IMD Weather Update Today February 14: এবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। সেই সঙ্গে নতুন করে ফের একবার পারদ পতনের সম্ভাবনা তৈরি হয়েছে। তারই জেরে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আবারও নতুন করে শীতের অনুভূতি জোরালো হতে পারে। সব মিলিয়ে আগামী কয়েকদিন কেমন থাকতে পারে গোটা রাজ্যের আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
কবে কোন কোন জেলায় বৃষ্টি?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ১৯ ফেব্রুয়ারি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন শহর কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নতুন করে ফের একবার তাপমাত্রার পতন হবে। বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। তারই জেরে ফের একবার শীতের আমেজ ফিরতে পারে।
আরও পড়ুন- Malda News: কালিয়াচকে মাদকের 'স্বর্গরাজ্য'! কোটি কোটি টাকার ব্রাউন সুগার-সহ পুলিশের জালে ৬
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতাতেও মনোরম আবহাওয়া রয়েছে। শুক্রবার তিলোত্তমা মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আগামী ১৯ ফেব্রুয়ারি কলকাতা শহরেও হালকা বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন- Sim Card:বাংলায় হাজার-হাজার ব্যক্তির নামে গুচ্ছ-গুচ্ছ সিমকার্ড, কেন্দ্রের তথ্যে চোখ কপালে ওঠার জোগাড়!
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের জেলাগুলিতেও নতুন করে তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। তবে তারপর থেকে তাপমাত্রা বাড়বে।
আরও পড়ুন- Malda News: মালদায় ফের বিরাট ষড়যন্ত্র? 'বিপদ' বুঝেই প্রাণভয়ে গাড়ি নিয়ে সটান থানায় কংগ্রেস নেতা