Donald Trump on Bangladesh: 'বাংলাদেশের ব্যাপারটা মোদীই দেখে নেবেন', ট্রাম্পের কথায় কাঁপছেন ইউনুস

Modi-Trump: দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম মোদীর সঙ্গে সাক্ষাৎ ডোনাল্ড ট্রাম্পের। হোয়াইট হাউসে দীর্ঘক্ষণ বৈঠক হয় দুই রাষ্ট্রনেতার।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Donald trump comments on bangladesh,Donald trump,Narendra Modi,বাংলাদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য, মোদী, মহম্মদ ইউনুস

Donald Trupm on Bangladesh:বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্য চর্চায়।

Donald trump comments on bangladesh: একটানা মাসের পর মাস ধরে বাংলাদেশে অস্থির পরিস্থিতি চলছে। ফি দিন সে দেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ উঠছে। গত কয়েকমাসে ওপার বাংলার দিকে দিকে লাগাতার হিন্দু মহল্লায় ঢুকে আক্রমণ চালিয়েছে কট্টরবাদীরা। ভেঙে তছনছ করা হয়েছে বহু মন্দির, উপাসনালয়।

Advertisment

দিন কয়েক আগেই ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উন্মত্ত জনতা। তবে এবার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিন্ডেট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউসের মসনদে বসে ট্রাম্প যা বললেন তাতে মহম্মদ ইউনুস সরকারের কপালে ঘোরতর চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। 

বৃহস্পতিবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হোয়াইট হাউসের বিশেষ ঘরে দীর্ঘক্ষণ বৈঠক হয় দুই রাষ্ট্রনেতার। সেই বৈঠকের পরেই যৌথ সাংবাদিক সম্মেলন করতে দেখা যায় ট্রাম্প এবং মোদীকে। সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বাংলাদেশ ইস্যু নিয়েও মুখ খোলেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ট্রাম্প বিশদে কিছু না বললেও যা বললেন তা রীতিমতো চর্চায়। 

আরও পড়ুন- West Bengal News Live:অন্ধ্রপ্রদেশে দাপট বার্ড ফ্লু-এর, লক্ষ লক্ষ মুরগীর মৃত্যু, প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে?

Advertisment

বাংলাদেশ ইসুতে ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট উত্তর, "বাংলাদেশের ব্যাপারটা প্রধানমন্ত্রী মোদী দেখে নেবেন। আমেরিকা বাংলাদেশের সঙ্গে কোনওভাবেই জড়িত নয়। বাংলাদেশের সমস্যা মেটানোর ভার আমি প্রধানমন্ত্রী মোদীর উপরেই ছাড়লাম।" স্বাভাবিকভাবেই ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশ ইস্যুতে করা এই মন্তব্য এখন জোর চর্চায়। 

আরও পড়ুন- Malda News: ৫ বছরের শিশুই চিনিয়ে দিল মায়ের খুনিকে, তোলপাড় মালদায়

দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট পদে বসে বাংলাদেশ ইস্যুতে ট্রাম্প কী বলেন তা জানার জন্য জল্পনা ছিল তুঙ্গে। এবার ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন বর্তমানে বাংলাদেশে যে সংকট চলছে সেখানে আমেরিকার সরাসরি কোনও ভূমিকা নেই। বাংলাদেশের ক্ষেত্রে নিজেদের ভূমিকা অস্বীকার করলেও মোদীর উপরেই বাংলাদেশ সমস্যা মেটানোর ভার দিয়ে দারুণ চর্চায় মার্কিন প্রেসিডেন্ট। উল্লেখ্য, দ্বিতীয়বারের জন্য মসনদে বসার পর বাংলাদেশের জন্য সমস্ত অনুদান বন্ধ করে দিয়েছেন ট্রাম্প।

আরও পড়ুন- Purba Bardhaman News: পেনের ঢাকনা আটকে ফুসফুসটাই অকেজো হতে বসেছিল, একরত্তি শিশুর প্রাণ বাঁচালেন চিকিৎসকরা

Bangladesh Donald Trump narendra modi Muhammad Yunus