Advertisment

West Bengal Weather Update:গভীর নিম্নচাপের ভ্রকুটি! বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়? মাঠে মারা যাবে শীত?

Bengal Weather Forecast, 28 November 2024: রাজ্যজুড়ে শীতের আমেজ। তবে এরই মাঝে বঙ্গোপসাগরে দানা বেঁধেছে নিম্নচাপ। সেই নিম্নচাপই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Weather, Kolkata Weather Today, Weather Update Today,আবহাওযার পূর্বাভাস

Weather Forecast: প্রতীকী ছবি।

West Bengal Weather Update: রাজ্যজুড়ে শীতের আমেজ রয়েছে। তবে এই শীতের আমেজের মধ্যেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির (Rain) পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের কারণেই বৃষ্টির সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়। নিম্নচাপই কি বঙ্গে শীতের পথে বিরাট বাধা হয়ে দাঁড়াবে? এ ব্যাপারে কী বলছে হাওয়া অফিস? তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?

সবে বাংলা জুড়ে শীতের জোরালো আমেজ বাড়তে শুরু করেছে। শহর থেকে জেলা, সর্বত্র অনুভূত হচ্ছে ঠান্ডার অনুভূতি। তবে এরই মাঝে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে রাজ্যের কয়েকটি জেলায়। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের এই দুই পার্বত্য জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী শনিবার উপকূলের জেলাগুলি অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কয়েকটি অংশে হালকা বৃষ্টি হতে পারে।

শীতের পথে বাধা নিম্নচাপ?

আবহাওয়াবিদরা মনে করছেন না, যে শীতের পথে নিম্নচাপ কোনও বাধা হয়ে দাঁড়াতে পারে। প্রথমের দিকে সেই পরিস্থিতির আঁচ থাকলেও থাকলেও পরবর্তী সময়ে সেই সম্ভাবনা অনেকটাই কমেছে। গভীর নিম্নচাপ তৈরি হলেও তা বঙ্গে শীতের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না বলেই মনে করছে হাওয়া অফিস।

আরও পড়ুন- West Bengal News Live:অশান্তির আগুন জ্বলছে বাংলাদেশে, ISKCON-কে নিষিদ্ধ করার দাবি, চিন্ময়কৃষ্ণ কারাগারেই

আরও পড়ুন- TMC party office: তৃণমূলে-তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বে আগুন পার্টি অফিসে, পুড়ে ছাই মমতা-অভিষেকের ছবি

হাড়কাঁপানো শীত কবে?

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক দিন মেঘলা আকাশ থাকবে।। দিনের তাপমাত্রা কমলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। আগামী কয়েক দিন মোটের উপর রাজ্যের আবহাওয়ায় বিরাট কিছু বদলের সম্ভাবনা দেখতে পাচ্ছেন না আবহাওয়াবিদরা। রাজ্যজুড়ে শীতের আমেজ বহাল থাকলেও জাঁকিয়ে শীত এখনই নয় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন- West Bengal News Live: চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অভিযান বিজেপির

weather Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather
Advertisment