Advertisment

West Bengal Weather Update: সপ্তাহান্তেই জাঁকিয়ে শীত? দিন কয়েকেই কলকাতার তাপমাত্রা কোথায় নামতে পারে জানেন?

Bengal Weather Forecast, 4 December 2024: ডিসেম্বর মাস পড়ে গেলেও এখনও জাঁকিয়ে শীত অধরা। তবে শীতের আমেজ রয়েছে রাজ্যজুড়ে। আগামী কয়েকদিনে কতটা নামতে পারে পারদ?

author-image
IE Bangla Web Desk
New Update
winter in bengal

West Bengal Weather Forecast: সপ্তাহান্তে কলকাতার পারদ কোথায় নামতে পারে?

West Bengal Weather Update:নামল পারদ। শীত-শীত ভাব ফের যেন বাড়ছে রাজ্যজুড়ে। তবে এরই মাঝে ফের একবার বৃষ্টির সম্ভাবনা কয়েকটি জেলায়। সেই সঙ্গে আগামী কয়েকদিন কুয়াশার দাপটও থাকবে বেশ কিছু জেলায়। সপ্তাহান্তে হুড়মুড়িয়ে নামবে পারদ? জাঁকিয়ে শীতের অনুভূতি এসপ্তাহেই? এসব নিয়েই রইল লেটেস্ট ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

দক্ষিণবঙ্গের সব জেলাতেই পারদ নামছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,মুর্শিদাবাদ, বীরভূমের মতো জেলাগুলিতে আগামী কয়েক দিন সকালের দিকে কুয়াশা থাকবে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহে শেষের দিকে বেশ কিছুটা নেমে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। কোনও কোনও জেলায় তিন ডিগ্রি পর্যন্ত পারদ নামতে পারে। বিশেষ করে এই সপ্তাহের শেষের দিকে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের কামড় জোরালো হবে। 

কলকাতার ওয়েদার আপডেট 

তিলোত্তমা মহানগরীতেও শীতের আমেজ। গতকাল রাতে কলকাতা শহরের তাপমাত্রাও নেমেছে। চলতি সপ্তাহের শেষের দিকে কলকাতা শহরেও শীতের অনুভূতি বাড়বে। চলতি মাসের মাঝামাঝি সময় নাগাদ শহর কলকাতা তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নেমে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন- Tourist Dies in Darjeeling: দার্জিলিঙে গিয়ে কলকাতার পর্যটকের মর্মান্তিক মৃত্যু, সান্দাকফু সফর সেরে ফিরেই সব শেষ!

আরও পড়ুন- West Bengal News Live Updates: আগরতলা স্টেশনে ধৃত ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী, কলকাতায় ঢোকার উদ্দেশ্য বানচাল

আরও পড়ুন- West Bengal News: '৫ বছরে বাংলা ছেড়েছে প্রায় আড়াই হাজার সংস্থা', কেন্দ্রের তথ্যে তৃণমূলকে তুমুল আক্রমণে BJP

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা আরও ২ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। তবে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের কিছু এলাকায় হালকা বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি এবং শুক্রবার বৃষ্টি হতে পারে দার্জিলিং (Darjeeling) ও কালিম্পঙের কিছু কিছু অংশ। এছাড়াও আগামী কয়েক দিন সকালের দিকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় কুয়াশার দাপট থাকবে। তবে বেলা বাড়লেই সরে যাবে কুয়াশা সেই চাদর।

Winter Session Alipur weather Office Bengal Weather Alipore Weather Office Kolkata Weather weather winter Bengal Weather Forecast
Advertisment