Dropbox in schools to learn the secrets of teenage girl minds: কন্যাশ্রীদের মনের কথা পড়তে অভূতপূর্ব উদ্যোগ রাজ্যের। মেয়েবেলা থেকে কিশোরী হয়ে ওঠার সন্ধিক্ষণে মনের মধ্যে দানা বাধে নানা মুহূর্ত, নানা জিজ্ঞাসা! চাইলেই সেসব কথা পরিবারের বড়দের বলতে মন সায় দেয় না অনেক কিশোরীর। এক্ষেত্রে অনেক সময় তৈরি হয় নানা আশঙ্কা, নানা উদ্বেগ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্যার নিরশনে এবার এগিয়ে এসেছে রাজ্য সরকার।
মেয়েবেলা থেকে কিশোরী হয়ে ওঠার সন্ধিক্ষণে এবার যাতে স্বাচ্ছন্দে মেয়েরা নিজেদের কথা নিজেরাই বলতে পারে তার জন্য 'মনের কথা' প্রকল্প চালু হয়েছে। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের ডেবরার ৮৫ টি স্কুলে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের জন্য 'মনের কথা' ড্রপবক্স রাখার সিদ্ধান্ত হয়েছে। সেই সব ড্রপবক্সে বয়সন্ধিক্ষণের মেয়েরা নিজেদের 'গোপন কথা' লিখে ফেলতে পারবে রোজ।
প্রতিটি মেয়ে নিজেদের সেই 'গোপন কথা' গোপনেই লিখে ফেলতে পারবে ড্রপবক্সে। তাদের মনের ভিতরের কথা আর কেউ জানতে পারবে না। সময়ে-সময়ে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সেই সব ড্রপবক্স খুলে মেয়েদের লেখা চিঠি পড়বেন। এরপর সেই সব চিঠির গুরুত্ব বুঝে সমস্যার সমাধানেও এগিয়ে আসবে স্কুল কর্তৃপক্ষ। প্রয়োজনে সংশ্লিষ্ট মেয়ের বাবা-মার সঙ্গে কিংবা পরিবারের অন্যদের সঙ্গে কথা বলবে স্কুল। স্কুলের তরফে সেই সব সমস্যার সমাধান না করা গেলে স্থানীয় ব্লক প্রশাসনেরও সাহায্য নেওয়া হবে।
আরও পড়ুন- West Bengal News Live:'আমেরিকায় ট্রাম্পের শপথের জন্য অপেক্ষা করছি', ফের বাংলাদেশকে কড়া বার্তা শুভেন্দুর
আরও পড়ুন- Special Train: হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য 'বিরাট সুখবর', চলছে স্পেশাল ট্রেন, জানুন সময়সূচি
রাজ্যের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেক অভিভাবক। শিক্ষক-শিক্ষিকারাও রাজ্য প্রশাসনের এই উদ্যোগের পাশে আছেন। সর্বোপরি ভবিষ্ৎ প্রজন্মের জন্য বলিষ্ঠ এই উদ্যোগ এখন রীতিমতো চর্চায়। অচিরেই রাজ্যের অন্যত্রও এই তৎপরতা আগামী দিনে আরও বেশি আকারে নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন- Purba Bardhaman News: পুরুলিয়ায় 'রয়্যাল' আতঙ্কের আবহে 'দেশি নেকড়ে'র হানা বুদবুদে, পিটিয়ে মারল গ্রামবাসীরা