Dilip Ghosh: 'বাংলাদেশ থেকে জঙ্গিরা ঢুকে মন্দির ভাঙছে, অত্যাচার করছে', মুর্শিদাবাদ-কাণ্ডে বিস্ফোরক দিলীপ

Mamata Banerjee-Dilip Ghosh: ওয়াকফ সংশোধনী আইন নিয়ে রাজ্যের দিকে দিকে প্রতিবাদের আগুন জ্বলেছে। এই ইস্যুতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনায় দিলীপ ঘোষ।

Mamata Banerjee-Dilip Ghosh: ওয়াকফ সংশোধনী আইন নিয়ে রাজ্যের দিকে দিকে প্রতিবাদের আগুন জ্বলেছে। এই ইস্যুতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনায় দিলীপ ঘোষ।

author-image
Joyprakash Das
আপডেট করা হয়েছে
New Update
dilip ghosh starts again focusing on bengal bjp organisations

Dilip Ghosh: বিজেপি নেতা দিলীপ ঘোষ।

Dilip Ghosh slams Mamata Banerjee over Murshidabad communal clashes: ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে রাজ্যের একাধিক জেলায় ছড়িয়েছে প্রতিবাদের আগুন। বিশেষ করে মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় ওয়াকফ আইন (waqf amendment act) ইস্যুতে প্রতিবাদের নামে সাম্প্রদায়িক সংঘর্ষের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে এবার ভয়ঙ্কর অভিযোগ তুললেন BJP নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 'বাংলাদেশ থেকে জঙ্গিরা ঢুকে মন্দির ভাঙছে-অত্যাচার চালাচ্ছে', মুর্শিদাবাদ-কাণ্ডে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন BJP সাংসদের। এরই পাশাপাশি রাজ্যের একাধিক জেলায় আইনশৃঙ্খলার অবনতি নিয়ে আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তুলেছেন দিলীপ ঘোষ।

Advertisment

মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপ ঘোষের : 

"উনি অনেক কিছুই বলেন। কিছু বোকা লোককে বারবার বোকা বানান। আমরা নোটবন্দি হতে দেব না, CAA লাগু হতে দেব না। তিন তালাক লাগু হতে দেব না। এরকম অনেক কিছু বলেছেন। ওনার পার্টিতে ওনার কথা শোনে না। এই উগ্রপন্থীদের বাংলাদেশ থেকে ঢুকিয়ে এখানে লুঠপাট চালানো হচ্ছে। সুযোগ পেলেই হিন্দুদের সম্পত্তি নষ্ট করছে মন্দির ভাঙছে, মহিলাদের ওপর অত্যাচার করছে, এই জিনিস যদি চলতে থাকে তাহলে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে।"

দেশভাগের থেকেও এই পরিস্থিতি ভয়াবহ: দিলীপ

Advertisment

দিলীপ ঘোষের কথায়, "কাশ্মীরে হয়েছিল। ওরা উদ্বাস্তু হয়েছিল। প্যালেস্তাইন, সিরিয়াতে হয়েছে। আজ কাশ্মীরের লোক আবার কাশ্মীরে ফিরছে। আর পশ্চিমবঙ্গের লোক এক জেলা থেকে অন্য জেলায় এমনকী অন্য রাজ্যে পালাচ্ছে। ২০২১ সালের ভোটের পর এই ছবি দেখেছি। এখন আবার এই ছবি দেখছি। দেশভাগের থেকেও এই পরিস্থিতি ভয়াবহ। বাংলাদেশ থেকে হিন্দুরা ভারতে পালিয়ে আসছে। আর মুর্শিদাবাদ থেকে হিন্দুরা অত্যাচারে পালিয়ে যাচ্ছে। ভারতে এটা কল্পনা করা যায়না। তাহলে কি ভারতে সর্বত্র সংবিধান চলে না? সুপ্রিম কোর্ট চলে না? কেন্দ্র সরকার চলে না?"

আরও পড়ুন- West Bengal News Live: মুর্শিদাবাদে অ্যাকশনে 'সেন্ট্রাল ফোর্স'! অশান্তিবাজদের কব্জায় আনতে দুরন্ত তৎপরতা

 মুর্শিদাবাদ থেকে হিন্দুরা অত্যাচারে পালিয়ে যাচ্ছে: দিলীপ

"কাশ্মীরে হয়েছিল। ওরা উদ্বাস্তু হয়েছিল। প্যালেস্তাইন, সিরিয়াতে হয়েছে। আজ কাশ্মীরের লোক আবার কাশ্মীরে ফিরছে। আর পশ্চিমবঙ্গের লোক এক জেলা থেকে অন্য জেলায় এমনকী অন্য রাজ্যে পালাচ্ছে। ২০২১ সালের ভোটের পর এই ছবি দেখেছি। এখন আবার এই ছবি দেখছি। দেশ ভাগের থেকেও এই পরিস্থিতি ভয়াবহ। বাংলাদেশ থেকে হিন্দুরা ভারতে পালিয়ে আসছে। আর মুর্শিদাবাদ থেকে হিন্দুরা অত্যাচারে পালিয়ে যাচ্ছে। ভারতে এটা কল্পনা করা যায় না। তাহলে কি ভারতে সর্বত্র সংবিধান চলে না? সুপ্রিম কোর্ট চলে না? কেন্দ্র সরকার চলেনা?"

আরও পড়ুন- Kolkata Weather Today:সপ্তাহের শুরুতেই ঝড়-জলের সম্ভাবনা! মুষলধারে বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?

dilip ghosh CM Mamata banerjee news of west bengal Bengali News Today