Eastern rail is running special trains on Howrah Bandel route: হাওড়া এবং লিলুয়া স্টেশনের মাঝে রেল ওভারব্রিজ সম্প্রসারণের কাজ চলার জন্য এক ধাক্কায় ৩০ জোড়া লোকাল ট্রেন-সহ বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। এই ট্রেন বাতিলের জেরে ভয়ঙ্কর দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। বিশেষ করে অফিসযাত্রীরাদের নাজেহাল দশা তৈরি হয়েছে। ফি দিন কম সংক্যক ট্রেন চলার জেরে কার্যত বাদুরঝোলা হয়ে ট্রেনে যাতায়াত নিত্যযাত্রীদের। তবে এবার ভোগান্তি কমাতে নয়া উদ্যোগ রেলের।
হাওড়া ডিভিশনে যাত্রীদের ভোগান্তি কমাতে চার জোড়া স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। হাওড়া-ব্যান্ডেল শাখায় সকাল ও সন্ধ্যের দিকে আপ এবং ডাউন লাইনে চালানো হবে এই স্পেশাল ট্রেন। চারজোড়া স্পেশাল ট্রেন চালানো হচ্ছে আজ থেকেই। ২২ জানুয়ারি পর্যন্ত এই চারজোড়া স্পেশাল ট্রেন চালানো হবে।
উল্লেখ্য, গত কয়েক মাসে রেলের নানা ধরনের কাজের জন্য লোকাল ট্রেন বাতিল থেকেছে যে হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে। এবার লিলুয়া এবং হাওড়ার মাঝে রেল ওভার ব্রিজ সম্প্রসারণের কাজের জন্যও বহু লোকাল ট্রেনের পাশাপাশি একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। তার জেরে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতে হচ্ছে অফিসযাত্রীদের। এবার হাওড়া-ব্যান্ডেল শাখায় সকাল-সন্ধ্যায় এই চার জোড়া স্পেশাল ট্রেন চলার জেরে নিত্যযাত্রীরা খানিকটা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
স্পেশাল ট্রেনের সময়সূচি:
পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, হাওড়া এবং লিলুয়া স্টেশনের মাঝে বেনারস সেতু সংস্কারের জন্য গত ২১ ডিসেম্বর থেকে পাওয়ার ব্লক নিয়ে কাজ চলছে। এই কাজের জেরে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। একগুচ্ছ লোকাল ট্রেন বাতিলের জেরে যাত্রী হয়রানি চরমে উঠেছে। সেই হয়রানি কিছুটা কমাতেই এই স্পেশাল ট্রেনের চলাচল। পূর্ব রেল জানিয়েছে হাওড়া থেকে ব্যান্ডেলগামী স্পেশাল ট্রেনগুলি ছাড়বে বিকেল ৫.৪৭ মিনিটে, সন্ধে ৬.২৫ মিনিটে, সন্ধ্যে সাড়ে ৭টায় এবং রাত সাড়ে ৮টায়।
অন্যদিকে ব্যান্ডেল থেকে হাওড়া যাওয়ার স্পেশাল ট্রেনগুলো ছাড়বে ভোর ৪.৪৫ মিনিট, সকাল ৫.৪০ মিনিট, সকাল ৮.২৮ মিনিট এবং সকাল ৮.৫২ মিনিটে। রেল জানিয়েছে, স্পেশাল ট্রেন গুলির চলাচল ছাড়া পূর্ব ঘোষিত সমস্ত সূচি মেনেই আগামী কয়েক দিন হাওড়া-ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল করবে।