফের SIR এর পক্ষে সওয়াল করে রাজ্যের শাসকদলকে একহাত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেই সঙ্গে অবৈধভাবে বিশেষ করে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে যে বা যারা বসবাস করছেন তাঁদের বেনজির হুঁশিয়ারি দিয়ে রাখলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। এরই পাশাপাশি BLO-দের সুরক্ষা নিয়েও মুখ খুলেছেন বিজেপি নেতা।
বিস্তারিত পড়ুন- Suvendu Adhikari:'বাংলাদেশি মুসলমান তাড়াতাড়ি বাংলা ছাড়ো, পালাও!', SIR ইস্যুতে হুংকার শুভেন্দুর
- Nov 01, 2025 16:05 IST
West Bengal News Live:স্বচ্ছ ভোটার তালিকা নাগরিকের অধিকার:শমীক
শমীক ভট্টাচার্য বলেন, "ভারতবর্ষের নিয়ম খুব পরিষ্কার—নাগরিক হলেই ভোটার হওয়া যায়। নাগরিক বৃদ্ধির হার কমলে ভোটার তালিকা এমন দ্রুত বাড়ার কথা নয়। তাহলে স্বাভাবিকভাবে মানুষের প্রশ্ন— এই অতিরিক্ত ভোটার এল কোথা থেকে? সাধারণ মানুষের অভিযোগ মৃত মানুষের নাম জীবিত রাখা,ডুপ্লিকেট নাম তোলা, বেআইনি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম একাধিক ঠিকানায় যোগ করা। যদি এগুলো সত্যও হয়—তাহলে এটা শুধু রাজনৈতিক সমস্যা নয়, এটা গণতন্ত্রের জন্য চ্যালেঞ্জ। কারণ জাল ভোট যখন সত্যিকারের ভোটকে ঢেকে দেয়, তখন মানুষের ভোটাধিকার আর গণতন্ত্র—দুটোই উপহাসে পরিণত হয়। স্বচ্ছ ভোটার তালিকা কোনো দলের দাবি নয়, এটা প্রতিটি নাগরিকের অধিকার।"
- Nov 01, 2025 16:04 IST
WB News Live Updates:বাংলাদেশে গত ২০ বছরে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা কমেছে:শমীক
BJP রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "বাংলাদেশে ২০০১ সালে হিন্দু জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার প্রায় ৯.২% সর্বশেষ ২০২২ সালের সেনসাস অনুযায়ী তা দাঁড়িয়েছে ৭.৯৫% অর্থাৎ বাংলাদেশে গত ২০ বছরে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা কমেছে।"
- Nov 01, 2025 16:04 IST
WB News Live:ভোটার–বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধিকেও ছাড়িয়ে গেছে:শমীক
BJP সাংসদ শমীক ভট্টাচার্যের দাবি, ২০০১ সালে পশ্চিমবঙ্গের জনসংখ্যা ছিল ৮.০২ কোটি।২০২৫ সালে দাঁড়িয়েছে প্রায় ১০.৫৬ কোটি—মোট বৃদ্ধি ২.৫৪ কোটি (৩১.৭%)।কিন্তু ভোটার তালিকা বলছে অন্য গল্প ২০০২ সালে ভোটার ছিল প্রায় ৪.৫৮ কোটি,২০২৫ সালে হয়েছে ৭.৬৪ কোটি—বৃদ্ধি ৩.০৬ কোটি (৬৭%)।অর্থাৎ ভোটার–বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধিকেও ছাড়িয়ে গেছে।
- Nov 01, 2025 16:00 IST
Kolkata News Live:ক্ষোভের আগুন নজরুল মঞ্চে
শনিবার কলকাতার নজরুল মঞ্চে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত প্রশিক্ষণ চলাকালীন চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। নির্বাচন কমিশনের উদ্যোগে এদিন কলকাতা ও পার্শ্ববর্তী জেলার বি.এল.ও. (Booth Level Officer) দের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। রাজ্যে এস.আই.আর. (Special Summary Revision) ঘোষণা হওয়ার পর এই প্রশিক্ষণ ছিল বাধ্যতামূলক। কিন্তু প্রশিক্ষণ চলাকালীনই বি.এল.ও. দের একাংশ, যাঁদের অধিকাংশই স্কুলের শিক্ষক-শিক্ষিকা, প্রবল ক্ষোভে ফেটে পড়েন।
বিস্তারিত পড়ুন- Kolkata News:‘হাজিরা নেই, মর্যাদাও নেই’, SIR নিয়ে BLO-দের প্রশিক্ষণে ক্ষোভের আগুন নজরুল মঞ্চে
- Nov 01, 2025 14:09 IST
Kolkata News Live Updates:ভক্তদের ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল!
শনিবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলম জেলার কাশিবুগ্গা এলাকায় অবস্থিত ভেঙ্কটেশ্বর মন্দিরে ভয়াবহ পদদলনের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। আরও বহু ভক্ত আহত হয়েছেন বলে জানা গেছে।
বিস্তারিত পড়ুন-Venkateswara Temple stampede:ভক্তদের ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল! অন্ধ্রের ভেঙ্কটেশ্বর মন্দিরে মর্মান্তিক দুর্ঘটনায় স্তম্ভিত দেশ!
- Nov 01, 2025 13:09 IST
Kolkata News Live:ভক্তের বিপুল ভিড়ে পদপিষ্ট ,পরপর মৃত্যু!
শনিবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলম জেলার কাশিবুগ্গা এলাকার ভেঙ্কটেশ্বর মন্দিরে এক পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় একাধিক ভক্তের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং বহু মানুষ আহত হয়েছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, “এই মর্মান্তিক ঘটনায় ভক্তদের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমি মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছি।” তিনি আরও জানান, স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও গণপ্রতিনিধিদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে।প্রশাসন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার কারণ তদন্তে নেমেছে পুলিশ।
বিস্তারিত পড়ুন- Venkateswara Temple stampede:ভক্তের বিপুল ভিড়ে পদপিষ্ট পরপর মৃত্যু! অন্ধ্রের ভেঙ্কটেশ্বর মন্দিরে মর্মান্তিক দুর্ঘটনা
- Nov 01, 2025 12:42 IST
WB News Live Updates:সাংসদ-BDO তুমুল বচসা
আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গার সঙ্গে মাদারিহাটের বিডিও-র তুমুল বাকযুদ্ধের ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ভিডিও-য় সাংসদকে আঙুল উঁচিয়ে শাসানি দিতে দেখা গিয়েছে। সংসদের এমন রণংদেহি মূর্তি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। শ্রমিকদের সরকারি সাহায্য না পাওয়ার অভিযোগে ক্ষুব্ধ সাংসদ মনোজ টিগ্গা। বিডিও তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন বলে অভিযোগ আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গার।
- Nov 01, 2025 11:47 IST
West Bengal News Live Updates: ফের সক্রিয় দিলীপ ঘোষ
রাজ্যের রাজনীতিতে নতুন করে চর্চায় উঠে এসেছেন BJP-র বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ। প্রশ্ন উঠছে — শমীক ভট্টাচার্যের নেতৃত্বে কি আবারও দলে পূর্ণমাত্রায় সক্রিয় হতে চলেছেন দিলীপবাবু? আসন্ন নির্বাচনের আগে তাঁর পুনরায় মাঠে নামা ঘিরে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
বিস্তারিত পড়ুন- Dilip Ghosh: ফের মাঠে নামছেন দিলীপ ঘোষ?, প্রাক্তন সাংসদের দুরন্ত সক্রিয়তায় BJP-র অন্দরেই হইচই!
- Nov 01, 2025 11:07 IST
Kolkata News Live:ব্যাংক গ্রাহকদের জন্য বড় খবর!
আজ অর্থাৎ শনিবার ১ নভেম্বর ২০২৫ থেকে দেশের ব্যাংকিং, আধার, পেনশন এবং GST ব্যবস্থায় একাধিক নতুন নিয়ম কার্যকর করা হল। এই পরিবর্তনগুলির প্রভাব পড়বে সাধারণ নাগরিকের ব্যাংকিং পরিষেবা, সরকারি সুবিধা গ্রহণ, এমনকী কর জমা দেওয়ার প্রক্রিয়াতেও।
বিস্তারিত পড়ুন- Banking rules change:ব্যাংক গ্রাহকদের জন্য বড় খবর! আজ থেকেই চালু নতুন নিয়ম, জানলে চমকে যাবেন!
- Nov 01, 2025 11:00 IST
Kolkata News Live:প্রখ্যাত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হলেন মন্ত্রী
প্রাক্তন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহাম্মদ আজহারউদ্দিন শুক্রবার তেলেঙ্গানার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। রাজভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা আজহারউদ্দিনকে শপথ গ্রহণ করিয়েছেন। মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি আজহারউদ্দিনকে মন্ত্রিত্বের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর অন্তর্ভুক্তি রাজ্যের জন্য একটি “গর্বের মুহূর্ত”।
বিস্তারিত পড়ুন- প্রখ্যাত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হলেন মন্ত্রী, শাসকদলের 'রাজনৈতিক চাল', বলছে বিরোধীরা
- Nov 01, 2025 10:58 IST
Bengal News Live Updates:কমল রান্নার গ্যাসের দাম
নভেম্বর মাসের শুরুতেই দারুণ খবর। ফের কমল রান্নার গ্যাসের দাম। আজ ১ নভেম্বর থেকে রান্নার গ্যাসের দাম কমালো দেশের তেল সংস্থাগুলি। আজ থেকেই নতুন দাম কার্যকর হবে। আজ ১ নভেম্বর থেকে ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম কমানো হয়েছে।
বিস্তারিত পড়ুন- LPG price:মাস পয়লায় বাম্পার সুখবর! হু হু করে কমল রান্নার গ্যাসের দাম
- Nov 01, 2025 10:55 IST
WB News Live Updates:আপাতত বৃষ্টি থামছে না!
ঘূর্ণিঝড় মন্থা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলের পরিণত হয়েছে। তারই জেরে আপাতত আগামীকাল অর্থাৎ রবিবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আজ শনিবার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির দাপট থাকবে আগামীকালও। কবে থেকে আবহাওয়ার উন্নতি? ঠান্ডা পড়বে কবে থেকে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।
বিস্তারিত পড়ুন- West Bengal weather update :আপাতত বৃষ্টি থামছে না! আবহাওয়ার উন্নতি কবে? শীতের টাটকা আপডেট জানুন এখনই
- Nov 01, 2025 10:52 IST
West Bengal News Live Updates:ওষুধের বদলে গিলে ফেললেন বোতলের ছিপি!
অবিশ্বাস্য কিন্তু সত্যি! ওষুধ খেতে গিয়ে গলায় আটকে গেল প্লাস্টিক বোতলের ছিপি। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের চাঁদপুর এলাকায়। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন এক ৬৫ বছর বয়সী ব্যক্তি।
বিস্তারিত পড়ুন- Murshidabad News: ওষুধের বদলে গিলে ফেললেন বোতলের ছিপি! বৃদ্ধকে মুত্যুর মুখ থেকে ফেরালেন চিকিৎসক
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us