Advertisment

West Bengal News: এখনই সংস্কার জরুরি, চার মাসের জন্য বন্ধ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উড়ালপুল!

WB News: অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতু বন্ধ রাখার কথা জানিয়েছে প্রশাসন। সেতুটির সংস্কারের কাজ চলার জেরেই বন্ধ রাখা হবে বলে জানা গিয়েছে।

author-image
Mobarak Koraisi
New Update
west bengal news,barasat bridge,বারাসত ব্রিজ,পশ্চিমবঙ্গের খবর

Barasat Bridge: বারাসত উড়ালপুল।

West Bengal News: উত্তর ২৪ পরগনার বারাসত এলাকাটি অত্যন্ত জনবহুল ও যানজটপূর্ণ একটি এলাকা। মূলত যশোহর রোড ও ৩৪ নম্বর জাতীয় সড়কের সংযোগকারী হিসেবে বিগত কয়েক বছর থেকে বারাসাত উড়ালপুল ব্যবহার করা হয়। এটি বারাসাত চাঁপাডালি মোড় থেকে কলোনি মোড়ের মধ্যে সংযোগ স্থাপন করে।
 তবে বর্তমানে ব্রিজটি সংস্কারের জন্য আগামী চার মাসের জন্য নির্দিষ্ট দুটি দিনে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। সপ্তাহের শেষ দু'দিন কেবল শনি ও রবিবার বন্ধ থাকবে উড়ালপুল। বাকি দিনে স্বাভাবিক ভাবে উড়ালপুল চালু থাকলেও পণ্যবাহী ট্রাক ও ভারী যানবাহন চলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

Advertisment

সম্প্রতি পূর্ত বিভাগ জানায়, বারাসাত সেতুটি সংস্কারের প্রয়োজন। সেই মতো বিষয়টি নিয়ে পুলিশ লাইন, জেলা পুলিশ ও প্রশাসনের কর্তাদের পাশাপাশি বারাসাত ও মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান সহ বাস, ট্রাক,অটো ইউনিয়নের প্রতিনিধিরা বৈঠক করেন। সংস্কারের কাজে সেতুটি নির্দিষ্ট সময় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে বিকল্প রাস্তা হিসেবে প্রশাসনের তরফে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় শনিবার সংস্কারের কাজ বন্ধ রাখা হবে। সংস্কারের কাজ চলাকালীন উড়ালপুলের উপর দিয়ে ব্যারাকপুর, জাগুলিয়া ও নৈহাটি রুটের যে বাস চলাচল করে তা বারাসাত হেলাবটতলা থেকে ঘুরিয়ে নেয়া হবে। পণ্যবাহী ট্রাকগুলি টাকি রোডের কাঁচকল মোড় থেকে অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়ার ব্যাবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও যশোর রোডের যানবাহনগুলি অশোকনগরের বিল্ডিং মোড় থেকে অন্য রাস্তায় ঘুরনোর ব্যাবস্থা নিয়েছে প্রশাসন। 

আরও পড়ুন- West Bengal Weather Update: উত্তুরে হাওয়া গতি পাবে আজ থেকেই, সপ্তাহান্তে হু হু করে নামবে পারদ?

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live:'একজন মুখ্যমন্ত্রীর তো কথার ওজন থাকবে?', মমতার প্রস্তাবে বিস্মিত বাংলাদেশ

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বারাসাত রেলস্টেশন সংলগ্ন ১২ নম্বর রেলগেটের উপর চাঁপাডালি ও কলোনি মোড়ের সংযোগকারী উড়ালপুলটি ৩২টি স্তম্ভের উপর দণ্ডায়মান প্রতিটি স্তম্ভতেই বিয়ারিং রয়েছে। মূলত সেই বিয়ারিংয়ের সংস্কারের কাজেই এমন উদ্যোগ। এই বিষয়ে বারাসাতের ডিএসপি (ট্রাফিক) অলোকরঞ্জন মুন্সি বলেন, "সেতুটির সংস্কারের জন্য গাড়িচালক থেকে শুরু করে সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিলি হবে। সেই সঙ্গে মাইকেও চলবে প্রচার।"

আরও পড়ুন- Bangladesh Crisis: পায়ের নীচে ভারতের জাতীয় পতাকা, বাংলাদেশিদের হোটেলে ঠাঁই দিল না বাংলার এই জেলা

বারাসাত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় বলেন, "উড়ালপুলের উপর দিয়ে বহু যানবাহন চলাচল করে। স্বাভাবিকভাবেই সেতুটির সংস্কারের প্রয়োজন। পূর্ত দফতরের তত্বাবধানে সংস্কারের কাজ চলবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে সেই সময়সীমা একটু বাড়তেও পারে। ভালো কাজের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।"

Bangla News news of west bengal news in west bengal Bengali News Today Barasat West Bengal News
Advertisment