West Bengal Weather Update:নামল পারদ। শীত-শীত ভাব ফের যেন বাড়ছে রাজ্যজুড়ে। তবে এরই মাঝে ফের একবার বৃষ্টির সম্ভাবনা কয়েকটি জেলায়। সেই সঙ্গে আগামী কয়েকদিন কুয়াশার দাপটও থাকবে বেশ কিছু জেলায়। সপ্তাহান্তে হুড়মুড়িয়ে নামবে পারদ? জাঁকিয়ে শীতের অনুভূতি এসপ্তাহেই? এসব নিয়েই রইল লেটেস্ট ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের সব জেলাতেই পারদ নামছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,মুর্শিদাবাদ, বীরভূমের মতো জেলাগুলিতে আগামী কয়েক দিন সকালের দিকে কুয়াশা থাকবে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহে শেষের দিকে বেশ কিছুটা নেমে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। কোনও কোনও জেলায় তিন ডিগ্রি পর্যন্ত পারদ নামতে পারে। বিশেষ করে এই সপ্তাহের শেষের দিকে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের কামড় জোরালো হবে।
কলকাতার ওয়েদার আপডেট
তিলোত্তমা মহানগরীতেও শীতের আমেজ। গতকাল রাতে কলকাতা শহরের তাপমাত্রাও নেমেছে। চলতি সপ্তাহের শেষের দিকে কলকাতা শহরেও শীতের অনুভূতি বাড়বে। চলতি মাসের মাঝামাঝি সময় নাগাদ শহর কলকাতা তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নেমে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা আরও ২ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। তবে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের কিছু এলাকায় হালকা বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি এবং শুক্রবার বৃষ্টি হতে পারে দার্জিলিং (Darjeeling) ও কালিম্পঙের কিছু কিছু অংশ। এছাড়াও আগামী কয়েক দিন সকালের দিকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় কুয়াশার দাপট থাকবে। তবে বেলা বাড়লেই সরে যাবে কুয়াশা সেই চাদর।