indian coast guard apprehends 2 bangladeshi fishing vessels: ৭৮ জন মৎস্যজীবী-সহ দুটি বাংলাদেশি মাছ ধরার ট্রলার আটক করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। আন্তর্জাতিক জল সীমান্ত পেরিয়ে ভারতের দিকে ঢুকে পড়েছিল বাংলাদেশের এই দুটি ট্রলার। উপকূল রক্ষী বাহিনীর নজরে পড়তেই তারা দুটি ট্রলারকে আটক করে। সেই সঙ্গে আটক করা হয়েছে দুটি ট্রলারে থাকা ৭৮ জন মৎস্যজীবীকে।
বাংলাদেশে অশান্ত পরিস্থিতির জেরে স্থলপথ সীমান্তে নজরদারি বাড়িয়েছে BSF। বিশেষ করে কাঁটাতারহীন সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। বাংলাদেশের অস্থির পরিবেশের সুযোগ নিয়ে যাতে কোনওভাবে ভারতীয় সীমান্ত দিয়ে অনুপ্রবেশ না ঘটে সেব্যাপারে সতর্ক সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। ঠিক তেমনই জলপথেও চলছে কড়া নজরদারি। অনুপ্রবেশ রুখতে খোদ স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ মহল থেকে বিশেষ নির্দেশ গিয়েছে বিএসএফের কাছে।
বাংলাদেশের নৈরাজ্যকর পরিস্থিতির সুযোগ নিয়ে যাতে ভারতে অনুপ্রবেশ সমস্যা নতুন করে মাথাচাড়া না দেয় সে ব্যাপারে বাড়তি তৎপরতা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বিএসএফকে। ভারত- বাংলাদেশ স্থলসীমান্ত জুড়ে নজরদারি বহু গুণে বাড়িয়েছে সীমান্তরক্ষী বাহিনী।
আরও পড়ুন- Kolkata Metro: রবিবার স্পেশাল সার্ভিস মেট্রোর, যাত্রীদের সুবিধার্থে ফাটাফাটি ববন্দোবস্ত!
আরও পড়ুন- West Bengal News Live: দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন কবে, দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
আরও পড়ুন- Purba Medinipur News: সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতে টাকার পাহাড়, কাঁড়ি-কাঁড়ি সোনা! হতভম্ব দুর্নীতি দমন শাখার অফিসাররা
ঠিক তেমনই নজরদারি সমুদ্রে। ভারত-বাংলাদেশ জল সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী। এবার তাদের হাতেই আটক দুটি বাংলাদেশি ট্রলার। সেই সঙ্গে ৭৮ জন মৎস্যজীবীকেও আটক করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। দুটি ট্রলারকে আটক করার পর তাদের নথিপত্র খতিয়ে দেখা হয়। এফবি লায়লা ২ এবং এফবি মেঘনা ৫ নামে দুটি বাংলাদেশি ট্রলার আটক করেছে উপকূল রক্ষী বাহিনী।