Tourist Death in Darjeeling: দার্জিলিঙে (Darjeeling) বেড়াতে গিয়ে কলকাতার পর্যটকের মর্মান্তিক মৃত্যু। মঙ্গলবার রাতে আচমকা হোম স্টে-তে অসুস্থ হয়ে পড়েছিলেন দমদমের পর্যটক অঙ্কিতা ঘোষ। তাঁর সঙ্গীরা তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। তবে তরুণীর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় সেখানকার চিকিৎসকরা তাঁকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। তবে এতেও শেষ রক্ষা হয়নি। প্রাণ বাঁচেনি তরুণীর। দার্জিলিং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
দার্জিলিং বেড়াতে গিয়ে মৃত্যু হল দমদমের এক তরুণীর। দমদমের বাসিন্দা বছর আঠাশের অঙ্কিতা ঘোষ দার্জিলিং থেকেই সান্দাকফু (Sandakphu) বেড়াতে গিয়েছিলেন। সান্দাকফু থেকে ফিরে তিনি মঙ্গলবার টুমলিঙের একটি হোম-স্টেতে উঠেছিলেন। মঙ্গলবার রাতের খাওয়া দাওয়ার পর ঘরে ঘুমাতে যান তিনি। মাঝরাতে আচমকা তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁর সঙ্গীরা তাঁকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েছিলেন।
তবে তরুণীর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় দ্রুত সেখানকার চিকিৎসকরা তাঁকে দার্জিলিং জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন। তবে জেলা হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেছেন। যদিও ঠিক কী কারণে তাঁর মৃত্যু হল তা এখনও স্পষ্ট হয়নি।
আরও পড়ুন- Business Ideas: বাড়িতেই কারবার, কম লগ্নিতে অল্প দিনেই বিপুল রোজগার
দিন কয়েক আগেই দার্জিলিং থেকে সান্দাকফু বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হয়েছিল কলকাতার আরও এক পর্যটকের। ভূপৃষ্ঠ থেকে অধিক উচ্চতার জেরে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণেই ওই পর্যটকের মৃত্যু হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল। তারও আগে চলতি বছরের মে মাসে সান্দাকফু বেড়াতে গিয়ে উত্তর দিনাজরপুরের আরও এক পর্যটকের মৃত্যু হয়েছিল। সেক্ষেত্রেও অধিক উচ্চতার জেরে শ্বাসকষ্টজনিত সমস্যার প্রসঙ্গটি সামনে এসেছিল। এবার ফের একবার সান্দাকফু বেড়িয়ে এসে পর্যটকের মৃত্যু। এক্ষেত্রে এখনও স্পষ্ট নয় মৃত্যুর কারণ।