Baruipur News: 'ডাক্তারি ছেড়ে মারপিট করব? লাঠিখেলা শিখব?', মাতালদের দৌরাত্ম্যে প্রশ্ন অতিষ্ট চিকিৎসকদের!

Baruipur News: তৃণমূল বিধায়কের নাম করে রাতে সরকারি হাসপাতালে ঢুকে চিকিৎসক থেকে শুরু করে নার্সকে হুমকি, শাসানি যুবকের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Baruipur News: তৃণমূল বিধায়কের নাম করে রাতে সরকারি হাসপাতালে ঢুকে চিকিৎসক থেকে শুরু করে নার্সকে হুমকি, শাসানি যুবকের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

author-image
Mina Mondal
New Update
west bengal news,baruipur news,police,পশ্চিমবহ্গের খবর,বারুইপুরের খবর,বারুইপুর হাসপাতাল,baruipur hospital

Baruipur News: ছবির ডানদিকে, পুলিশকে হুমকি সেই মত্ত যুবকের। বাঁদিকে বারুইপুর হাসপাতালে ঘটনার তদন্তে পুলিশ।

Baruipur News: আবারও মত্ত অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে এক যুবকের 'বেয়াদপি'। চিকিৎসা করানোর নাম করে চিকিৎসক ও নার্সদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ। এক্সরে বিভাগে গিয়েও চোখ রাঙানি যুবকের। মঙ্গলবার রাতে হাসপাতালে ঢুকে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের রীতিমতো ধমক দেওয়া শুরু করে ওই মদ্যপ যুবকক। নিজেকে বারুইপুর পশ্চিমের তৃণমূল বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে দাবি করে ওই যুবক। বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদারেরও নাম করে পুলিশকে হুমকি দেয় ওই যুবক। এমনকী পুলিশের চাকরি কেড়ে নেওয়ারও হুঁশিয়ারি শোনা গিয়েছে যুবকের মুখে।

Advertisment

এর আগেও বারুইপুর হাসপাতালে মদ্যপের বেয়াদপিতে চিকিৎসক থেকে শুরু করে নার্সরা নানা অভিযোগ এনেছেন। এবার ফের একবার দক্ষিণ ২৪ পরগনার এই হাসপাতালে মত্ত যুবকের দাপাদাপি। পুলিশ বাধা দিলে তাদের উপরেও চড়াও হয় ওই যুবক। মদ্যপ যুবকের দৌরাত্ম্যে রীতিমতো আতঙ্কে হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে নার্ররা। অবিলম্বে পুলিশের কাছে রাতে হাসপাতালে নজরদারি বাড়ানোর আবেদন জানিয়েছেন তাঁরা। 

জানা গিয়েছে, অনীক দাস নামে ওই যুবকের বাড়ি সোনারপুরে। তার নামে ইতিমধ্যেই বারুইপুর হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় ও বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার পুলিশকে তদন্ত করে ওই যুবকের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিতে বলেছেন। তবে হাসপাতালের চিকিৎসকরা রীতিমতো আতঙ্কে রয়েছেন। 

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live: দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন কবে, দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন- Bangladeshi Vessels: জলসীমান্তে নজরদারি বাড়াতেই দুটি বাংলাদেশি ট্রলার আটক, উপকূলরক্ষী বাহিনীর হাতে ধৃত ৭৮

আরও পড়ুন- Mayapur-Nabadwip: মায়াপুর, নবদ্বীপ বেড়ানো এবার আরও সহজ, শীঘ্রই খুলছে নয়া রুট

বারুইপুর হাসপাতালের অতিরিক্ত সুপার চিকিৎসক মানস গুপ্ত বলেন, "মত্ত অবস্থায় এসে ডাক্তারদের উপর হামলা করছে। এভাবে চলতে থাকলে রাতে ডাক্তাররা ডিউটি করতে চাইবেন না। অন্য সময়েও ডিউটি করতে চাইবেন না। আমরা সারারাত জেগে বসে থেকে রোগীর পরিষেবা দিই। এভাবে লোকজন এসে হাসপাতালে ঝামেলা করলে আমরা তো পরিষেবা দিতেই পারব না। মহিলা চিকিৎসকরা নাইট ডিউটি করলে তো ওরা আরও ভয় পাবে। আমরা তো আর অস্ত্র ধরতে জানি না। আমরা কি মারপিট করব এবার? লাঠিখেলা শিখতে হবে আমাদের?"

Bangla News Bengali News Today news in west bengal news of west bengal Baruipur News