West Bengal Weather Update:ধীরে ধীরে ফর্মে ফিরছে শীত (Winter)। ঘূর্ণিঝড়ের কালো মেঘ সরে যেতেই ফের রাজ্যজুড়ে ঠান্ডার আমেজ। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ কাটতে চললেও এখনও হাড়কাঁপানো ঠান্ডা দেখেনি বাংলা। তবে এবার অল্প কয়েকদিনের মধ্যেই বাঙালির শীত-সুখ শুরু। অন্তত তেমনই মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ। জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ ফিরেছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহ শেষের দিকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ আরও নেমে যাবে। এক ধাক্কায় ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার ইঙ্গিত স্পষ্ট। আপাতত দক্ষিণবঙ্গে কোনও জেলাতেই বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডার কামড় থাকবে বেশি।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের সব জেলাতেই ঠান্ডার আমেজ রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কয়েকদিনের মধ্যেই উত্তরবঙ্গের সব জেলায় তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। তবে এরই মধ্যে দুটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের কিছু কিছু অংশে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকাল থেকে কুয়াশার দাপট থাকবে। তবে বেলা বাড়লে সরবে কুয়াশার চাদর।
আরও পড়ুন- West Bengal News Live:'একজন মুখ্যমন্ত্রী তো কথার ওজন থাকবে?', মমতার প্রস্তাবে বিস্মিত বাংলাদেশ
আরও পড়ুন- Bangladesh Crisis: পায়ের নীচে ভারতের জাতীয় পতাকা, বাংলাদেশিদের হোটেলে ঠাঁই দিল না বাংলার এই জেলা
কলকাতার ওয়েদার আপডেট
শীতের আমেজ তিলোত্তমা মহানগরীতেও। গতকাল রাতেও কলকাতা শহরের তাপমাত্রা খানিকটা নেমেছে। কলকাতায় শীতের অনুভূতি বাড়বে। চলতি মাসের ১৫ তারিখের পর কলকাতা শহরের তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নেমে যেতে পারে।
জাঁকিয়ে শীত কবে থেকে?
ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ কাটতে চললেও এখনও পর্যন্ত হাড়কাঁপানো শীতের মুখ দেখেনি বাংলা। আবহাওয়াবিদরা মনে করছেন ডিসেম্বর মাসের ১৫ তারিখের পর পরিস্থিতির খানিকটা বদল হতে পারে। কলকাতা শহরে ১৫ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা নেমে যেতে পারে। সেই সঙ্গে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলা থেকে শুরু করে উত্তরের বেশ কিছু জেলায় তাপমাত্রা বেশ খানিকটা নেমে যেতে পারে। তবে জাঁকিয়ে ঠান্ডা ঠিক কবে থেকে পড়তে পারে, সে ব্যাপারে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি আবহাওয়া দফতর।