West Bengal News: গোপন সূত্রে খবর পেয়ে তড়িঘড়ি অভিযানে কোটি-কোটি টাকার হেরোইন উদ্ধার। সেই সঙ্গে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিপুল পরিমাণে ওই হেরোইন কোথা থেকে আনা হয়েছিল, কোথায় পাচার করা হচ্ছিল, এই চক্রে আর কাদের কাদের যোগ রয়েছে, সে ব্যাপারে ধৃতকে জেরা করে জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।
ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানার ঘুটিয়ারি শরীফের। ঘুটিয়ারি শরীফ পুলিশ ফাঁড়ি এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে একটি জায়গায় তল্লাশি চালায় পুলিশ। শেখ আব্দুল কাদের নামে এক ব্যক্তির কাছে মেলে বিপুল পরিমাণে হেরোইন। ওই মাদক দ্রব্যের বাজার মূল্য প্রায় দু'কোটি টাকা। কোথা থেকে বিপুল পরিমাণ ওই মাদক আনা হল, কাদের সেই মাদক বিক্রির পরিকল্পনা ছিল তা ধৃতকে জেরা করে জানার চেষ্টা পুলিশের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শেখ আব্দুল কাদের নামে ওই ব্যক্তির বাড়ি পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় সাম্প্রতিক অতীতে এত বিপুল পরিমাণে হেরোইন উদ্ধার হয়নি বলেই পুলিশ সূত্রের খবর। এই হেরোইন পাচার চক্রে আরও অনেকে যুক্ত রয়েছে বলে সন্দেহ পুলিশের। ধৃত ব্যক্তিকে জেরা করে বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন-West Bengal Weather Update: সপ্তাহান্তেই জাঁকিয়ে শীত? দিন কয়েকেই কলকাতার তাপমাত্রা কোথায় নামতে পারে জানেন?
এক পুলিশ আধিকারিক বলেন, "পূর্ব বর্ধমানের মঙ্গলেকাটের বাসিন্দা শেখ আবদুল কাদেরকে আমরা গ্রেফতার করেছি। ২ কেজির কাছাকাছি মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। সূত্র মারফত পাওয়া খবরের ভিতিত্তে অভিযান চালিয়ে এই মাদক দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। ওকে জেরা করে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য হাতে এসেছে, তারই ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।"