Advertisment

West Bengal News Highlights: নৈরাজ্যের বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা, 'বর্ডার খুলে দিক কেন্দ্র', আর্জি কার্তিক মহারাজের

West Bengal News Live Updates 4 December 2024: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ আপডেট

News in West bengal Highlights: গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট।

Latest West Bengal News Highlights: প্রত্যাহার কর্মবিরতির সিদ্ধান্ত। বুধবার রাত থেকে আগের মতোই হিমঘর থেকে আলু বের হবে ও বাজারেও সরবরাহ করা হবে। রাজ্য সরকারের চাপে পিছু হঠে শেষমেশ এই সিদ্ধান্তই নিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। মঙ্গলবার পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে বেচারহাটে আলু ব্যবসায়ী সমিতির কার্যালয়ে দীর্ঘক্ষণ বৈঠক শেষে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই কথাই জানিয়ে দেওয়া হল। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এমন সিদ্ধান্ত নেওয়ার বাঙালির পাতে আলু নিয়ে আর কোনও দুঃশ্চিন্তা রইল না।

Advertisment

এবার শিলিগুড়িতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুসের ছবি টাঙিয়ে অশালীন কিছু কথা লেখা হয়েছে। শিলিগুড়ি পুরনিগম চত্বরে মহম্মদ ইউনুসের ছবি দেওয়া এমন বেশ কিছু পোস্টার টাঙানোকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। উত্তরবঙ্গের এই ব্যস্ত শহরের আরও বেশ কিছু প্রান্তে এই ধরনের পোস্টার চোখে পড়েছে। স্থানীয় প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, কে বা কারা এই পোস্টারগুলি টাঙিয়েছে তা এখনও স্পষ্ট হয়নি। তবে ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন বাংলাদেশের উপদূতাবাসে 'হামলা', ভারতীয় রাষ্ট্রদূতকে জরুরি তলব ইউনুস সরকারের

অন্যদিকে, সোমবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসে হামলার জেরে এবার কড়া পদক্ষেপ ঢাকার। মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছিল মহম্মদ ইউনুসের সরকার। সেই তলব পেয়ে মঙ্গলবার বাংলাদেশের বিদেশ মন্ত্রকে হাজির হয়েছিলেন ওপার বাংলায় ভারতের রাষ্ট্রদূত প্রণয় বর্মা। সোমবার আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসের সামনে তাণ্ডবের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় ইতিমধ্যেই অত্যন্ত কঠোর পদক্ষেপ করেছে ত্রিপুরার বিজেপি শাসিত সরকার। একজনকে গ্রেফতারের পাশাপাশি শীর্ষস্তরের কয়েকজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড পর্যন্ত করা হয়েছে। বাংলাদেশের উপদূতাবাসে হামলার বিষয়টিকে তীব্র নিন্দা করেছে মোদী সরকারও।

  • Dec 04, 2024 18:51 IST
    West Bengal News Live:নেশামুক্তি কেন্দ্রে তালা ঝোলাল পুলিশ

    ফের বারুইপুরে নেশা মুক্তি কেন্দ্রে মারধর। জানালায় গামছা দিয়ে উল্টো করে বেঁধে নগ্ন করে অবর্ণনীয় অত্যাচার ১৪ বছরের নাবালককে। বেধড়ক মারধরের সেই ভিডিও কোনওভাবে হাতে এসে যায় পুলিশের। তারপরেই দ্রুত বারুইপুর থানার পুলিশ জোরদার তৎপরতার সঙ্গে ওই নেশা মুক্তি কেন্দ্রে হানা দেয়। ওই নাবালককে সেখান থেকে উদ্ধার করে অন্যত্র পাঠানো হয়েছে। একইসঙ্গে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে ওই নেশামুক্তির কেন্দ্রের বিরুদ্ধে মামলা রুজু করেছে। একজনকে গ্রেপ্তারও করা হয়েছে।  

    বিস্তারিত পড়ুন-Baruipur News: নাবালককে নগ্ন করে জানলায় ঝুলিয়ে বীভৎস মার, নেশামুক্তি কেন্দ্রে তালা ঝোলাল পুলিশ



  • Dec 04, 2024 17:42 IST
    West Bengal News Live:চলচ্চিত্র উৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী

    কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধনধান্য অডিটোরিয়ামে উৎসবের সূচনায় মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হল আজ। মুখ্যমন্ত্রী তাঁর সংক্ষিপ্ত বক্তৃতায় চলচ্চিত্র উৎসবের সর্বাঙ্গীন সফলতা কামনা করেছেন। 



  • Dec 04, 2024 17:38 IST
    West Bengal News Live:'সুপ্রিম কোর্টে জামিনের কাতর আর্জি পার্থর!

    নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় একে একে অনেকেই জামিন পেয়েছেন। তবে এখনও পর্যন্ত জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও জামিন দিয়েছে আদালত। এবার অর্পিতার নাম করে সুপ্রিম কোর্টে জামিন আর্জি পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁর সেই জামিন আর্জিতে পাল্টা ভর্ৎসনার সুর বিতারপতির গলায়। 

    বিস্তারিত পড়ুন- Partha Chatterjee: 'অর্পিতা পেলে আমি নয় কেন?', সুপ্রিম কোর্টে জামিনের কাতর আর্জি পার্থর!



  • Dec 04, 2024 16:45 IST
    West Bengal News Live:'বর্ডার খুলে দিক কেন্দ্র', আর্জি কার্তিক মহারাজের

    বাংলাদেশের দিকে দিকে তাণ্ডব মৌলবাদীদের। বেছে বেছে হিন্দু মহল্লায় আক্রমণ, বাঙচুর চলছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে আক্রান্ত হিন্দুদের পাশে দাঁড়ালেন ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ। তিনি এদিন বলেন, "ভারত সরকারকে কড়া পদক্ষেপ করতে হবে। বর্ডার খুলে দিক কেন্দ্র। সংখ্যালঘুদের আশ্রয় দেওয়া হোক। প্রধানমন্ত্রীকে কড়া ব্যবস্থা নিতে হবে।" বাংলাদেশ পরিস্থিতিতে এমনই মন্তব্য করেছেন ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ।



  • Dec 04, 2024 16:13 IST
    West Bengal News Live:গা শিউরে ওঠার মতো কাণ্ড সুন্দরবনে!

    আবারও সুন্দরবনের জঙ্গলে বাঘের হামলা। কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর জখম হলেন কুলতলীর মৈপিঠ কোস্টাল থানার নগেনাবাদের বাসিন্দার শুকদেব সাঁপুই। গত ২৯ নভেম্বর রায়দিঘি রেঞ্জের নলগোঁড়া বিট থেকে সরকারি অনুমতিপত্র নিয়ে সুন্দরবনের কলস দ্বীপে কাঁকড়া ধরতে যান শুকদেব সাঁপুই, মনোরঞ্জন সাঁপুই, বিশ্বজিত মণ্ডল, গনেশ মিদ্যে-সহ বেশ কয়েকজন। একটানা কয়েকদিন ধরে কাঁকড়া ধরার পর গতকাল সকালে কলস দ্বীপের কাছে তাঁরা কাঁকড়া ধরার বেড়ি ফেলেছিলেন। তখনই ঘটে যায় চরম বিপত্তি। 

    বিস্তারিত পড়ুন- Sundarbans: গা শিউরে ওঠার মতো কাণ্ড সুন্দরবনে! জঙ্গল থেকে ঝাঁপ নৌকায়, প্রকাণ্ড বাঘ কামড়ে-আঁচড়ে...



  • Dec 04, 2024 13:33 IST
    West Bengal News Live:কোটি-কোটি টাকার মাদক উদ্ধার

    গোপন সূত্রে খবর পেয়ে তড়িঘড়ি অভিযানে কোটি-কোটি টাকার হেরোইন উদ্ধার। সেই সঙ্গে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিপুল পরিমাণে ওই হেরোইন কোথা থেকে আনা হয়েছিল, কোথায় পাচার করা হচ্ছিল, এই চক্রে আর কাদের কাদের যোগ রয়েছে, সে ব্যাপারে ধৃতকে জেরা করে জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানার ঘুটিয়ারি শরীফের। 

    বিস্তারিত পড়ুন- West Bengal News: সূত্র মারফত খবরে দুরন্ত অভিযানে পুলিশ! কোটি-কোটি টাকার মাদক উদ্ধার ঘুটিয়ারি শরিফে



  • Dec 04, 2024 13:25 IST
    West Bengal News Live: সরানো হল রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান রাজশেখরনকে

    সরানো হল রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধানকে। গোয়েন্দাপ্রধান রাজশেখরনকে পাঠানো হল অপেক্ষাকৃত কম গুরুত্বের এডিজি(ট্রেনিং) পদে। এডিজি(ট্রেনিং) পদে দময়ন্তী সেনের জায়গায় নিয়ে আসা হল রাজশেখরনকে। নয়া সিআইডি প্রধান কে তা জানানো হয়নি নবান্নের তরফে।



  • Dec 04, 2024 12:49 IST
    West Bengal News Live:সপ্তাহান্তেই জাঁকিয়ে শীত?

    দক্ষিণবঙ্গের সব জেলাতেই পারদ নামছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,মুর্শিদাবাদ, বীরভূমের মতো জেলাগুলিতে আগামী কয়েক দিন সকালের দিকে কুয়াশা থাকবে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহে শেষের দিকে বেশ কিছুটা নেমে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। কোনও কোনও জেলায় তিন ডিগ্রি পর্যন্ত পারদ নামতে পারে। বিশেষ করে এই সপ্তাহের শেষের দিকে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের কামড় জোরালো হবে। 

    বিস্তারিত পড়ুন- West Bengal Weather Update: সপ্তাহান্তেই জাঁকিয়ে শীত? দিন কয়েকেই কলকাতার তাপমাত্রা কোথায় নামতে পারে জানেন?



  • Dec 04, 2024 12:36 IST
    West Bengal News Live: চলচ্চিত্র উৎসব শুরু আগেই ফুঁসছেন টলিউড পরিচালকরা

    কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনার আগের দিনই টলিউড পরিচালকরা প্রতিবাদী। ৩ মাস পরও কমিটি কোথায়? প্রশ্ন কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টচার্যদের। টেকনিশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত পরিচালক-প্রযোজকদের। খোঁজ নিয়ে দেখার কথা বলেছেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস।



  • Dec 04, 2024 12:17 IST
    West Bengal News Live: দার্জিলিঙে গিয়ে কলকাতার পর্যটকের মর্মান্তিক মৃত্যু

    দার্জিলিঙে (Darjeeling) বেড়াতে গিয়ে কলকাতার পর্যটকের মর্মান্তিক মৃত্যু। মঙ্গলবার রাতে আচমকা হোম স্টে-তে অসুস্থ হয়ে পড়েছিলেন দমদমের পর্যটক অঙ্কিতা ঘোষ। তাঁর সঙ্গীরা তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। তবে তরুণীর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় সেখানকার চিকিৎসকরা তাঁকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। তবে এতেও শেষ রক্ষা হয়নি। প্রাণ বাঁচেনি তরুণীর। দার্জিলিং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।



  • Dec 04, 2024 11:49 IST
    West Bengal News Live:তৃণমূলকে তুমুল আক্রমণে BJP

    গত পাঁচ বছরে দু'হাজারের বেশি সংস্থা পশ্চিমবঙ্গ থেকে নিজেদের দপ্তর সরিয়ে অন্য রাজ্যে নিয়ে চলে গিয়েছে। কর্পোরেট বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী এই তথ্য প্রকাশ্যে আনার পরেই তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকারকে তুমুল আক্রমণে BJP। "মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিপর্যয়কর দুঃশাসন পশ্চিমবঙ্গকে ব্যবসার জন্য মরুভূমিতে পরিণত করেছে", এক্স হ্যান্ডেলে সোচ্চার রাজ্য BJP সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

    বিস্তারিত পড়ুন- West Bengal News: '৫ বছরে বাংলা ছেড়েছে প্রায় আড়াই হাজার সংস্থা', কেন্দ্রের তথ্যে তৃণমূলকে তুমুল আক্রমণে BJP



  • Dec 04, 2024 10:40 IST
    West Bengal News Live: 'চিন্ময় কৃষ্ণের হয়ে লড়লেই গণপিটুনি', হুঙ্কার কট্টরপন্থী আইনজীবীদের

    আদালত চত্ত্বরে কট্টরপন্থী আইনজীবীদের প্রকাশ্য়ে হুমকি দেন। চিন্ময়কৃষ্ণের বিরোধী আইনজীবীরা বলেন, 'ইসকনের, এই জঙ্গি সংগঠনের নেতা এই চিন্ময় দাসকে যতদিন পর্যন্ত হত্যা মামলায় আসামি করা হবে না, আইনজীবীদের আন্দোলন ততদিন চলবে। আমি স্পষ্ট করে বলতে চাই, এই চট্টগ্রাম আদালত পাড়ায় যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের তোষণের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায়, কিংবা ওকালতনামা দাখিল করে, সঙ্গে সঙ্গে এই বিল্ডিংয়ে তাঁকে গণপিটুনি দিতে হবে।'



  • Dec 04, 2024 09:44 IST
    West Bengal News Live: আগরতলা স্টেশনে ধৃত ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী

    আগরতলা রেল স্টেশনে পুলিশের জালে ৪ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। গোপন সূত্রে খবর পেয়ে স্টেশন চত্বরে যৌথ অভিযান চালায় RPF, GRP, BSF। সঙ্গে ছিলেন ত্রিপুরা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। ৪ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়। ধৃতরা কলকাতায় যাচ্ছিল বলে জেরায় জানতে পেরেছেন তদন্তকারীরা।



  • Dec 04, 2024 09:36 IST
    West Bengal News Live: বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সরব মার্কিন রাজনীতিবিদ

    অশান্ত বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার নিয়ে সরব হলেন প্রভাবশালী মার্কিন রাজনীতিবিদ ব্র্যাড শেরম্যান। ডেমোক্র্যাট দলের সদস্য বলেছেন, বাংলাদেশের তদারকি সরকারের উচিত হিন্দু সংখ্যালঘুদের অধিকার রক্ষা করা। সংখ্যালঘুদের উপর ঘটে চলা হামলার ঘটনায় বাংলাদেশ সরকারের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ক্যালিফোর্নিয়ার রাজনীতিবিদ।



  • Dec 04, 2024 09:04 IST
    West Bengal News Live: ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু চন্দননগরের মহিলা চিকিৎসকের

    ডেঙ্গু প্রাণ কাড়ল চিকিৎসকের। ডেঙ্গু আক্রান্ত হয়ে চন্দননগর হাসপাতালের চিকিৎসকের মৃত্যু। ২৪ নভেম্বর থেকে জ্বরে আক্রান্ত ছিলেন চিকিৎসক স্বাতী দে। পরে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। প্লেটলেট কমতে শুরু করে। শেষ রক্ষা করা যায়নি।



  • Dec 04, 2024 08:55 IST
    West Bengal News Live: প্রয়োজন ছাড়া বাংলাদেশ যেতে নিষেধ, জারি অ্যাডভাইসরি

    বাংলাদেশে লাগাতার হিংসার ঘটনা বেড়েই চলেছে। অশান্ত পরিস্থিতিতে ব্রিটিশদের প্রয়োজন ছাড়া বাংলাদেশে যেতে নিষেধ করল ব্রিটেনের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস। বাংলাদেশে গেলেও নির্দিষ্ট কিছু স্পর্শকাতর এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে নির্দেশিকায়।



  • Dec 04, 2024 07:59 IST
    West Bengal News Live: সবজি বিক্রেতাকে ঘুষি তৃণমূল নেতার, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ

    বাজারে বেরিয়ে এক সবজি বিক্রেতাকে ঘুষি মারার অভিযোগ উঠল তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা আসানসোলের জামুড়িয়ায়। তৃণমূল নেতার দাদাগিরির প্রতিবাদে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান সবজি ব্যবসায়ীরা।



  • Dec 04, 2024 07:51 IST
    West Bengal News Live: সপ্তাহান্তে শীতের আমেজ দক্ষিণবঙ্গে, ৩-৪ ডিগ্রি নামতে পারে পারদ

    সপ্তাহান্তে জমিয়ে শীতের আমেজ ফিরবে দক্ষিণবঙ্গে। আপাতত ৩ থেকে ৪ ডিগ্রি কমতে পারে রাতের তাপমাত্রা। কিন্তু এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও দক্ষিণবঙ্গে আগামী তিন দিনে ৩ থেকে ৪ ডিগ্রি নামতে পারে পারদ।



  • Dec 04, 2024 07:49 IST
    West Bengal News Live: রায়গঞ্জে বিস্কুট কারখানায় বিধ্বংসী আগুন

    গভীর রাতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বিস্কুট কারখানায় বিধ্বংসী আগুন। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে আসে দমকলের ৪টি ইঞ্জিন। হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।



  • Dec 04, 2024 07:46 IST
    West Bengal News Live: খাস কলকাতায় বোমাবাজি, এলাকায় উত্তেজনা

    ভর সন্ধ্যায় বাগমারিতে বোমাবাজি। মঙ্গলবার সন্ধেয় স্থানীয় ক্লাবের কাছে একটি নির্মীয়মাণ বাড়ির নিচে বসেছিলেন ২ যুবক। অভিযোগ, রাত সাড়ে ৮টা নাগাদ পাশের পাড়ার বেশ কয়েকজন বাসিন্দা সেখানে আসেন। পুরনো কোনও বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু হয় দুপক্ষের। বচসা থেকে উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, পাশের পাড়ার বাসিন্দারা ৩টি বোমা ছোড়ে। লাঠি দিয়েও হামলা চালানো হয় বলে অভিযোগ। মাথা ফাটে এক স্থানীয় যুবকের। এলাকাবাসী রাস্তায় বেরোলে চম্পট দেয় হামলাকারীরা। ঘটনায় ২ জনকে আটক করেছে মানিকতলা থানার পুলিশ। এলাকায় রয়েছে পুলিশি পাহারা।



West Bengal Government West Bengal west bengal latest news potato Muhammad Yunus West Bengal News Bangladesh Violence Mamata Banerjee
Advertisment