/indian-express-bangla/media/media_files/2025/07/31/trump-pakistan-oil-deal-india-tariff-2025-2025-07-31-09-06-06.jpg)
মোদীকে নিয়ে 'বিস্ফোরক' দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প।
ডিসেম্বরেই ভারত সফরে আসার কথা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার আগেই বিস্ফোরক দাবিতে বিশ্ব কাঁপালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন- দুর্গাপুরে ধর্ষণকাণ্ডে নয়া মোড়, মুখ্যমন্ত্রীর কাছে কেন প্রকাশ্যে 'ক্ষমা' চাইলেন নির্যাতিতার বাবা?
মোদীকে নিয়ে অবশেষে এক চমকপ্রদ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে আশ্বস্ত করেছেন যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। বুধবার (১৫ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, “হ্যাঁ, অবশ্যই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার বন্ধু। আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। ভারত রাশিয়া থেকে তেল কিনছে তা আমার পছন্দ নয়। তবে আজ তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। এটি নিঃসন্দেহে একটি বড় পদক্ষেপ। এখন আমাদের চিনকেও একই পথে আনতে হবে।”
#WATCH | "Yeah, sure. He's (PM Narendra Modi) a friend of mine. We have a great relationship...I was not happy that India was buying oil. And he assured me today that they will not be buying oil from Russia. That's a big stop. Now we've got to get China to do the same thing..."… pic.twitter.com/xNehCBGomR
— ANI (@ANI) October 15, 2025
আরও পড়ুন- মমতাকে 'প্রাক্তন' করার আগুনে হুঙ্কার, ২৬-এ ভবানীপুর থেকে লড়ছেন শুভেন্দু?
ট্রাম্পের এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল চাঞ্চল্য, কারণ ভারত এখনও পর্যন্ত রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি চালিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের এই দাবি সত্যি কি না, তা জানতে এখন সবার নজর ভারতের বিদেশ মন্ত্রকের প্রতিক্রিয়ার দিকে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কারণ অতীতেও তিনি ভারত সম্পর্কে একাধিক বিতর্কিত দাবি করেছেন।
রাশিয়া ও তেল বাণিজ্য নিয়ে ট্রাম্পের অবস্থান
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ট্রাম্প রাশিয়ার তেল বাণিজ্য নিয়ে নানা মন্তব্য করেছেন। তাঁর অভিযোগ, রাশিয়া তেল বিক্রির অর্থ যুদ্ধ চালাতে ব্যবহার করছে, তাই তিনি চাননা ভারত বা অন্য কোনও দেশ রাশিয়া থেকে তেল কিনুক। এ নিয়েই তিনি ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন। সেই সঙ্গে চিনের উপর শুল্ক বোমা বিস্ফোরণ করেন ট্রাম্প। যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে বাণিজ্য যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়।
আরও পড়ুন- উদ্ধার জাল নোটের পাহাড়! দেওর-বৌদি'ই কী নাটের গুরু?
যদিও রাশিয়ার তেল নিয়ে কড়া অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্প সম্প্রতি ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন। তিনি বলেছেন, “ভারত একটি মহান দেশ, মোদী একজন শক্তিশালী নেতা।” এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সামনেও তিনি মোদীর যোগ্য নেতৃত্বের প্রশংসা করেছেন।