Donald Trump on Bangladesh Situation: বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এবার সে দেশর সরকারকে কটাক্ষে ধুয়ে দিলেন ফের একবার আমেরিকার প্রেসিডেন্ট পদে বসতে চলা ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বাংলাদেশে র জেল থেকে একের পর এক জঙ্গি নেতাদের জেল থেকে ছেড়ে দেওয়া এবং সেই সঙ্গে ISKCON-এর চিন্মময়কৃষ্ণ দাসের (Chinmay Krishna Das) গ্রেফতারি নিয়েও মহম্মদ ইউনুসের সরকারকে কটাক্ষ করেছেন ট্রাম্প।
এক্স হ্যান্ডলে মহাম্মদ ইউনুসকে কটাক্ষ ট্রাম্পের :
"বাংলাদেশে,
• আল-কায়েদা সন্ত্রাসী জাশিমুদ্দিন রহমানি মুক্তি পেয়েছে।
• ইসকনের পুরোহিত কৃষ্ণ দাস প্রভুকে গ্রেফতার করা হয়েছে।
'দারুণ কাজ' নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনুস! আমি মনে করি বাইডেন প্রশাসন এবং সোরোস তাকে এই পুরস্কারের জন্যই নির্বাচিত করেছে।"
In Bangladesh,
— Donald J. Trump 🇺🇸 Update (@TrumpUpdateHQ) November 27, 2024
• Al-Qaeda terrorist Zashimuddin Rahmani is released.
• ISKCON priest Krishna Das Prabhu is arrested.
Weldone Nobel Peace Prize Winner Yunus. I think Biden administration and Soros selected him for this prize.
উল্লেখ্য, ফের একবার অশান্তির আগুন জ্বলছে বাংলাদেশে (Bangladesh)। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার-নিপীড়ন চলছে দিকে-দিকে। বাংলাদেশ সনাতনী মঞ্চের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসকে সেদেশের পুলিশ গ্রেফতার করেছে রাষ্ট্রদ্রোহীতার মামলায়। ইসকনের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে ইতিমধ্যেই ভারত সরকারও যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ সরকারকে সেই উদ্বেগের কথা জানিয়েওছে ভারতের বিদেশ মন্ত্রক।
ভারতের পর এবার একই উদ্বেগের সুর আমেরিকার গলাতেও। মার্কিন প্রেসিডেন্ট পদে আবারও বসতে চলা ডোনাল্ড ট্রাম্পও রীতিমতো কটাক্ষ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে। শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন প্রান্তের জেল থেকে একের পর এক জঙ্গি নেতাকে মুক্ত করে দেওয়া হয়েছে। যা নিয়ে পড়শি ভারত-সহ উদ্বিগ্ন একাধিক দেশ। উদ্বেগের ছাপ ডোনাল্ড ট্রাম্পের গলাতেও।
বাংলাদেশের জেল থেকে আল-কায়েদা জঙ্গি জসিমউদ্দিন রহমানিকেও ছেড়ে দেওয়া হয়েছে। সেই বিষয়টিও ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উল্লেখ করেছেন। সেই সঙ্গে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়েও উদ্বেগ ধারা পড়েছে ট্রাম্পের গলায়। চিন্ময়কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে এরাজ্যে পথে নেমেছে বিজেপি। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে গতকাল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে কলকাতায় বাংলাদেশ হাই কমিশন অভিযান করেছেন বঙ্গ বিজেপির বিধায়করা।