North 24 Parganas News: প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, স্কুলে ব্যাপক বিক্ষোভ-ভাঙচুর

head master accused of molesting a student: এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে ছাত্রীটির পরিবার। স্কুলে প্রবল বিক্ষোভে দেখাতে শুরু করেন তাঁরা। সেই বিক্ষোভে অন্যান্য অভিভাবকরাও সামিল হন।

author-image
Joyprakash Das
New Update
complaint of Molestation

প্রতীকী ছবি।

head master accused of molesting a student: এবার সরকার পোষিত স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্কুলে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেফতারের দাবিতে স্কুলে ব্যাপক বিক্ষোভের পাশাপাশি ভাঙচুরের অভিযোগও উঠেছে অভিভাবকদের একাংশের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা ছাত্রীর পরিবার।

Advertisment

উত্তর ২৪ পরগনার একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গতকাল অর্থাৎ ৩ মার্চ ওই স্কুলের প্রধান শিক্ষক অষ্টম শ্রেণির ওই ছাত্রীর শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ উঠেছে। গোটা বিষয়টি এরপর থেকে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের জানায় মেয়েটি।

ক্ষোভে ফেটে পড়ে ছাত্রীটির পরিবার। আজ অর্থাৎ মঙ্গলবার ঘটনার প্রতিবাদে স্কুলে এসে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন ছাত্রীটির পরিবারের সদস্যরা। আরও বেশ কিছু অভিভাবক সেই বিক্ষোভে সামিল হন। স্কুল চত্বরে তুমুল প্রতিবাদ-বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে অভিভাবকদের একাংশ। এরই মধ্যে কয়েকজন স্কুলে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ ওঠে। 

আরও পড়ুন- Puri Jagannath Temple: অলৌকিকতায় ঘেরা পুরীর জগন্নাথ দেবের মন্দির! শিহরণ জাগানো ৭ রহস্যকাহিনী জানুন

Advertisment

কারও কারও অভিযোগ, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আগেও এই একই নক্কারজনক ঘটনা ঘটানোর অভিযোগ ছিল। অভিযুক্ত প্রধান শিক্ষকের গ্রেফতারের দাবিতে এবং উপযুক্ত তদন্তের দাবিতে স্কুল চত্বরে এদিন প্রবল বিক্ষোভ শুরু হয়। দমদম থানাতেও অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা ছাত্রীটির পরিবার। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।

আরও পড়ুন- Higher Secondary Exam 2025: ট্যাবের টাকা নিলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল না এই জেলার প্রায় ২ হাজার পরীক্ষার্থী

Bengali News Today North 24 Pargana molestation news in west bengal news of west bengal