Advertisment

Priest Chinmoy Krsihna Das Arrested: জেলে চিন্ময়কৃষ্ণ, মুক্ত আল-কায়েদা জঙ্গিরা, বঙ্গ BJP-র সুরেই বাংলাদেশকে বিঁধলেন ট্রাম্প

Bangladesh-Chinmoy Krsihna Das Arrested: বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সনাতনীদের উপর অত্যাচার, হামলা চলছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশে ISKCON-এর পুণ্ডরীক ধামের অধ্যক্ষের গ্রেফতারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প।

author-image
IE Bangla Web Desk
New Update
Donald Trump on Bangladesh Priest Chinmoy Krsihna Das Arrested,ডোনাল্ড ট্রাম্প,চিন্ময়কৃষ্ণ দাস,বাংলাদেশ

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ট্রাম্প।

Donald Trump on Bangladesh Situation: বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এবার সে দেশর সরকারকে কটাক্ষে ধুয়ে দিলেন ফের একবার আমেরিকার প্রেসিডেন্ট পদে বসতে চলা ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বাংলাদেশে র জেল থেকে একের পর এক জঙ্গি নেতাদের জেল থেকে ছেড়ে দেওয়া এবং সেই সঙ্গে ISKCON-এর চিন্মময়কৃষ্ণ দাসের (Chinmay Krishna Das) গ্রেফতারি নিয়েও মহম্মদ ইউনুসের সরকারকে কটাক্ষ করেছেন ট্রাম্প।

Advertisment

এক্স হ্যান্ডলে মহাম্মদ ইউনুসকে কটাক্ষ ট্রাম্পের :

"বাংলাদেশে,

• আল-কায়েদা সন্ত্রাসী জাশিমুদ্দিন রহমানি মুক্তি পেয়েছে।

• ইসকনের পুরোহিত কৃষ্ণ দাস প্রভুকে গ্রেফতার করা হয়েছে।

'দারুণ কাজ' নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনুস! আমি মনে করি বাইডেন প্রশাসন এবং সোরোস তাকে এই পুরস্কারের জন্যই নির্বাচিত করেছে।"

উল্লেখ্য, ফের একবার অশান্তির আগুন জ্বলছে বাংলাদেশে (Bangladesh)। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার-নিপীড়ন চলছে দিকে-দিকে। বাংলাদেশ সনাতনী মঞ্চের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসকে সেদেশের পুলিশ গ্রেফতার করেছে রাষ্ট্রদ্রোহীতার মামলায়। ইসকনের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে ইতিমধ্যেই ভারত সরকারও যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ সরকারকে সেই উদ্বেগের কথা জানিয়েওছে ভারতের বিদেশ মন্ত্রক।

আরও পড়ুন- West Bengal News Live:অশান্তির আগুন জ্বলছে বাংলাদেশে, ISKCON-কে নিষিদ্ধ করার দাবি, চিন্ময়কৃষ্ণ কারাগারেই

আরও পড়ুন- West Bengal Weather Update:গভীর নিম্নচাপের ভ্রকুটি! বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়? মাঠে মারা যাবে শীত?

ভারতের পর এবার একই উদ্বেগের সুর আমেরিকার গলাতেও। মার্কিন প্রেসিডেন্ট পদে আবারও বসতে চলা ডোনাল্ড ট্রাম্পও রীতিমতো কটাক্ষ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে। শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন প্রান্তের জেল থেকে একের পর এক জঙ্গি নেতাকে মুক্ত করে দেওয়া হয়েছে। যা নিয়ে পড়শি ভারত-সহ উদ্বিগ্ন একাধিক দেশ। উদ্বেগের ছাপ ডোনাল্ড ট্রাম্পের গলাতেও। 

আরও পড়ুন- Monk arrest: 'চরম পরিণতির জন্য তৈরি থাকুন', চিন্ময়কৃষ্ণের গ্রেফতারিতে বাংলাদেশ সরকারকে হুংকার শুভেন্দুর!

বাংলাদেশের জেল থেকে আল-কায়েদা জঙ্গি জসিমউদ্দিন রহমানিকেও ছেড়ে দেওয়া হয়েছে। সেই বিষয়টিও ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উল্লেখ করেছেন। সেই সঙ্গে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়েও উদ্বেগ ধারা পড়েছে ট্রাম্পের গলায়। চিন্ময়কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে এরাজ্যে পথে নেমেছে বিজেপি। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে গতকাল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে কলকাতায় বাংলাদেশ হাই কমিশন অভিযান করেছেন বঙ্গ বিজেপির বিধায়করা।

Donald Trump Bangladesh Chinmoy Krishna Das arrest
Advertisment